
10/10/2025
শরীফপুর ক্রিকেট লিগ ২০২৫-এ SSC BATCH 2K19-এর দাপট! 💥
শরীফপুর ক্রিকেট লিগ ২০২৫-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি SSC BATCH 2K19 সহজ জয় দিয়ে শেষ করলো। এই জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন শমশেরনগরের উদীয়মান তরুণ বোলার, সামাদুর রহমান সোহান!
বল হাতে তিনি ছিলেন অপ্রতিরোধ্য! ৩ ওভার বল করে মাত্র ১১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যার মধ্যে ২টি ছিল মেডেন ওভার। এই স্পেলের জন্য তিনি জিতে নিয়েছেন "মোস্ট উইকেট অফ দ্য ম্যাচ" পুরস্কার। 🏆
অনলাইন বাংলার জনপ্রিয় ধারাবিবরক ও মডারেটর হিসেবে যেমন তিনি মাতিয়ে রাখেন মাঠ, তেমনি বল হাতেও দেখালেন নিজের কারিশমা।
অনলাইন বাংলা পরিবারের পক্ষ থেকে উদীয়মান তারকা সোহানের জন্য রইলো অফুরন্ত শুভকামনা। সেমিফাইনাল বা ফাইনালের জন্যও এই ছন্দ ধরে রাখুক টিম SSC BATCH 2K19!
আপনারা কি মনে করেন, SSC BATCH 2K19 এবার চ্যাম্পিয়ন হবে? কমেন্টে জানান! 👇