11/11/2025
নামাজ নাকি ফ্লাশমুভ অপশন তোমার হাতে।
যিকির নাকি নাচানাচি অপশন তোমার হাতে।
জান্নাত নাকি জাহান্নাম অপশন তোমার হাতে।
জীবনের প্রতিটি পয়েন্ট,দুই রাস্তার মোড়ে দাড়া করিয়ে দেয়। দুইটা অপশন থাকে। ভালো অথবা মন্দ। সকলক্ষেত্রে এই দুইটা থেকে আমাদের একটা বেছে নিতেই হই। এই দুই অপশনকে পাশকাটিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। তোমার পছন্দ করা রাস্তায় তোমাকে পথ দেখাবে। এবং নতুন পয়েন্টে নিয়ে দাড়া করাবে।
মানুষের সুখ আসে নিজের জন্য, কষ্টও পাই নিজের জন্য অথচ দোষ দেই অন্যকে। নিজের চুজ করা পথে যেয়ে যখন ভালো কিছু হয় অসম্ভব খুশি হয় নচেৎ সমগ্র দু:খ'ই ভর করে তার কাধে।
নিজের পছন্দ করা রাস্তায় চলতে গিয়ে অনেক সময় পরিস্থিতি হিতে বিপরীত হয়। তখন উপলব্ধি আসে, ইশ! যদি অন্য রাস্তাটা চুজ করতাম তাহলে হয়তো আমার জীবনে এই পরিস্থিতি তৈরী হতো না।
কখনো নিজের চুজ করা অপশন অনেক আনন্দ দেই। মনে হয় আমি সবচেয়ে ভাগ্যবান। সময়মতো সঠিক ডিসিশন নিয়েছি বলেই আজ আমি ভালো অবস্থানে আছি।
যদিও এই পার্থিব জীবনে নিজের চুজ করা ভুল অপশন পরবর্তীতে ঠিক করে নেয়ার বা অন্য ভাবে অন্য আঙ্গিকে ঘুচিয়ে নেয়া যায়।জীবনকে পুনরায় সাজিয়ে নেয়া যায় হয়তো এর চেয়ে ভালো পজিশনে যাওয়া পসিবল। এ রকম হাজার উদাহরণ এ পৃথিবীতে বিদ্যমান।
কিন্তু জীবনে এমন একটা পয়েন্ট থাকে যা একবার চলে আসলে সেখান থেকে বেচে ফিরা অসম্ভব। তা হলো মৃত্যু। এই পার্থিব জীবনে সবকিছুর দুইটা অপশন থাকলেও এইটার সাথে আল্লাহ কোনো অপশন দেন নাই।
মজার বিষয় হচ্ছে এই অপশন চুজ করা শুধু পার্থিব জীবনে সম্ভব একবার মৃত্যু চলে আসলে আর অপশন দেয়া হবে না। বরং তোমার কৃতকর্মের উপর ভিত্তি করে আল্লাহ নির্ধারণ করবেন জান্নাত নাকি জাহান্নাম। শান্তি নাকি আযাব। পরিতৃপ্তির নহর নাকি ফুটন্ত পানি। সুস্বাদু ফল নাকি নিকৃষ্ট যাক্কুম ফল।
এই পার্থিব জীবনের নেয়া অপশন গুলোই হয়তো আমাকে জান্নাতে টেনে নিবে নয়তো জাহান্নামে ঠেলে দিবে। আজীবন শান্তি দিবে নাহয় আজীবন শাস্তি দিবে।
পরিশেষে,
পরীক্ষার খাতায় ভালো নম্বর তুলার জন্য যেমন সঠিক অপশন চুজ করো ঠিক তেমনি জীবনের বিভিন্ন পয়েন্টে সঠিক গন্তব্য চুজ করুন। যা চিরকাল শান্তি দিবে। বেচে আছেন এখনো সুযোগ আছে অপশন আছে। একবার মৃত্যু চলে আসলে অপশন চুজ করা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে।
তাও শুধু এই চিন্তাই ঘুরপাক খায়
নামাজ নাকি ফ্লাশমুভ।
যিকির নাকি নাচানাচি।
জান্নাত নাকি জাহান্নাম।
কোনটা?