ATv News

ATv News সবার আগে সব খবর দেখতে চোখ রাখুন আমাদের পেইজে

সিলেটের সকল হাসপাতালের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার। ১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালনিউ মেডিকেল রোড, কাজলশ...
27/06/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।

১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(২৬) সেন্ট্রাল পলি ক্লিনিক
হাওয়াপাড়া, সিলেট।
✆ +88 0821713838, +88 0821714849

(২৭) সিটি পলি ক্লিনিক
পুরাতন মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821715433

(২৮) আল-নুর চক্ষু ক্লিনিক
হাউস-৭, রোড- ৮, ব্লক- এ, উপশহর, সিলেট।
✆ +880821 715620, +8801716753657

(২৯) আল-বান্না জেনারেল হাসপাতাল
দরগাহ গেইট, আম্বরখানা, সিলেট।
✆ +88 0821725441

(৩০) আরোগ্য পলি ক্লিনিক
১০, মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712311, +88 0821714744

(৩১) আয়েশা মেডিকেয়ার
লামাবাজার, সিলেট।
✆ +88 0821717222

শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন, কাজে লাগতে পারে।

#সিলেট

কী লোমহর্ষক কাহিনী! স্কুল ছাত্রী আনজুমানের হ*ত্যাকারী  একি এলাকার জুনেল!গত ১২ জুন সকাল ৭টায় পাশের কুলাউড়া উপজেলার সিংগু...
16/06/2025

কী লোমহর্ষক কাহিনী!

স্কুল ছাত্রী আনজুমানের হ*ত্যাকারী একি এলাকার জুনেল!

গত ১২ জুন সকাল ৭টায় পাশের কুলাউড়া উপজেলার সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫)। এর দুই দিন পর ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে একটি নালায় তার লা*শ পাওয়া যায়।

আজ দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় লোকজনের বক্তব্য, আলামত উদ্ধারের জায়গা এবং নারী ঘটিত কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্টতা সন্দেহ করে পাশের বাড়ীর জাইর মিয়ার ছেলে জুনেল মিয়াকে (৩৯) আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হ*ত্যাকা*ণ্ডের কথা স্বীকার করে ঘাতক জুনেল।
ঘাতক জুনেল পুলিশকে জানায়, আনজুম তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে প্রায়ই স্কুল ও প্রাইভেটে আসা যাওয়া করত। সেই সুবাদে জুনেল তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। ঘটনার দিন গত ১২জুন আনজুমান পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে রাস্তা দিয়ে বাড়ী ফিরছিলো। ফেরার পথে সকাল সারে দশটার দিকে কথা বলতে বলতে জুনেল আনজুমানের পিছু নেয়।
সে এড়িয়ে যেতে চাইলে জুনেল পিছন থেকে আনজুমানকে জড়িয়ে ধরে। তখন আনজুমান চিৎকার করলে ঘাতক জুনেল তার হাত দিয়ে গলায় চাপ দিয়ে ধরে। একপর্যায় আনজুমান অ*চেতন হয়ে পড়লে ঐ এলাকার কিরিম শাহ মাজার সংলগ্ন জঙ্গলঘেরা নালায় ফেলে রাখে চলে যায়। দুদিন পর ১৪ জুন ঐ স্থান থেকে আনজুমানের লা*শ উদ্ধার করা হয়৷

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভাগড়াবাড়ি এলাকায় ডাকা*তির ঘটনায় ৩ জন আট*ক||  ইসলামপুর ইউনিয়নে(জোরা খু*ন) ভাতিজিদের হ*ত...
05/06/2025

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভাগড়াবাড়ি এলাকায় ডাকা*তির ঘটনায় ৩ জন আট*ক|| ইসলামপুর ইউনিয়নে(জোরা খু*ন) ভাতিজিদের হ*ত্যা*র দায়ে চাচা মাসুক মিয়া সহ স্ত্রী সন্তা*ন আটক|| এবং শ্রীমঙ্গলে বিকাশের মাধ্যমে প্রতারনার অভিযোগে ২ জন আট*ক।

10/03/2025

আচ্ছালামুয়ালাইকুম কেমন আছেন?

