K AHMED J

K AHMED J শান্তি আসে অন্তর থেকে 🖤🫶 Hi, I am Kuraish the content creator.

ভাইরে ভাই, এমন ঘটনা ঘটানোও সম্ভব? সিনেমার ঘটনাও ফেল।যাস্ট অবিশ্বাস‍্য। ঘটনা আমাদের মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে। সেখ...
06/10/2025

ভাইরে ভাই, এমন ঘটনা ঘটানোও সম্ভব? সিনেমার ঘটনাও ফেল।
যাস্ট অবিশ্বাস‍্য।
ঘটনা আমাদের মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে।

সেখানের ‘অভিজুয়েলার্সে’র মালিক শুভর দোকানে গতকাল রাত ১১টার দিকে ডাকাতি হয়। মোটর সাইকেল যোগে ৬জন ডাকাত এসে স্বর্ণের দোকান লুটপাট করে, এসময় মালিক শুভর পিঠে ধা/রা/লো অস্ত্র দিয়ে বেশ কয়েতটি আঘাত করে।

ডাকাতদল চলে যাবার পর আশেপাশের মানুষ ছুটে এসে মালিক শুভকে হাসপাতালে পাঠায় ও পুলিশে ফোন দেয়।

ঘটনা এখানে শেষ হলে হতে পারতো। কিন্তু মুল ঘটনা অন‍্য জায়গায়।

পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে অপারোশনে নামে। এবং কয়েকঘন্টার মধ‍্যে আসামীদের ধরে ফেলে। আসামীদের মধ‍্যে রয়েছে আমান, মিলন, শরিফ, নয়ন ও সোহাগ।

ওদিকে আহত শুভর অবস্থা খারাপ হতে থাকলে তাকে ঢাকা পাঠানো হয়।
শহরে উত্তেজনা বাড়তে থাকে।
পুলিশ আসামীদের ধরে থানায় নিয়ে এসে উত্তম মাধ‍্যম দিলে ঘটনার মোড় অন‍্যদিকে চলে যায়।

আসামীরা যা বলে তা আপনি হয়তো আগে কোনদিন শুনেন নি
আসামীরা জানায়, তারা কোন ডাকাত নয়। তাদের দিয়ে নাটক করিয়েছে স্বয়ং শুভ, অর্থাৎ ঐ দোকানের মালিক।

এবং এই ঘটনা ঘটানোর জন‍্য তাদের নগদ পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এবং, ঘটনার সত‍্যতা প্রমাণ করার জন‍্যই পূর্বপরিকল্পনা অনুযায়ী শুভর পিঠে ছু/রি মারা হয়েছে।

অর্থাৎ, পুরো ঘটনা পরিকল্পনা অনুযায়ী পারফেক্টলি শেষ করেছে
এবার প্রশ্ন হল, শুভ এমন কাজ করতে গেল কেন?
এটা শুনলে মানুষের উপর থেকে আপনার বিশ্বাস উঠে যাবে।

বিষয়টি হচ্ছে, শুভর দোকান বেশ বড় দোকান। তার দোকানে অনেক স্বর্ণ জমা থাকে। অনেকে গহনা বানানোর জন‍্যও অনেক স্বর্ণ জমা রাখে। সব মিলিয়ে এই মুহুর্তে তার দোকানে ৩৯ ভরি ৭ আনা সোনা জমা ছিল।

শুভর টার্গেট ছিল, দোকানে ভয়াবহ ডাকাতি হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে খবর ছড়িয়ে সকলের আমানত রাখা স্বর্ণ আত্মসাত করা।

এবার চিন্তা করেন, একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব‍্যবসায়ী যদি এমনটা করে তাহলে বিশ্বাস করবেন কাকে?
পুলিশ সম্পূর্ন স্বর্ণ উদ্ধার করেছে।

মানুষের সচেতনতার জন‍্য পোস্টটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।

ছবিঃ কিছুক্ষণ আগে মানিকগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সমস্ত ঘটনার বিবরণ জানান।

