
05/10/2024
তারুণ্যের ভাবনা- ০১
আমরা এমন এক পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে নাগরিক তার সরকারকে অনায়াসে কোন ভয়ভীতি ছাড়া প্রশ্ন করতে পারে এবং দায়িত্বশীল সরকার তার উত্তর দিতে বাধ্য থাকবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সরকার তার উপর উত্থাপিত অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফাই পেজ অথবা চ্যানেলের মাধ্যমে এই জবাব নিশ্চিত করবে।
অর্থাৎ আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে চাই। ক্ষমতাকে প্রশ্ন না করলে তা হয়ে ওঠে জি আপা টাইপের শাসন। ধীরে ধীরে তা জন্ম দেয় স্বৈরাচারের।
আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।
আমরা ক্ষমতার ব্যঙ্গচিত্র তৈরি করব, দরকার হলে কুশপুত্তলিকা দাহ করব, সমালোচনা করব, জবাব চাইব।
সরকারকে হতে হবে জনতার, ৫ বছর পর পর শুধু জনগণের কাছে ভোট চাইতে আসবে তা হবে না। দরকার হলে দি কক্ষ বিশিষ্ট আইনসভার দিকেও যাওয়া উচিত। যাতে কেন্দ্রীয় কোন দল বা সরকারের হাতে জনগণের স্বাধীনতা কুক্ষিগত না হয়।
আজ তারেক জিয়াকে দিয়ে শুরু করলাম। স্বাধীনতার শুরু হোক ক্ষমতাকে প্রশ্ন করে❤️❤️।