Civic Lens

Civic Lens অন্যরকম খবর!

বাংলা গানের ভাণ্ডারের পরিধি যে কতো বড় তা এদেশের গানের অলিতে গালিতে হাঁটলে বুঝা যায়। আবহমানকাল ধরে এ বাংলায় রচিত হয়ে আসছে নানা ধরনের লোকগান, বাউল গান, ভাব-ভক্তির গান, পূজা-অর্চনার গান, গাজীর গীত, পালা, জারি, সারি, ভাওয়াইয়া, বাঘাইমারা ইত্যাদি ইত্যাদি সেসব গানের ধারা। দীর্ঘ সময় ধরে আমাদের গানের এসব ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন লালন, হাসন, শিতালং শাহ, আব্দুল করিম, রাধারমন, দুর্বিন শাহ, আরকুম শাহ, গফুর হালী

সহ নাম জানা না জানা বহু গুণীজন। আজকে আমরা যে বাংলা লোকগান নিয়ে গর্ব করি তার অবকাঠামো সময়ে সময়ে গড়ে উঠেছে তাদের হাতে।

বর্তমান সময়ে এসেও অনেকে গান লিখে যাচ্ছেন, গেয়ে যাচ্ছেন। তবু কোথায় যেন লোকগানের প্রতি আমাদের আগের টানটা কমে গেছে। কমে গেছে আসলে শহরকেন্দ্রিক জীবনে। গ্রামে এখনো পুরোনো আমেজেই খোঁজে পাওয়া যায় গানের অস্তিত্ব। তবে সেই অস্তিত্বও হুমকির মুখে। কারণ দেশের বাউল শিল্পীরা, গায়েনরা আগের মতো আর নিরাপদ নাই।

এমন এক অনিরাপদ সময়ে দাঁড়িয়েও আমাদেরকে যাপিত জীবনের পরবর্তী পদক্ষেপে পা ফেলতে হচ্ছে। আর জীবনের এই ফাঁক ফোকরে দর্শকমহলকে পুরোনো গানগুলোর পুরোনো আনন্দ ফিরিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াসে গড়া এই 'হীমলাল গীত ভাণ্ডার'।

আমাদের পরিবেশনাগুলো ভালো লাগলে পাশে থাকবেন। কোন ধরনের আর্থিক স্বার্থের জন্য গান আমরা করছি না। একান্তই আনন্দ দেবার লক্ষ্যে আমাদের এ যাত্রা। আমরা চাই আমাদের আনন্দে যেন শরিক হতে পারেন আরও লক্ষজন। এই আনন্দের কোন বিনিময় মূল্য নেই। সবকিছুর বিনিময় মূল্য থাকতে হয় না।

জয়গুরু �

10/11/2024

বৈচিত্রময় সংস্কৃতির ধারক ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের মহারাসলীলা। আর মাত্র কয়েকদিন পরেই উদযাপিত হবে মনিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব। উৎসবের দিন যতো ঘনিয়ে আসছে ততোই ব্যস্ততা বাড়ছে শিল্পী ও কারিগরদের। পাড়ায় পাড়ায় চলছে রাস লীলার প্রস্তুতি।

প্রতিবেদন- সিভিক লেন্স

[ প্রতিবেদনগুলো ভালো লাগলে পেজে লাইক করুন। নিত্যনতুন বিষয় নিয়ে ভিডিও পেতে কমেন্টস, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ]

নিখোঁজ মুনতাহাকে পাওয়া গেলো বাড়ির পাশের পুকুরে! গলায় রশি প্যাঁ চা নো অবস্থায়! পুলিশ বলছে শরীরে ক্ষ-ত চিহ্ন রয়েছে। লা*শ দ...
10/11/2024

নিখোঁজ মুনতাহাকে পাওয়া গেলো বাড়ির পাশের পুকুরে! গলায় রশি প্যাঁ চা নো অবস্থায়! পুলিশ বলছে শরীরে ক্ষ-ত চিহ্ন রয়েছে। লা*শ দেখে বোঝা যাচ্ছে তাকে হ৮ত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কী দোষ ছিল এই শিশুটির? নাকি এটা বড়দের বিবাদের ফল? মুনতাহার বাবা দাবি, তার মেয়েটিকে পরিকল্পিতভাবে অ*পহরণ করা হয়েছে।

এই ঘটনায় মুনতাহাদের প্রতিবেশী দুই নারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সত্য অচিরেই বেরিয়ে আসবে। কিন্তু, তবু প্রশ্ন রাখতে হয় বড়দের ঝ*গড়া, বিবাদের বলি হয়ে আর কতো শিশু আয়াত, মুনতাহাদের প্রা*ণ ব*লি যাবে? এ সমাজের অবক্ষয়ের রেলগাড়ি থামবে কবে?