কাল সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানি...
29/08/2025

কাল সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানিয়ে একদিন হঠাৎ বাড়িতে ফিরে এসেছে শুধু বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দরজা খুলতেই মেয়েকে সামনে পেয়ে বাবার চোখ ভিজে যায় বিস্ময়ে আর ভালোবাসায়। মুহূর্তের মধ্যেই বাবা জড়িয়ে ধরে তার আদরের টুকরোকে, যেন সময়ের সব বাঁধন গলে গিয়ে আবার শৈশবের মতো করে তাকে আগলে রাখে।

মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়তো সংসারের টানে একটু দূরে সরে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু বাবার হৃদয়ে মেয়ের প্রতি ভালোবাসা কখনোই কমে না—বরং সময়ের সাথে সেই ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। তাই হয়তো বাবারা তাদের মেয়েদের একটু বেশি ভালোবাসেন, একটু বেশি আগলে রাখতে চান। কারণ মেয়েরা বাবার জীবনের এক টুকরো আলো, এক টুকরো অনন্ত আশীর্বাদ।

*Kuraish Ahmed

24/08/2025

নির্বাচন কমিশনের ভিতরেই মারধর তাহলে বুঝুন নির্বাচনে কি হবে🙂

23/08/2025

নরেন্দ্র মোদির আতংকের আরেক নাম সুপারস্টার থালাপতি বিজয়!
থালাপতি বিজয় এর এক ডাকে লক্ষ লক্ষ জনতা হাজির। মোদির পরাজয় এর ঘণ্টা অতি নিকটে।

21/08/2025

উচিত শিক্ষা 🖤

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ও আব্দুল জব্বার মন্ডল এই দুজন বাংলার সকল অসাধু ব্যবসায়ীদের আ'ত'ঙ্ক। তারা সাধারণ মানুষের দোয়া...
18/08/2025

ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ও আব্দুল জব্বার মন্ডল এই দুজন বাংলার সকল অসাধু ব্যবসায়ীদের আ'ত'ঙ্ক।

তারা সাধারণ মানুষের দোয়া ও ভালবাসায় দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের খেদমত করার সুযোগ পাক। এই দোয়া করি🖤🇧🇩

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন‍্যার কবলে পাকিস্তান । বন‍্যা এবং ভূমিধসে প্রায় 400 মানুষ নিহত হয়েছে 🥹আল্লাহ হেফাজত করুন 🤲🤲🤲
18/08/2025

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন‍্যার কবলে পাকিস্তান । বন‍্যা এবং ভূমিধসে প্রায় 400 মানুষ নিহত হয়েছে 🥹
আল্লাহ হেফাজত করুন 🤲🤲🤲

16/08/2025

আপনার সন্তানকে কর্ম শেখান, নইলে বড় হয়ে, তেল মেরে নেতাকে দ্বিতীয় বাপ বানাবে।

দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে উঠা যুবক সাফিউল ইসলাম পরিবারের সচ্ছলতার জন্য গত বছরের ১ মে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৌদি আ...
14/08/2025

দিনমজুর বাবার দরিদ্র পরিবারে বেড়ে উঠা যুবক সাফিউল ইসলাম পরিবারের সচ্ছলতার জন্য গত বছরের ১ মে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৌদি আরব পাড়ি জমান তিনি। কিন্তু সৌদি আরব গিয়ে চাকরি না পেয়ে হতাশায় পড়েন সাফিউল। বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

চাকরি না পেয়ে ও তার কাছে অর্থ না থাকায় মসজিদে মসজিদে সামান্য খাবার সংগ্রহ করে কখনো রাস্তায় আবার কখানো ফ্লাইওভারের নিচে দীর্ঘ ১৫ মাস অতিবাহিত করে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ২৮ জুলাই সৌদি আরবের একটি হাসপাতালের গেটে চিকিৎসা ও খাবারের অভাবে মারা যান।

তথ্যসূএ: #সময়

ঢাকা থেকে রাজশাহীগামী একটা ট্রেনের চিত্র এটি।একজন হিন্দু ভদ্র মহিলা একজন মুসলিম নারীর কাধে শুয়ে আছে।প্রায় ১ ঘন্টা উনি ঘু...
10/08/2025

