Shakib's Entertainment

Shakib's Entertainment We are hear to learn the word of God!

06/12/2025

আরো একবার চেষ্টা করে দেখুন আমাদের সাথে।🤗

✅ আজই আপনার ভর্তি নিশ্চিত করতে চলে আসুন!
আমাদের অফিসের ঠিকানায়:
🏪 Easy Education Barlekha
📍 আল-আমীন মার্কেট (৩য় তলা), বড়লেখা
📞 মোবাইল: ০১৩৩৭-৬২০৮৯৯

06/12/2025

🌈𝐊𝐢𝐝𝐬’ 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐍𝐞𝐰 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐆𝐨𝐢𝐧𝐠 𝐎𝐧!

💫আপনার সন্তানের ইংরেজি শেখার সঠিক সূচনা হোক আমাদের Kids English Course-এর মাধ্যমে!
ইনশাআল্লাহ, এই কোর্স আপনার সন্তানকে ইংরেজি ভাষা ও লেখায় আরও এক ধাপ এগিয়ে নেবে।
এখনই সময় আপনার সোনামণিকে ইংরেজিতে আত্মবিশ্বাসী করে তোলার!

🎯 কোর্সের বিশেষত্ব
✅ ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপযোগী
✅ সপ্তাহে ক্লাস থাকবে ২ দিন — শুক্রবার ও শনিবার
✅ মোট ক্লাস সংখ্যা — ৪০+
✅ প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকবে One to One সাপোর্ট
✅ প্রতি ব্যাচে সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থী, যেন প্রত্যেকে পায় ব্যক্তিগত যত্ন
✅ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস পরিচালিত

💵কোর্স ফি মাত্র : 4,000/-💵

✨ আমাদের লক্ষ্য
এই কোর্সের মাধ্যমে আমরা শিশুদের—

ইংরেজি বলা, পড়া ও লেখায় আত্মবিশ্বাসী করে তুলব

ভাষা শেখাকে আনন্দদায়ক ও ইন্টারঅ্যাকটিভ করব

সঠিক উচ্চারণ ও শব্দভাণ্ডারে সমৃদ্ধ করব

যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করব।🌟

💬 "তোমরা আমাদের ভবিষ্যৎ।
প্রতিদিন একটু একটু করে শেখা মানেই বড় কিছু অর্জনের শুরু। ভুল করতে ভয় পেও না — ভুল থেকেই শেখা শুরু হয়! চলো, একসাথে ইংরেজি শেখাকে করি আনন্দময় ও সহজ!" 💖

📍 𝐄𝐀𝐒𝐘 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍 𝐁𝐀𝐑𝐋𝐄𝐊𝐇𝐀 – আপনার 𝐈𝐄𝐋𝐓𝐒 সাফল্যের নির্ভরযোগ্য ঠিকানা।

📥আল-আমীন মার্কেট ৩য় তলা,বড়লেখা।
☎️01337620899


আমাদের অনেকের বাড়িতে আমরা বিড়াল লালন-পালন করে থাকি। কিন্তু বিড়াল ছাড়া কি জীবন চলে না? আসলে বিড়াল ছাড়াও জীবন চলে। কিন্তু ...
09/11/2025

আমাদের অনেকের বাড়িতে আমরা বিড়াল লালন-পালন করে থাকি। কিন্তু বিড়াল ছাড়া কি জীবন চলে না? আসলে বিড়াল ছাড়াও জীবন চলে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমরা মূলত সখ করে বিড়াল লালন-পালন করি কিন্তু বিড়াল ছাড়া জীবন চলবে না এমন নয়। বিড়ালকে যে খাবারটা দেই সেটা আমাদের খাবারের অতিরিক্ত। মানে আমার কাছেই তার রিজিক! 🙂

সৃষ্টিকর্তা সবাইকে সঠিক বুঝ দান করুক। কোন সময়, কোন পরিস্থিতিতে, কাকে, কোন কথা বলা যায় তা বুঝার তোফিক দান করুক। আমিন 🤲

30/08/2025

Where are you from?

22/08/2025

পেজের রিচের যে অবস্থা 😩💔

গরীবের বান্ডেল 😂
14/08/2025

গরীবের বান্ডেল 😂

18/07/2025

আমাদের যাদের Wifi আছে তাদেরকে ১ জিবির পরিবর্তে ৫০ টাকা বিকাশ করা যায় না!?

Ahh😅
18/07/2025

Ahh😅

17/07/2025

কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে! বা আপনার প্রতি তার গুরত্ব নেই৷

১) কি করো, খাইছো, কিছুনা, হুম, আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই৷

২) আপনি সবসময় নিজ থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না৷ এরমানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়৷

৩) মেসেজে দেওয়ার সাথে সাথে সিন করছে না৷ বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া৷

৪) অনলাইন থাকার পরেও আপনাকে নক দেবে না৷ আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিলো আমি ছিলাম না৷

৫) খুব ব্যস্ততা দেখাবে৷ অথচ ক্লাস, আড্ডা, ঘুরাঘুরি, ছবি তোলা আপলোড দেওয়া সব ঠিক থাকবে৷ শুধু আপনার মেসেজের উত্তর দেবার সময় তার হাতে থাকবে না৷

৬) অনেকগুলো মেসেজ করার পর সে বলবে 'আসলে আমি খেয়াল করিনি স্যরি"

৭) সবসময় তার খোঁজ নেন অথচ সে আগ বাড়িয়ে কখনও নিবে না৷ অথবা তার সামান্য জ্বর হলে আপনি উদ্বিগ্ন হন অথচ আপনি ম-রে গেলেও জিগাবে না কেমনে ম-র-লে?

৮) আপনার ভুল না থাকলেও নিজে সেধে স্যরি বলেন, অথচ সে কখনো এমন করে না৷

উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজ থেকে সরে আসুন৷ খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান৷ মনে রাখবেন! সেল্ফ রেসপেক্টটা বড় জরুরী ❤

10/07/2025

এসএসসি পরীক্ষায়
১৪ লাখ ৯০ হাজার শিক্ষার্থীর মধ্য ৬লাখ ৬৬০ জন অকৃতকার্য।
শিক্ষার্থীরা পড়ার টেবিলের চেয়ে টিকটক রীলস ভিডিওতে মনযোগী বেশী।

Address

Sylhet
Maulvi Bazar
3250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib's Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share