K AHMED J

K AHMED J Hi, I am Kuraish the content creator.

এই সাংবাদিকের অপরাধ সে চাদাবাজির বিরুদ্ধে কথা বলছিল🥹😅জনসম্মুখে মেরে ফেলা হয়েছে সাংবাদিককে। এর কঠোর বিচারের দাবি জানাচ্ছি...
07/08/2025

এই সাংবাদিকের অপরাধ সে চাদাবাজির বিরুদ্ধে কথা বলছিল🥹😅
জনসম্মুখে মেরে ফেলা হয়েছে সাংবাদিককে। এর কঠোর বিচারের দাবি জানাচ্ছি ✊

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন। তার মানে কিছুদিন পরই...
06/08/2025

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন।

তার মানে কিছুদিন পরই আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় নিবেন তিনি।

আজকে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আফসোসের সুরে অনেকগুলো কথা বলছিলেন তিনি।তার চেহারাটাও ছিল বেশ মনমরা।

এই মানুষটার জন্যে আফসোসই হয়। অনেকগুলো স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে এসেছিলেন এই দেশে। কিন্তু সেসবের অনেককিছুই রয়ে গেছে অপূর্ণ।

তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর থেকে দেশে এ পর্যন্ত ১৭৪ টা আন্দোলন হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দূর্ঘটনা হয়েছে, আরও কতশত অযাচিত ঘটনা ঘটেছে।

তারমধ্যে সেনাপ্রধান কমান্ড চেইন মানে না, পুলিশরা নিরাপত্তা দিতে পারে না, বিএনপি কথা শুনে না, হাসিনার রয়ে যাওয়া আমলারা কাজ করে না।

পিলখানার বিডিআর হত্যাকান্ডের মামলাটাও নতুন করে তদন্ত করা শুরু করেছিলেন ইউনূস কিন্তু সেনাপ্রধান ওয়াকার সেটাতেও বাঁধা দিলেন।

এতসব কিছুর ভিড়ে নিয়ে আসা স্বপ্নগুলো আর পূরণ করতে পারেননি তিনি।

তবুও চেষ্টা করেছিলেন ড. ইউনূস। চেয়েছিলেন নিজের ফেইস ভ্যালু ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ আনতে,
দেশটাকে একটু ঠিকঠাক করতে। কিছু কাজ করেছিলেনও, দেশের রিজার্ভও ৩০ বিলিয়ন হয়েছিল।

কিন্তু বাকিগুলো করতে গিয়ে দেখলেন এদেশের সবাই ই দুর্নীতিতে জড়িত, চাঁদাবাজি রোগে আক্রান্ত।

আপনি ড. ইউনূসকে সুদখোর বলে গালি দিতে পারেন, গুজবে কান দিয়ে আমেরিকার দালাল বলতে পারেন কিন্তু কেউ আপনাকে গ্রেফতার করবে না, জেলে ভরবে না।

কিন্তু অন্য কোন সরকার প্রধান আসলে তার বিরুদ্ধে এভাবে বলার সুযোগটা আর পাব না আমরা। দুর্নীতি, চাঁদাবাজি দেখেও দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকতে হবে তখন।

ইউনূস সরকার চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশের মতো হয়ে যাওয়া বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করতে। কিন্তু দিনশেষে একরাশ কষ্ট নিয়েই ফিরে যাবেন নিজের পুরনো ঠিকানায়।

ড. ইউনূসের মতো আন্তর্জাতিক মানের আর একজনকেও আমরা খুঁজে পাব না।

যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত দেহ নিয়ে কোনরকম ঘরে ফিরে তেমনি ড. ইউনূসও ফিরে যাবেন, সেদিন হয়তো ঠিকই আফসোস করব আমরা!