ঢাকা থেকে রাজশাহীগামী একটা ট্রেনের চিত্র এটি।

একজন হিন্দু ভদ্র মহিলা একজন মুসলিম নারীর কাধে শুয়ে আছে।
প্রায় ১ ঘন্টা উনি ঘুমিয়ে পড়েছেন , বোরকা পড়া বোনটি উনাকে সরানোর চেষ্টা করেন নি।

এটাই আমাদের দেশের সম্প্রীতির বন্ধন।
ধর্ম বর্ণ নির্বিশেষে। ইসলাম ধর্ম শান্তির পথ।

এমন দৃশ্য ভারতে, দেখা যাবে না। এটা আমার দেশ, বাংলাদেশ।🖤🇧🇩

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন। তার মানে কিছুদিন পরই...
06/08/2025

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন।

তার মানে কিছুদিন পরই আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় নিবেন তিনি।

আজকে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আফসোসের সুরে অনেকগুলো কথা বলছিলেন তিনি।তার চেহারাটাও ছিল বেশ মনমরা।

এই মানুষটার জন্যে আফসোসই হয়। অনেকগুলো স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে এসেছিলেন এই দেশে। কিন্তু সেসবের অনেককিছুই রয়ে গেছে অপূর্ণ।

তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর থেকে দেশে এ পর্যন্ত ১৭৪ টা আন্দোলন হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দূর্ঘটনা হয়েছে, আরও কতশত অযাচিত ঘটনা ঘটেছে।

তারমধ্যে সেনাপ্রধান কমান্ড চেইন মানে না, পুলিশরা নিরাপত্তা দিতে পারে না, বিএনপি কথা শুনে না, হাসিনার রয়ে যাওয়া আমলারা কাজ করে না।

পিলখানার বিডিআর হত্যাকান্ডের মামলাটাও নতুন করে তদন্ত করা শুরু করেছিলেন ইউনূস কিন্তু সেনাপ্রধান ওয়াকার সেটাতেও বাঁধা দিলেন।

এতসব কিছুর ভিড়ে নিয়ে আসা স্বপ্নগুলো আর পূরণ করতে পারেননি তিনি।

তবুও চেষ্টা করেছিলেন ড. ইউনূস। চেয়েছিলেন নিজের ফেইস ভ্যালু ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ আনতে,
দেশটাকে একটু ঠিকঠাক করতে। কিছু কাজ করেছিলেনও, দেশের রিজার্ভও ৩০ বিলিয়ন হয়েছিল।

কিন্তু বাকিগুলো করতে গিয়ে দেখলেন এদেশের সবাই ই দুর্নীতিতে জড়িত, চাঁদাবাজি রোগে আক্রান্ত।

আপনি ড. ইউনূসকে সুদখোর বলে গালি দিতে পারেন, গুজবে কান দিয়ে আমেরিকার দালাল বলতে পারেন কিন্তু কেউ আপনাকে গ্রেফতার করবে না, জেলে ভরবে না।

কিন্তু অন্য কোন সরকার প্রধান আসলে তার বিরুদ্ধে এভাবে বলার সুযোগটা আর পাব না আমরা। দুর্নীতি, চাঁদাবাজি দেখেও দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকতে হবে তখন।

ইউনূস সরকার চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশের মতো হয়ে যাওয়া বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করতে। কিন্তু দিনশেষে একরাশ কষ্ট নিয়েই ফিরে যাবেন নিজের পুরনো ঠিকানায়।

ড. ইউনূসের মতো আন্তর্জাতিক মানের আর একজনকেও আমরা খুঁজে পাব না।

যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত দেহ নিয়ে কোনরকম ঘরে ফিরে তেমনি ড. ইউনূসও ফিরে যাবেন, সেদিন হয়তো ঠিকই আফসোস করব আমরা!

লেখা- Ibrahim Khalil Shawon

Address

Sylhet
Maulvi Bazar

Telephone

+8801646468642

Website

Alerts

Be the first to know and let us send you an email when K AHMED J posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K AHMED J:

Share