মৌলভীবাজারে বাবার হাতে খু-ন হয়েছে মাহিদ (৭) নামে এক শিশু। ঘটনার পর শিশুর বাবা খোাকন মিয়া ও দাদি হাওয়া বেগম নিজ ঘরে লাশ র...
17/02/2025

মৌলভীবাজারে বাবার হাতে খু-ন হয়েছে মাহিদ (৭) নামে এক শিশু। ঘটনার পর শিশুর বাবা খোাকন মিয়া ও দাদি হাওয়া বেগম নিজ ঘরে লাশ রেখে গাঁ ঢাকা দিয়েছেন।রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে ঘটে। এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশু খুনের ঘটনায় পুরো গ্রামের মানুষ শোকাহত।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে খোকন মিয়াকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা করে আসছে বলে জানিয়েছে স্থানীয়রা। রবিবার বিকালে খোকনের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেয়া শিশু মাহিদ বিছানায় মল ত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে ঘরের বাহিরে এনে ব্যাপকভাকে পিটাতে থাকে ঘাতক পিতা খোকন। এক পর্যায়ে শিশু মাহিদ সেখান থেকে পালিয়ে প্রতিবেশি যবেদা খাতুন এর ঘরে আশ্রয় নিলে সেখান থেকে ফের ধরে এনে উপর থেকে মাটিতে ছুড়ে মাড়েন। এর পর শিশু মাহিদের দুই পা ধরে কংক্রিটের পিলারে সাথে আছাড় দিতে থাকলে শিশু মাহিদের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এ সময় প্রতিবেশি যবেদা বেগম শিশুটিকে রক্ষা করতেও ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে শিশুটির অবস্থ সংকটাপন্ন হওয়া খোকন মিয়া নিজেই শিশু মাহিদকে নিয়ে হাজির হন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। পরে সেখানকার দ্বায়িত্বরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। এসময় শিশুটির মৃত্যুও কারণ নিয়েও চতুরতার আশ্রয় নেয় ঘাতক পিতা খোকন মিয়া। মৃত্যুর কারণ সেখানে উল্লেখ করে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে। এর পর সেখান থেকে লাশ নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশ উপস্থিত হলেও সেখানে লাশ ও খোকন মিয়াকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর লাশ নিয়ে খোকন নিজ ঘরে হাজির হয়ে সেখানে লাশ রেখেই সটকে পড়ে। তবে তার প্রথম স্ত্রী ও নিহত শিশু মাহিদ এর আরেক ভাইকে ঘরেই পাওয়া যায়। আশপাশে তল্লাশি চালিয়েও পুলিশ সেখানে খোকন ও তার মা হাওয়া বেগমের কোন খোঁজ না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জেলগেট এলাকা থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবেশি যবেদা বেগম জানান, বাচ্চাটাকে দুই ঠেং ধরে কংক্রিটের পিলারের সাথে মাথা মারতে থাকে। তখন তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। মারধর করার সময় ত

মুহাম্মদ নামের অর্থ ও মাহাত্ম্যমুহাম্মদ (محمد) একটি আরবি শব্দ, যার অর্থ "প্রশংসিত" বা "যে ব্যক্তি বারবার প্রশংসিত হয়।" ...
05/12/2024

মুহাম্মদ নামের অর্থ ও মাহাত্ম্য

মুহাম্মদ (محمد) একটি আরবি শব্দ, যার অর্থ "প্রশংসিত" বা "যে ব্যক্তি বারবার প্রশংসিত হয়।" এটি মুসলিম সমাজে অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত নাম। মুহাম্মদ নামটি ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাম হওয়ার কারণে বিশেষ মর্যাদার অধিকারী।

মুহাম্মদ নামের তাৎপর্য

১. ইসলামের সাথে সংযুক্তি: মুহাম্মদ (সা.)-এর নাম বহন করার মাধ্যমে ব্যক্তির জীবন ইসলামের মূল আদর্শের সঙ্গে সংযুক্ত হতে পারে।
২. ঐতিহ্য ও ইতিহাস: মুহাম্মদ নামটি কেবল একটি নাম নয়, এটি একটি ঐতিহ্য ও ইতিহাসের প্রতীক।
৩. আধুনিকতা ও চিরন্তনতা: যুগ যুগ ধরে এই নামটি জনপ্রিয় থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে শিক্ষা

মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনে সততা, ন্যায়পরায়ণতা, দয়া ও ক্ষমার যে দৃষ্টান্ত রয়েছে, তা সবার জন্য অনুকরণীয়।

মুহাম্মদ নামটি একটি পবিত্রতার বার্তা বহন করে, যা এর ধারকের জীবনে সৌন্দর্য ও মহত্ত্ব নিয়ে আসে।

তাকে হত্যা করেছে।তিনি বলেন, মুনতাহাকে গত রোববার (৩ নভেম্বর) অপহরণ করার পর হত্যা করা হয়। ওইদিনই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা...
10/11/2024

তাকে হত্যা করেছে।

তিনি বলেন, মুনতাহাকে গত রোববার (৩ নভেম্বর) অপহরণ করার পর হত্যা করা হয়। ওইদিনই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ ঘরের পাশের একটি খালে কাঁদামাটিতে চাপা দিয়ে রাখা হয়। রোববার ভোরে আলীফজান বেগম মরদেহ সরানোর চেষ্টাকালে স্থানীয়রা দেখে ফেলেন। এ সময় স্থানীয় থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মর্জিয়া, তার মা ও নানিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আলীফজান ভিক্ষাবৃত্তি করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

ওসি আব্দুল আউয়াল আরও বলেন, শনিবার (১০ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে মর্জিয়াকে আটক করে থানায় নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদঘাটন করা যায়নি। বরং সহজভাবে হেসে হেসে উত্তর দেয়। এরপর ভোররাতে লাশ উদ্ধারের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। মুনতাহার লাশ খাল থেকে সরিয়ে নিয়ে পাশ্ববর্তী পুকুরে ফেলার চেষ্টা করে। মুনতাহার লাশ পুকুরে ফেলে ঘটনা অন্য দিকে প্রবাহিত করা হত্যাকারীদের উদ্দেশ্য ছিল।

গত ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল ৩টার দিকে তাকে খুঁজতে গিয়েও কোনো সন্ধান পায়নি পরিবার। খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি।

সে সময় ছোট্ট শিশু মুনতাহার সন্ধান দাতাদের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। মুনতাহার সন্ধান এবং ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন প্রবাসী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা এ ঘোষণা দেন। এ ছাড়া ফারমিস আক্তার নামের সিলেটের এক নারী সমাজকর্মী মুনতাহার সন্ধানদাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেছিলেন। তখনই পরিবারের সদস্যরা সন্দেহ করেছিলেন, মুনতাহাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।

নিখোঁজের ৭ দিন পর মিলেছে সিলেটের কানাইঘাটের ৬ বছরের শিশু মুনতাহার মরদেহ। শিশুটির সাবেক গৃহশিক্ষিকা, তার মা ও নানি তিনজন ...
10/11/2024

নিখোঁজের ৭ দিন পর মিলেছে সিলেটের কানাইঘাটের ৬ বছরের শিশু মুনতাহার মরদেহ। শিশুটির সাবেক গৃহশিক্ষিকা, তার মা ও নানি তিনজন মিলে তাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে।

রোববার (১০ নভেম্বর) ভোরে মুনতাহার পুঁতে ফেলা মরদেহ তুলে পুকুরের পানিতে ফেলার সময় স্থানীয়রা গৃহশিক্ষিকার মা আলিফজান বিবিকে হাতেনাতে আটক করেন। শিশু মুনতাহার গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা ও তার নানি কুতুবজান বিবিকে আটক করেছে পুলিশ।

মুনতাহার মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
স্থানীয়রা জানান, রোববার রাতে গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়াকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। মার্জিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে তার বাড়িতে মুনতাহার সন্ধান করেন স্থানীয়রা। রাত সাড়ে ৩টার দিকে মার্জিয়ার মা আলিফজান বিবিকে অন্ধকারের মধ্যে রাস্তা পার হতে দেখেন স্থানীয়রা। এ সময় হাতে কী জানতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করার পর তার কোলে কাদামাটি মাখা মুনতাহার মরদেহ দেখতে পান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়

নিখোঁজের ৭ দিন পর মিলেছে সিলেটের কানাইঘাটের ৬ বছরের শিশু মুনতাহার মরদেহ। শিশুটির সাবেক গৃহশিক্ষিকা, তার মা ও নানি তিনজন মিলে তাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে।