লেখা- Ibrahim Khalil Shawon

এক বছর পর আবারও ফিরে এলো সেই,       বিজয়ের দিন ৫ই আগস্ট!❤️
05/08/2025

এক বছর পর আবারও ফিরে এলো সেই,
বিজয়ের দিন ৫ই আগস্ট!❤️

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😅💔
21/07/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন 😅💔

বন্ধুর জন্য সাহায্য চাইছে। এসব দৃশ্য কি সহ্য করার মতো?🥹
21/07/2025

বন্ধুর জন্য সাহায্য চাইছে। এসব দৃশ্য কি সহ্য করার মতো?🥹

**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**  আজ বিমান দূর্ঘটনায় ৩য় শ্রেণীর বাচ্চা মারা গেছে😭আল্লাহ তাকে জান্নাত নসীব কর...
21/07/2025

**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**
আজ বিমান দূর্ঘটনায় ৩য় শ্রেণীর বাচ্চা মারা গেছে😭

আল্লাহ তাকে জান্নাত নসীব করুন😭😭😭

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির। অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দ...
19/07/2025

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির।
অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দরী মেয়েদের।

বিশেষ করে ভার্সিটির শিক্ষক,ব্যাংকার,ব্যবসায়ী,নেতা ইত্যাদি ধরণের ক্যাটাগরির মানুষের প্রথম পছন্দ ভার্সিটির মেয়ে।

একেকজন এর রেট ১০ হাজার থেকে এক লক্ষ টাকা হতে পারে৷।
বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদের চাহিদা বেশি।

আমি যখন ভার্সিটিতে পড়ি। তখন আমাদের ভার্সিটির একটা লোকেশনে এসব কার্যকলাপ ছিলো।
ভার্সিটির মেয়েরা এসব করে এগুলা অনেকে বিশ্বাস ই করবে না।

কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অভিজাত শ্রেনীর মানুষরা এখন ভার্সিটির মেয়ে ছাড়া ভোগ করে না।

আর সাধারণ আবাসিক হোটেল ত লেবার,ড্রাইভার, দিনমজুরদের।

একটা ভার্সিটির মেয়ে যদি মাসে ৩/৪ লাখ টাকা আর্ন করে। সে কিভাবে টাকার লোভ সামলাবে।
চট্টগ্রামে হালিশহরে একটা পতি-তালয়ের সন্ধান পেয়েছি।
যা ভার্সিটির মেয়েদের দ্বারা পরিচালিত।

আর তাদের সেবা গুলো ভিন্ন ধরণের হয়ে থাকে।
যেমন নির্দিষ্ট পতি'তা কে ২/৪ দিনের জন্য কন্টাক্ট করে কক্সবাজার বা নিজেদের বাসায় নিয়ে যায়।

বেশিরভাগ কক্সবাজারে নিয়ে যায় সবাই।
কক্সবাজারে ট্রেন সেবা চালু হয়েছে।
এটার একটা হিডেন ম্যাসেজ আছে।

এই দেশটা কে সমূলে ধ্বংস করতে কক্সবাজারের বিকল্প নাই।
ট্যুরিস্ট স্পট গুলো সহজলভ্য করা মানে। আর্থিক ব্যানিফেশিয়াল এর পাশাপাশি অবাধ যৌনতা দিয়ে দেশ কে ডুবিয়ে দেওয়া।

কক্সবাজারে অধিকাংশ যায় এসব হোটেলে প্রাইভেট এনজয় করার জন্য৷
আর ঢাকার কথা কি বলব।

ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবস্থা ভয়াবহ।
ঢাকা এখন স্মার্ট পতি-তা নগর৷

—সংগ্রহ পোস্ট

17/07/2025

আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করুন, তিনি সবকিছু ঠিক করে দেবেন।
ইনশাআল্লাহ 🥰

দুই চাকার মাঝে ফাঁকা না রেখে ঢেকে দিন। মোটরবাইক চাকার নিচে যাবে না। অন্যদের জানার সুযোগ করে দিন।💙
17/07/2025

দুই চাকার মাঝে ফাঁকা না রেখে ঢেকে দিন। মোটরবাইক চাকার নিচে যাবে না। অন্যদের জানার সুযোগ করে দিন।💙

17/07/2025

শিক্ষার্থীদের অধঃপতনের মূল কারণ -
স্মার্টফোনের অবাধ ব্যবহার অভিভাবকদের অবহেলা এবং শিক্ষকদের শাসনে বাধা।
আপনার কি মতামত?

17/07/2025

সাংবাদিক চলে গেলেন ক্যামরাম্যানকে রেখে🐸
ছোট এই দেশে আপনি ২ মিনিট মন খারাপ করে থাকতে পারবেন না😀🙃

18/10/2024

Address

Sylhet
Maulvi Bazar

Telephone

+8801646468642

Website

Alerts

Be the first to know and let us send you an email when K AHMED J posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K AHMED J:

Share