K AHMED J

K AHMED J শান্তি আসে অন্তর থেকে 🖤🫶 Hi, I am Kuraish the content creator.
(1)

22/09/2025

টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

21/09/2025

আলহামদুলিল্লাহ! যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ফরমালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

আমিজ হামজা জেলজীবন ২ বছরের মিথ্যা মামলার অভিযোগে কারাদণ্ড ছিলেন। তিনি যখন জেল থেকে বের হয়ে আসেন, তখন সারা বাংলাদেশে এক আ...
20/09/2025

আমিজ হামজা
জেলজীবন ২ বছরের মিথ্যা মামলার অভিযোগে কারাদণ্ড ছিলেন। তিনি যখন জেল থেকে বের হয়ে আসেন, তখন সারা বাংলাদেশে এক আমেজে মূহুর্ত সৃষ্টি হয় এবং অনেক মানুষ আল্লাহ কাছে সেজদা অবনতি হয়ে দোয়া করতে থাকে। অনেকে বলত যে ( এক জালেমের কবল থেকে আলেম মুক্তি পাইছে)

আজ তাঁর কয়েকটা কথায় Slip of tongue(কথা বলার সময় হঠাৎ ভুল বলা) হয়ে যায়।
আমরা থাকে ভুলটা না ধরিয়ে তাঁর গিবত ও দূর্নাম রটাতে থাকি। এটা আমাদের জন্য খুবই লজ্জা ও নিন্দানীয় কাজ।

আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন।

🙂
18/09/2025

🙂

পুত্র সন্তান যদি🤔
12/09/2025

পুত্র সন্তান যদি🤔

যে দেশে মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, সে দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেবের সন্তান কে দেখুন। একদম...
12/09/2025

যে দেশে মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, সে দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেবের সন্তান কে দেখুন। একদম সামনের ছেলেটা।

তিনি কোনো পদ বা মনোনয়ন চাননি, পানওনি। একজন সাধারণ কর্মীর মতো নিরলস পরিশ্রমে, দিন-রাত ক্লান্তিহীনভাবে সাদিক কায়েমের পাশে থেকেছেন।

যেখানে ক্ষমতার উত্তরাধিকার ভোগ করাই নিয়ম, সেখানে তিনি প্রমাণ করেছেন যোগ্যতা আর শ্রমের মূল্য কী।

আর এখানেই বোঝা যায়, কেন আপনারা হাজার বছর পরও শিবিরের সামনে টিকতে পারবেন না।

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার! জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা...
06/09/2025

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার!

জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা সেই ছেলে বউ নিয়ে আলাদা বাসায় থাকে আর বাবা,

নাসুমের বাবা সিলেটের হাউজিং রোডের সিকিউরিটি গার্ডের চাকরি করে নিজের খরচ চালিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন তার বেতন ৮ হাজার টাকা,

নাসুমের বাবা নাসুমকে ক্রিকেটার বানানোর জন্য রিক্সা চালিয়ে, রংয়ের কাজসহ বিভিন্ন কস্টের কাজ করে তাকে প্লেয়ার হিসেবে গড়ে তুলেন এবং এলাকা বাসি জানায় বিয়ের পরপরই বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় নাসুমের এবং বাবার সাথে সম্পর্ক নাই প্রায় ৪ বছর ধরে,

'' আমার ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নাই সে ভালো থাকুক এবং জীবনে আরোও অনেক বড় হউক, আমি সবসময়ই এটাই চাই।

নাসুমের বাবা 🗣️
বি:দ্র: সংগ্রহ

05/09/2025

নিঃসন্দেহে তোমাদের জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।
[সুরা আহযাব: ২১]

01/09/2025

শুভ চিঠি দিবস 💌

গাড়ী, বাড়ি,টাকা সম্পদ থাকলে হয় না--- আত্মা থাকা লাগে ভাই❤️।
31/08/2025

গাড়ী, বাড়ি,টাকা সম্পদ থাকলে হয় না--- আত্মা থাকা লাগে ভাই❤️।

কাল সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানি...
29/08/2025

কাল সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানিয়ে একদিন হঠাৎ বাড়িতে ফিরে এসেছে শুধু বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দরজা খুলতেই মেয়েকে সামনে পেয়ে বাবার চোখ ভিজে যায় বিস্ময়ে আর ভালোবাসায়। মুহূর্তের মধ্যেই বাবা জড়িয়ে ধরে তার আদরের টুকরোকে, যেন সময়ের সব বাঁধন গলে গিয়ে আবার শৈশবের মতো করে তাকে আগলে রাখে।

মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়তো সংসারের টানে একটু দূরে সরে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু বাবার হৃদয়ে মেয়ের প্রতি ভালোবাসা কখনোই কমে না—বরং সময়ের সাথে সেই ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। তাই হয়তো বাবারা তাদের মেয়েদের একটু বেশি ভালোবাসেন, একটু বেশি আগলে রাখতে চান। কারণ মেয়েরা বাবার জীবনের এক টুকরো আলো, এক টুকরো অনন্ত আশীর্বাদ।

*Kuraish Ahmed

আপনাকে কারো নাম বলতে হবে না। শুধুমাত্র আপনার এলাকার নাম বলুন। খুব শীঘ্রই অভি/যান চালাবে বাংলাদেশ সেনা/বাহি/নীজনস্বার্থে ...
28/08/2025

আপনাকে কারো নাম বলতে হবে না। শুধুমাত্র আপনার এলাকার নাম বলুন।

খুব শীঘ্রই অভি/যান চালাবে বাংলাদেশ সেনা/বাহি/নী

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন

Address

Sylhet
Maulvi Bazar

Telephone

+8801646468642

Website

Alerts

Be the first to know and let us send you an email when K AHMED J posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K AHMED J:

Share