Arif Creation

  • Home
  • Arif Creation

Arif Creation দেখতে থাকুন, চোখ রাখুন 🙂💞
আরিফুল :-
For any kind promotion. call now :01783965425

22/07/2025

-জুলাই বুঝি মায়েদের কোল খালি হওয়ার মাস 💔🥺

22/07/2025

আওয়াজ তুলো বাংলাদেশ। ✊✊

৬ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা।

১. নিহ'তদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আ'হতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নি'হত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

পূর্ণ সংহতি জানাচ্ছি।শেয়ার করে জানিয়ে দিন সবাইকে।

হ্যা ভাই এটাই আমি🙂
22/07/2025

হ্যা ভাই এটাই আমি🙂

21/07/2025

চুলার আগুনের আঁচটাও লাগতে না দেয়া সন্তান তাদের.!🥲

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতে কার কি লাভ হবে?🙂কতটুকু ক্ষ"তি কমবে?এসব রং ঢং ব/ন্ধ করেন!যে মুড়ির টিনের মত বিমানগুলো অন্যা...
21/07/2025

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতে কার কি লাভ হবে?🙂

কতটুকু ক্ষ"তি কমবে?

এসব রং ঢং ব/ন্ধ করেন!

যে মুড়ির টিনের মত বিমানগুলো অন্যান্য দেশে আরও কয়েক দশক আগে পরিত্যক্ত করেছে, সেই মুড়ির টিনগুলো ডাস্টবিনে ফেলার ঘোষণা দিন।

জীবন নিয়ে খেলা ব/ন্ধ করুন!

21/07/2025

আমরা শোকাহত
মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।😓😭
সৌজন্যে: Arif Creation

21/07/2025

অথচ তাদের বয়স ছিলো কাগজের প্লেন উড়ানোর!🥲

21/07/2025

আজ ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ির মিলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ISPR জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম জানান, “একটি ফাইটার জেট মিলস্টোন কলেজের একটি ভবনের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে।”

🔥 ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন শিক্ষার্থী নিহত দগ্ধ হয়েছেন প্রায় দেড় শতাধিক বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে, শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

পাইলটদের অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণও এখনো জানা যায়নি।

⚠️ সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।

📸 collected

১০০% রিয়েল পিক🙂
21/07/2025

১০০% রিয়েল পিক🙂

জীবনে ভালো দিন পেতে হলে অনেক গুলো খারাপ দিনের সাথে লড়াই করে যেতে হয় ।😊সবাই সাপোর্ট করো বেশি বেশি করে 😌
19/07/2025

জীবনে ভালো দিন পেতে হলে অনেক গুলো খারাপ দিনের সাথে লড়াই করে যেতে হয় ।😊
সবাই সাপোর্ট করো বেশি বেশি করে 😌

এটা তো সামান্য 🙂
18/07/2025

এটা তো সামান্য 🙂

এটা তো সামান্য ভাই..!🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Creation:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share