কুলাউড়ার বার্তা

কুলাউড়ার বার্তা আমরা কুলাউড়া ও বৃহত্তর সিলেটের খবরাখবর সবার মাঝে জানাতে পৌঁছে দিতে সচেষ্ট..
(3)

কুলাউড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করছেন মনিরুজ্জামান মোল্লা।*কোথায় কখন কি জানতে ফলো করুন,কুলাউড়ার বা...
02/12/2025

কুলাউড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করছেন মনিরুজ্জামান মোল্লা।

*কোথায় কখন কি জানতে ফলো করুন,
কুলাউড়ার বার্তা

কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরুকুলাউড়া উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি শু...
02/12/2025

কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

কুলাউড়া উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব পালন থেকে বিরত থেকে কার্যালয়ের পাশে অবস্থান নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দেন তারা।

নিয়োগ বিধি দাবী আদায় পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ের পাশে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়ার প্রধান সমন্বয়ক রুদ্রজিত চক্রবর্তী,
যুগ্ম সমন্বয়ক জাহানারা বেগম, ছয়ফুল ইসলাম,
তানিয়া তাহমিনা। সদস্য, মো. আব্দুস সামাদ চৌধুরীসহ উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাগন উপস্থিত ছিলেন। রেহেনা পারভীন, কেয়া রানী প্রামাণিক, পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছেন। অথচ তাঁদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। তাই দ্রুত নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা। মঙ্গলবার শুরু হওয়া এ কর্মবিরতি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা।

আব্দুল্লাহ মাজিদ এবার হিফজুল কোরআন প্রতিযোগিতায় উত্তির্ন হয়ে পূরস্কারে ভূষিতমৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরা...
02/12/2025

আব্দুল্লাহ মাজিদ এবার হিফজুল কোরআন প্রতিযোগিতায় উত্তির্ন হয়ে পূরস্কারে ভূষিত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর জাঙ্গীরাই শিশু কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত জুড়ী উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১-৩০ পারা গ্রুপে শতাদিক ছাত্রদের মধ্যে গোয়ালবাড়ী হাফিজিয়া মাদরাসার ছাত্র আব্দুল্লাহ মাজিদের ২য় স্থান অর্জন।

প্রতিযোগিতায় উত্তির্নদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কারে ভূষিত হয়,২য় স্থান অর্জনে সহপাঠী ও শিক্ষকরা আব্দুল্লাহ মাজিদ এর জন্য দোয়া করেন এবং সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেন।

এ ছাড়াও আব্দুল্লাহ মাজিদ এর রয়েছে বিশেষ কৃতিত্ব তিনি মাত্র দশ মাস সময়ে কোরআন হিফজ সম্পন্ন করে পাগড়ি লাভ করেছিলেন।

আব্দুল্লাহ মাজিদ এক প্রতিক্রিয়ায় জানান আমার বাবার ইচ্ছা ছিলো আমি হাফিজ হয়ে কোরআনের খেদমত করবো, আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তুু উনার সপ্ন বাস্তবায়নের চেষ্টা করে যাই। যে আজকের এই প্রাপ্তি আমার বাবার প্রতি উৎসর্গ করি. আল্লাহ তায়ালা পৌঁছে দিন, আমিন। সকলের প্রতি দোয়া প্রার্থী আমি যেনো আরো আরো এগিয়ে যেতে পারি।

01/12/2025

⭕Live: আল্লামা ড. সাইয়্যেদ এনায়েতউল্লাহ আব্বাসী'র বয়ান আয়োজনে: ইনসানীয়া ট্রাস্ট চাঁদনীঘাট মৌলভীবাজার.!

*কোথায় কখন কি জানতে ফলো করুন,
কুলাউড়ার বার্তা

01/12/2025

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামণায় মিলাদ ও দোয়া মাহফিল।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল, ১৩নং কর্মধা ও ৭নং কুলাউড়া সদর ইউনিয়ন।

01/12/2025

⭕Live: কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।

*কোথায় কখন কি জানতে ফলো করুন,
কুলাউড়ার বার্তা

30/11/2025

⭕Live: কুলাউড়া পৌর বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময়।

30/11/2025

⭕Live:ইয়াকুবিয়া ইসলামি শিল্পী গোষ্ঠী কুলাউড়া কর্তৃক আয়োজিত নাশিদ মাহফিল।

প্রধান অতিথি : এম রওশন আলী (জি এস রওশন)
( সাবেক জি এস ছাত্র সংসদ, কুলাউড়া সরকারি কলেজ)

30/11/2025

আগামীকাল আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মৌলভীবাজার চাঁদনীঘাটে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসছেন.!

*কোথায় কখন কি জানতে ফলো করুন,
কুলাউড়ার বার্তা

29/11/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু'র সমর্থনে কর্মী সমাবেশ
আয়োজনেঃ ৯নং টিলাগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

*কোথায় কখন কি জানতে ফলো করুন,
কুলাউড়ার বার্তা

ঢাকা থেকে  কুলাউড়া আসার পথে এফ এস অ্যাম্বুলেন্স ড্রাইভার মোজাম্মেল আহমদ স°ড়°ক দু°র্ঘ°ট°না°য় নি°হ°তমনসুর (ক্বারীর বাড়ী)...
29/11/2025

ঢাকা থেকে কুলাউড়া আসার পথে এফ এস অ্যাম্বুলেন্স ড্রাইভার মোজাম্মেল আহমদ স°ড়°ক দু°র্ঘ°ট°না°য় নি°হ°ত

মনসুর (ক্বারীর বাড়ী) নিবাসী, জনাব মাওঃমোতাহির আলী সাহেবের ১ম পুত্র জনাব মোজাম্মেল আলী, ঢাকা থেকে ফেরার পথে নরসিংদীতে এক মর্মান্তিক সড়ক দু°র্ঘ°ট°না°য় ইন্তেকাল ফরমাইছেন,আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করুন,আমীন।

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন১৪ মাস সফলভাবে দায়িত্ব পালন শে...
29/11/2025

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

১৪ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলা পুলিশের সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

আজ (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত রীতি অনুযায়ী তিনি সুসজ্জিত, ফুলে সাজানো বিশেষ গাড়িতে চড়ে বিদায় নেন। জেলা পুলিশের সদস্যরা ফুলে সজ্জিত রশি টেনে গাড়িটি কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে প্রিয় অভিভাবককে বিদায় জানান।
এর আগে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

উল্লেখ্য, বদলি সূত্রে জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।

Address

Kulaura Moulvibazar
Maulvi Bazar
3230

Telephone

+8801755074524

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুলাউড়ার বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুলাউড়ার বার্তা:

Share