Bᵣₒₖₑₙ Dₑₐₜₕ

Bᵣₒₖₑₙ Dₑₐₜₕ Assalamu Alaikum Thank you for following everyone and invite more and more people. Thank you.
(2)

আনিস্টিজ থ্রি পিস  ইন্ডিয়ান কারো লাগলে ইনবক্সে মেসেজ দেন বা কমেন্ট করেন Price:- 550 tk
27/04/2024

আনিস্টিজ থ্রি পিস ইন্ডিয়ান কারো লাগলে ইনবক্সে মেসেজ দেন বা কমেন্ট করেন
Price:- 550 tk

14/03/2024

আমার কপাল আর চেহারার মধ্যে একটা কম্পিটেশন চলছে, কে কতো খারাপ হতে পারে।

14/03/2024

বাক্যের শুরুতে 'I was like' লাগায়ে কথা বলা শুরু করলেই বুঝি যে, সে উচ্চশিক্ষিত! 🙂

Today's best photo 🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌            Actres  # jamilanagudu with   and  also known as   in   movie📽📺👈
14/03/2024

Today's best photo
🕌🕌🕋🕋🕌🕌🕋🕋🕌










Actres # jamilanagudu with and also known as in movie📽📺👈

বাংলাদেশের সিলেট অঞ্চলের নিজস্ব ভাষা আছে। শুধু ভাষা-ই নয়, ৩৩টি বর্ণ নিয়ে তাদের নিজেদের সেই ভাষার বর্ণমালাও আছে যার নাম স...
10/03/2024

বাংলাদেশের সিলেট অঞ্চলের নিজস্ব ভাষা আছে। শুধু ভাষা-ই নয়, ৩৩টি বর্ণ নিয়ে তাদের নিজেদের সেই ভাষার বর্ণমালাও আছে যার নাম সিলেটি নাগরী! ছবিতে সিলেটের বর্ণমালায় যা লিখা তার সিলেটের আঞ্চলিক উচ্চারণ হলো: "হরু পুয়া ইগুর গতরো যে তাপ উঠছে"। বাংলাতে যার অর্থ হচ্ছে, "ছোট ছেলেটার গায়ে খুব বেশি জ্বর"। এই ভাষার অবস্থান বিশ্বে ৯৭ তম! তবে বর্ণমালাটি প্রায় বিলুপ্ত!

চিকুলুব গ্রহাণু (6 মাইল লম্বা) যা ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছে, সাইজ বোঝানোর জন্য নিচে ম্যানহাটান শহর টাকে  দেখানো হ...
08/03/2024

চিকুলুব গ্রহাণু (6 মাইল লম্বা) যা ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছে, সাইজ বোঝানোর জন্য নিচে ম্যানহাটান শহর টাকে দেখানো হয়েছে.

ঘটনা আজকের নয়। সেই দ্বাদশ শতাব্দীর। ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাতই একজোড়া ভাই বোনের এসে উদয় হল। অবাক হওয়ার বিষয় হ...
08/03/2024

ঘটনা আজকের নয়। সেই দ্বাদশ শতাব্দীর। ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাতই একজোড়া ভাই বোনের এসে উদয় হল। অবাক হওয়ার বিষয় হল, এরা সবদিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো ছিল দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই-বোনের কথাও কেউ বুঝত না। কারণ তাঁরা অজানা এক ভাষায় কথা বলত, পোশাকও ছিল অদ্ভূত। আর খাবার? খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরেধীরে ইংরেজি ভাষা শেখানো হয়। খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে-ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায়, দুই ভাই-বোন সেন্ট মার্টিন্স ল্যান্ড থেকে এসেছে। তার কথায়, সেন্ট মার্টিন্স হল মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি, বহু বিশেষজ্ঞও এই ভাই-বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিনগ্রহের প্রাণী বলে মনে করেছিলেন। কিন্তু রহস্যের কোনও সমাধান হয়নি।

• 🥀🥀🥰•🔴
08/03/2024

• 🥀🥀🥰

•🔴














































চোখ ছাড়া বিড়ালটির নাম Jasper। গায়ে লোম না থাকার এটি সাধারণ বিড়ালের চেয়ে ভিন্ন দেখতে। জ্যাসপার এর দুটি চোখের একটিও নেই। ম...
08/03/2024

চোখ ছাড়া বিড়ালটির নাম Jasper। গায়ে লোম না থাকার এটি সাধারণ বিড়ালের চেয়ে ভিন্ন দেখতে। জ্যাসপার এর দুটি চোখের একটিও নেই। মূলত বিড়ালটির বয়স যখন দুই বছর ছিলো তখন তার ডান চোখে কর্নিয়াল আলসার হয়। তখন সে তার ডান চোখ হারায়। কয়েক বছর পর জ্যাসপারের বাম চোখেও কর্নিয়াল আলসার দেখা দেয় এবং তার জীবন বাঁচাতে সেটিও অপসারণ করা হয়। এখন জ্যাসপারের বয়স ১২ বছর এবং তার ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ৯২,০০০ এর বেশি।

মধ্যযুগীয় ইউরোপের দুর্গের সিঁড়িগুলো বেশ সরু করে বানানো হতো। সেই সাথে নিচ থেকে উপরের দিকে এগুলো ঘড়ির কাঁ/টার দিক বরাবর উঠ...
08/03/2024

মধ্যযুগীয় ইউরোপের দুর্গের সিঁড়িগুলো বেশ সরু করে বানানো হতো। সেই সাথে নিচ থেকে উপরের দিকে এগুলো ঘড়ির কাঁ/টার দিক বরাবর উঠে যেত। কেন জানেন? প্রতিপক্ষ তো অধিকাংশ ক্ষেত্রেই ডানহাতি হবে। তো সেই প্রতিপক্ষ যুদ্ধের সময় দুর্গে ওঠার জন্য যেন লড়াই করতে না পারে ঠিকমতো, তার হাতের অস্ত্র যেন ডানদিকে থাকা দেয়ালে বাধা পায়, সেজন্য এমন ডিজাইন করত তারা। ওদিকে উপরে দুর্গের যে সেনা থাকত, তার জন্য হতো উল্টোটা। তার যে হাতে অ**স্ত্র থাকত, সেই হাতের দিকটা ফাঁকা থাকায় তার কোনো সমস্যা হতো না, ঢালের দিকেও সে পেত বাড়তি সুবিধা। এর পাশাপাশি সিড়িগুলোতে সেভাবে আলো থাকত না, আকারও সমান হতো না বিভিন্ন ধাপের, যেন প্রতিপক্ষ ঢুকে অচেনা এই পরিবেশে খুব একটা সুবিধা করতে না পারে।

প্রসেনজিৎ চ্যাটার্জির ইন্সটাগ্রাম আইডির নাম Porsenstar কে Porn'star পড়ে ফেলা অবুঝ মন।‌🙈
06/03/2024

প্রসেনজিৎ চ্যাটার্জির ইন্সটাগ্রাম আইডির নাম Porsenstar কে Porn'star পড়ে ফেলা অবুঝ মন।‌🙈

Address

Maulvi Bazar
3250

Telephone

+8801758857374

Website

https://youtube.com/@Araf6840?si=496q8s6VJMAkyb

Alerts

Be the first to know and let us send you an email when Bᵣₒₖₑₙ Dₑₐₜₕ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bᵣₒₖₑₙ Dₑₐₜₕ:

Share