Rahin Youtube video creator

06/12/2025

এখন আমি অনুভব করতে পারি কোনো কিছুর জন্যই
আমার ব্যথিত হওয়া মানায় না, কেবল আমার গুনাহ ছাড়া।

আল্লাহ অনেক নারাজ ভাই!
22/11/2025

আল্লাহ অনেক নারাজ ভাই!

14/11/2025

আমাদের প্রতিদিন রাতে সূরা মুলকের এটলিস্ট প্রথম ১০ আয়াত পড়া উচিৎ।

11/11/2025

নামাজ নাকি ফ্লাশমুভ অপশন তোমার হাতে।
যিকির নাকি নাচানাচি অপশন তোমার হাতে।
জান্নাত নাকি জাহান্নাম অপশন তোমার হাতে।

জীবনের প্রতিটি পয়েন্ট,দুই রাস্তার মোড়ে দাড়া করিয়ে দেয়। দুইটা অপশন থাকে। ভালো অথবা মন্দ। সকলক্ষেত্রে এই দুইটা থেকে আমাদের একটা বেছে নিতেই হই। এই দুই অপশনকে পাশকাটিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। তোমার পছন্দ করা রাস্তায় তোমাকে পথ দেখাবে। এবং নতুন পয়েন্টে নিয়ে দাড়া করাবে।
মানুষের সুখ আসে নিজের জন্য, কষ্টও পাই নিজের জন্য অথচ দোষ দেই অন্যকে। নিজের চুজ করা পথে যেয়ে যখন ভালো কিছু হয় অসম্ভব খুশি হয় নচেৎ সমগ্র দু:খ'ই ভর করে তার কাধে।
নিজের পছন্দ করা রাস্তায় চলতে গিয়ে অনেক সময় পরিস্থিতি হিতে বিপরীত হয়। তখন উপলব্ধি আসে, ইশ! যদি অন্য রাস্তাটা চুজ করতাম তাহলে হয়তো আমার জীবনে এই পরিস্থিতি তৈরী হতো না।
কখনো নিজের চুজ করা অপশন অনেক আনন্দ দেই। মনে হয় আমি সবচেয়ে ভাগ্যবান। সময়মতো সঠিক ডিসিশন নিয়েছি বলেই আজ আমি ভালো অবস্থানে আছি।
যদিও এই পার্থিব জীবনে নিজের চুজ করা ভুল অপশন পরবর্তীতে ঠিক করে নেয়ার বা অন্য ভাবে অন্য আঙ্গিকে ঘুচিয়ে নেয়া যায়।জীবনকে পুনরায় সাজিয়ে নেয়া যায় হয়তো এর চেয়ে ভালো পজিশনে যাওয়া পসিবল। এ রকম হাজার উদাহরণ এ পৃথিবীতে বিদ্যমান।
কিন্তু জীবনে এমন একটা পয়েন্ট থাকে যা একবার চলে আসলে সেখান থেকে বেচে ফিরা অসম্ভব। তা হলো মৃত্যু। এই পার্থিব জীবনে সবকিছুর দুইটা অপশন থাকলেও এইটার সাথে আল্লাহ কোনো অপশন দেন নাই।
মজার বিষয় হচ্ছে এই অপশন চুজ করা শুধু পার্থিব জীবনে সম্ভব একবার মৃত্যু চলে আসলে আর অপশন দেয়া হবে না। বরং তোমার কৃতকর্মের উপর ভিত্তি করে আল্লাহ নির্ধারণ করবেন জান্নাত নাকি জাহান্নাম। শান্তি নাকি আযাব। পরিতৃপ্তির নহর নাকি ফুটন্ত পানি। সুস্বাদু ফল নাকি নিকৃষ্ট যাক্কুম ফল।
এই পার্থিব জীবনের নেয়া অপশন গুলোই হয়তো আমাকে জান্নাতে টেনে নিবে নয়তো জাহান্নামে ঠেলে দিবে। আজীবন শান্তি দিবে নাহয় আজীবন শাস্তি দিবে।
পরিশেষে,
পরীক্ষার খাতায় ভালো নম্বর তুলার জন্য যেমন সঠিক অপশন চুজ করো ঠিক তেমনি জীবনের বিভিন্ন পয়েন্টে সঠিক গন্তব্য চুজ করুন। যা চিরকাল শান্তি দিবে। বেচে আছেন এখনো সুযোগ আছে অপশন আছে। একবার মৃত্যু চলে আসলে অপশন চুজ করা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে।

তাও শুধু এই চিন্তাই ঘুরপাক খায়

নামাজ নাকি ফ্লাশমুভ।
যিকির নাকি নাচানাচি।
জান্নাত নাকি জাহান্নাম।
কোনটা?

10/11/2025

জীবনে প্রয়োজন কমে গেলে জীবন সহজ সরল হয়ে যায়। যে জীবনে প্রয়োজনের সংখ্যা যত বেশি সে জীবন তত জটিল। জীবন সসীম,চাহিদা অসীম। পুজিবাদি-ভোগবাদী জীবন কাটাতে এই সসীম জীবন, অসীম চাহিদার পেছনে দৌড়াতে শেখায়। মানুষ চাহিদার পেছনে দৌড়ায় আর দৌড়ায়। এই দৌড় মানুষকে একটা সময় কুকুর বানিয়ে ফেলে। কুকুর যেমন লোভের লালা ঝড়ায় আর জিভ বের করে হাপায়।এই সমাজ এই দৌড়ের নাম দেয় 'সফলতা'। এই সফলতার পেছনে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একদিন কবরের গর্তের সামনে এসে তার বোধদয় হবে,
"আহ জীবন! এ কী করলাম?"

এটাই সাইন্স!
17/08/2025

এটাই সাইন্স!

06/08/2025

মাইলস্টোন ট্রাজেডি- ২০২৫

আজ শহর জেগে ওঠে, সকাল আসে প্রতিদিন,কিন্তু কিছু পরিবার আজও আটকে আছে সেই বিকেলের বিধ্বস্ত ছায়ায়।যেখানে উড়ে আসা ধ্বংসস্তূপে চিরতরে চাপা পড়েছে তাদের 'ভালো থাকা'।

Address

Maulvi Bazar
3235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahin:

Share