রোববার (১০ নভেম্বর) ভোরে মুনতাহার পুঁতে ফেলা মরদেহ তুলে পুকুরের পানিতে ফেলার সময় স্থানীয়রা গৃহশিক্ষিকার মা আলিফজান বিবিকে হাতেনাতে আটক করেন। শিশু মুনতাহার গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা ও তার নানি কুতুবজান বিবিকে আটক করেছে পুলিশ।

মুনতাহার মরদেহ উদ্ধারের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

স্থানীয়রা জানান, রোববার রাতে গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়াকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। মার্জিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে তার বাড়িতে মুনতাহার সন্ধান করেন স্থানীয়রা। রাত সাড়ে ৩টার দিকে মার্জিয়ার মা আলিফজান বিবিকে অন্ধকারের মধ্যে রাস্তা পার হতে দেখেন স্থানীয়রা। এ সময় হাতে কী জানতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে আটক করার পর তার কোলে কাদামাটি মাখা মুনতাহার মরদেহ দেখতে পান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ বলেন, মুনতাহার নিখোঁজের পর রোববার স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে মার্জিয়ার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এরপর পুলিশ মুনতাহার স্বজনদের বলেন মার্জিয়ার বাড়ির আশপাশে মাটি খোঁড়া আছে কি না খোঁজ নিতে। স্থানীয়রা রোববার রাতভর তার বাড়ির আশেপাশে কোথাও মাটিখোঁড়া কোনো জায়গা আছে কি না খুঁজতে থাকেন। ফজরের আজানের আগ মুহূর্তে মার্জিয়ার মা আলিফজান বিবিকে হঠাৎ অন্ধাকারের মধ্যে রাস্তা পার হতে দেখে আটকানোর চেষ্টা করেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্ঠা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে কাদামাটি মাখা মুনতাহার মরদেহ দেখতে পান।

আটক আলিফজান বিবির বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন জানান, তারা মুনতাহার মরদেহ প্রথমে মাটিতে পুঁতে ফেলেছিলেন। রাতে সেখান থেকে মরদেহ তুলে মুনতাহার চাচার বাড়ির পুকুরে ফেলতে চেয়েছিলেন।

তিনি আরও জানান, মার্জিয়া মুনতাহার প্রতিবেশি ও তার গৃহশিক্ষক। একসময় ভিক্ষা করতেন মার্জিয়ার মা ও নানী। মার্জিয়াকে তার স্বামী ছেড়ে চলে গেছেন। ফলে বাড়ির বাইরে গেলে মুনতাহাকে সঙ্গে নিতেন মার্জিয়া। সবাই তাকে বিশ্বাসও করতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। সম্প্রতি মার্জিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

23/10/2024

আজকের তাজা খবর
বিস্তারিত কমেন্টে.....

বৈষম্য বিরোধি ছাত্র আন্দলোনের পক্ষ থেকে বঙ্গভবনে আন্দলোনকারি সবাইকে চলে আসার আহ্বান জানানো হইছে। দুই দিনের ভিতর নতুন রাষ...
23/10/2024

বৈষম্য বিরোধি ছাত্র আন্দলোনের পক্ষ থেকে বঙ্গভবনে আন্দলোনকারি সবাইকে চলে আসার আহ্বান জানানো হইছে।

দুই দিনের ভিতর নতুন রাষ্ট্রপতি চুরান্ত হবে বলে জানিয়েছে সারজিস- হাসানাত।

কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্ঘাবাড়ি মন্দিরে আক্রমণের সময় আনসার সদস্যদের কাছে হিন্দু যুবক আটক।
13/10/2024

কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্ঘাবাড়ি মন্দিরে আক্রমণের সময় আনসার সদস্যদের কাছে হিন্দু যুবক আটক।

শ্রীমঙ্গল রেলক্রসিং এলাকা থেকে গতকাল রাতে মৌলভীবাজারের সাবেক এমপি জিল্লুর রহমানের ছোট ভাই, কামারচাক ইউপি চেয়ারম্যান আতা...
12/10/2024

শ্রীমঙ্গল রেলক্রসিং এলাকা থেকে গতকাল রাতে মৌলভীবাজারের সাবেক এমপি জিল্লুর রহমানের ছোট ভাই, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Address

Moulvibazar
Maulvi Bazar
3223

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category