22/03/2024
মায়ের মত আপনজন পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। মায়ের তুলনা শুধু মা নিজেই। মায়ের সাথে আর কারো তুলনা হয় না। সেই মা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তবে মনে রাখবেন আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসার এক মানুষ পৃথিবী থেকে চলে গেল। মা এমন এক ব্যক্তি যে তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে দ্বিধাবোধ করে না। আজ আমার মা বেঁচে নেই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে এই রমজান মাসের জুমার উসিলায় আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করেন আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন ♥️♥️