27/07/2025
তুমি যা চাও তাই পাবে এই মিথ্যে আশা কর কেন হে মানুষ!
তুমি তোমার ভবিষ্যতের ভালো-মন্দ বিবেচনা জানা হতে মুক্ত। ভবিষ্যতের ব্যাপারে তো শুধুই আল্লাহু ওয়ালাম, আল্লাহ'ই ভালো জানেন।
তারপরে'ও কেন তুমি ভবিষ্যত নিয়ে পড়ে থাক? অতীত নিয়ে চিন্তা কর? বর্তমান নিয়ে কেন ভাবো না? বর্তমানে যে বেচে আছ আল্লাহর দেয়া মাটিতে ঘুরাফেরা করছো, বুক ভরে অক্সিজেন গ্রহণ করছো, আল্লাহ'র দেয়া চোখ দিয়ে দেখতে পাচ্ছো, তোমার ব্রেইন স্বাভাবিকভাবেই কাজ করছে, রাত পোহালেই খাবার পাচ্ছো(গাযার মতো দুর্ভিক্ষতে এখনো পরে যাও নাই), ইচ্ছে মতো হাটা চলা করতে পারছো,কথা বার্তা বলতে পারছো,সবশেষে তুমি যে অন্যদের থেকে অনেক অনেক গুন সুস্থ আছো। কখনো কি এর শুকরিয়া আদায় করেছো? যদি সেই সকল সুবিধা গুলো এখনি তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয় কি হবে? কি হবে যদি এখনি মালাকুল মউত এসে বলে তোমাকে আমার সাথে যেতে হবে? কি মনে হয় তোমার! তুমি যে পরের সেকেন্ড বেচেই থাকবে এমন গ্যারান্টি কি দিতে পারবে?
কতটা কনফিডেন্স?
আমরা এই ইহকালের যাক-জমকের সাগরে দিনকে দিন ডুবেই যাচ্ছি। এই মিথ্যা জগতের ইদুর দৌড় খেলায় মেতে উঠেছি ।আমাদের চিন্তা-ধারা এক আসমানের গন্ডিতেই সীমাবদ্ধ হয়ে গেছে। ভুলে গিয়েছি এই জীবনের পরেও আরেকটি অনির্দিষ্টকালের জীবন রয়েছে, হ্যা অবশ্যই রয়েছে, যার শুরু আছে শেষ নেই। ভুলে গেছি এই জগতের প্রত্যেকটা ছোট-বড় কর্মের হিসাব আমাকে পরকালে দেয়া লাগবে। কি হবে যদি আমি সেই দিন কোনো হিসাব দিতে না পারি? কি হবে? কি হবে?
কি জবাব দিবো আমার প্রভুকে আমার পারওয়ার দিগারকে? কি জবা দিব? এতো এতো নফরমানি করার পরেও কোন মুখে দাড়াবো সেইদিন?
হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। আমাকে সঠিক পথের জ্ঞান দান করুন। আমাকে সহিহ বোঝ দান করুন। ভালো মন্দের জ্ঞান দিন। আপিনার পথে চলার তওফিক দান করিন।