- Civic Lens

সন্ধ্যা ঘোড়াটি আসে মৃদু মৃদু পায়ে কেড়ে নিতে দিবসের সব আলো, গান তার হাতে তোলে দিতে সাধ জাগে আজ বেদনায় উজ্জ্বল আমার এই প্র...
27/06/2024

সন্ধ্যা ঘোড়াটি আসে মৃদু মৃদু পায়ে
কেড়ে নিতে দিবসের সব আলো, গান
তার হাতে তোলে দিতে সাধ জাগে আজ
বেদনায় উজ্জ্বল আমার এই প্রাণ।

- শ্যামলাল গোসাঁই

13/02/2024

মরুতে এলেন মোহাম্মদ মথুরাতে এলেন শ্যাম
ঈমান খেলা দেখার রসুল, লীলা খেলে ঘনশ্যাম।।

[ গানের পদ সংগৃহীত ]
কণ্ঠে- শ্যামলাল গোসাঁই

জয়গুরু 🙏

10/12/2023

মনরে কৃষি কাজ জানো না
পদকর্তা- রামপ্রসাদ সেন

মানুষের জীবনের সাথে উর্বর কৃষিজমির যে তুলনা রামপ্রসাদ টেনেছেন; মাঝেমধ্যে মনে হয় কৃষিকাজ আর জমিনই হয়তো জীবনকে ফুটিয়ে তোলবার উপযুক্ত দৃষ্টান্ত। মানুষের জীবনও কৃষিজমিনের ন্যায়। এখানে উর্বর চাষা নানা ধরনের ফসল ফলিয়ে ভাড়া ভরে চলে যান। আবার কেউ কেউ সঠিক কাজ না জানার কারণে ভাড়া ডুবিয়ে সবহারা হচ্ছেন! জগতজুড়ে এই একই কার্য চলছে। এরমধ্য থেকে যিনি দক্ষ কৃষক ( রামপ্রসাদের ভাষায় যিনি জানেন কীভাবে এ জীবনভূমিতে সুখের ফসল ফলাতে হয়) তিনি আনন্দে আত্মহারা হচ্ছেন।

মজার বিষয় হচ্ছে, এই জগত সংসারে সঠিক কাজ কোনটি সেটা নিশ্চিত করে বলাই মুশকিল। কেননা, ন্যায়-অন্যায়, সঠিক-বেঠিক সব স্থান, পরিবেশ, কাল পাত্রভেদে পরিবর্তনশীল। এদের উপযোগিতা একেকসময় একেকভাবে মানুষের মাঝে বিরাজ করে। তাই হরেকরকম লীলা-লাস্যে ভরা দুনিয়ায় কোনটি সঠিক জ্ঞান, কোনটি সঠিক পথ, তা জানতে বেগ পেতে হয়। যখন মানুষ জেনে যায় জীবন ভূমে চাষবাসের সঠিক কৌশল তখন জীবন হয়ে যায় তার জন্য এক আনন্দশালা।

গানটি শুনুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে অন্যকে শুনবার সুযোগ করে দিন। এবং পেজটিতে লাইক দিয়ে রাখুন পরবর্তী গান শুনতে।

জয়গুরু 🙏

28/11/2023

মলয়া সঙ্গীত শুধু সঙ্গীত না। সমাজজীবনে এই সঙ্গীত ভাব ও আধ্যাত্মিকতার মিশেলে তৈরি মানববাদের এক অনন্য অনুষঙ্গও। মহর্ষি মনোমোহন দত্ত বিরচিত এসব গানে ভাবের পাশাপাশি সবচেয়ে গুরুত্ব পেয়েছে মানুষ। তিনি প্রদত্ত মলয়া শব্দের মধ্যেও নিহিত রয়েছে সুন্দর শাব্দিক সরোবর। যা মূলত এক আধ্যাত্মিকতা, মানবতা, সাম্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বিত এক ঝর্ণাধারা।

সেই মলয়া সঙ্গীতের ভক্তি পর্যায়ের একটি গান ' আমি আর কিছু জানি না।'

শুনুন, ভালো লাগতে পারে। জয়গুরু 🙏

Ami ar kichu jani na
Artit- Monomohon Dutta
Cover- শ্যামলাল গোসাঁই

21/11/2023

ভবা পাগলার গান

মন হংস তুই সাঁতার দে না কাল সাগরে
পদকর্তা- ভবা পাগলা
কণ্ঠে- শ্যামলাল গোসাঁই

[ বালতি শাহ'র আশ্রমে সাধুসঙ্গ ]

জয়গুরু 🙏

Address

Maulvi Bazar

Telephone

+8801725511430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civic Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civic Lens:

Share