Muhammed Khalis

Muhammed Khalis Assalamualaikum! This is Muhammed Khalis I make videos on lifestyle, reality and motivational topics on social media, thank you, have a nice day
(5)

*সুখময় দাম্পত্য জীবনের সোনালী রহস্য*আমাদের প্রিয় ও পরম শ্রদ্ধেয় শায়েখ, হযরত মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারকাতুহুম...
29/09/2025

*সুখময় দাম্পত্য জীবনের সোনালী রহস্য*

আমাদের প্রিয় ও পরম শ্রদ্ধেয় শায়েখ, হযরত মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারকাতুহুম প্রায়ই দাম্পত্য জীবনের শান্তি ও প্রশান্তি সম্পর্কে এমন সব উপদেশ দেন, যা কেবল হৃদয়কে স্পর্শই করে না, বরং জীবনের গতিপথকেও আলোকিত করে তোলে।

হযরত ওয়ালা (দা.বা.) বলেন-
মানুষের সংসার জীবনে অশান্তির অন্যতম প্রধান কারণ হলো সন্দেহ ও অবিশ্বাস।
কোনো সময় কোনো আচরণ কিংবা ঘটনার মাধ্যমে সন্দেহ জন্মাতে পারে, কিন্তু যদি সেই সন্দেহকে হৃদয়ের গভীরে আসন গেঁড়ে রাখতে দেওয়া হয়, তবে তা ধীরে ধীরে অশান্তিকে আমন্ত্রণ জানায়।

এ কারণে বিবাহের পূর্বেই নারী-পুরুষের উচিত নিজেদের হৃদয়কে যাচাই করে নেওয়া।
তারা কি একে অপরকে ক্ষমা করতে প্রস্তুত?
তারা কি একে অপরকে সীমাহীন ভালোবাসতে পারবে?
তারা কি একে অপরের হাত ধরে সহযোগিতার পথে চলতে রাজি?
তারা কি একে অপরের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারবে?

হযরত ওয়ালা বলেন-এ চারটি গুণ নিজের মধ্যে তৈরি না হলে প্রকৃত অর্থেই দাম্পত্য জীবনের সফরের জন্য কেউ প্রস্তুত নয়।

*জীবনের সফর ও দাম্পত্য সঙ্গী*

জীবন এক অন্তহীন যাত্রা। সেই চলমান গাড়িতে হঠাৎ একসময় কোনো নারী বা পুরুষের জীবনে ২০–২৫ বছরের মধ্যে একজন সহযাত্রী এসে যোগ দেন-তিনি হলেন তার জীবনসঙ্গী।
কিন্তু এ সফর চিরস্থায়ী নয়। কবর নামক চূড়ান্ত স্টেশনে গিয়ে দুজনকেই একদিন নামতেই হবে। কেউ আগে নামবে, কেউ পরে।

হযরত ওয়ালা (দা.বা.) বড় আবেগঘন কণ্ঠে বলেন-
“এ কয়েক দিনের সফর যদি সদাচরণ, সহযোগিতা ও ভালোবাসায় ভরপুর হয়, তবে প্রতিটি রাতই হবে যেন নবদম্পতির প্রথম রাতের মতো মধুময়। প্রতিটি ভোর হবে নতুন আনন্দ ও প্রশান্তির দূত।”

*ঘরের মানুষ ও বাইরের মানুষ*

আমরা বাইরে অপরিচিত মানুষদের সামনে নিজেদের ভদ্রতা ও সৌজন্য প্রদর্শন করি।
এক কাপ চা কিংবা ২০ টাকার সমুচা-পেয়াজু খেয়ে “থ্যাংক ইউ” ও “ধন্যবাদ” বলি বারবার। খাবার পরিবেশনকারীকে হাসিমুখে ১০–২০ টাকার বখশিশ দিতেও কার্পণ্য করি না।

কিন্তু আশ্চর্যের বিষয়-যে মানুষগুলো প্রতিদিন আমাদের জীবনের সবচেয়ে বেশি সেবা করে, যারা আমাদের সুখ-দুঃখের সাথী, সেই মা কিংবা স্ত্রী কোনোদিন পেল না সামান্য বখশিশ, পেল না হাদিয়া, পেল না ভালোবাসা ভরা একটি মিষ্টি হাসি কিংবা কৃতজ্ঞতার উষ্ণ চাহনি।

এ অন্যায়ের বোঝা শুধু সংসারের অশান্তিকেই বাড়ায় না, বরং আল্লাহর নিকটেও অপছন্দনীয় হয়ে ওঠে।

দাম্পত্য জীবন আসলে একটি মহান ইবাদত। এর প্রতিটি মুহূর্তে যদি ভালোবাসা, সহযোগিতা, আস্থা এবং ক্ষমার সুবাস ছড়িয়ে দেওয়া যায়, তবে সংসার হয়ে ওঠে জান্নাতের বাগান। আর যদি সন্দেহ, অবিশ্বাস ও তিক্ততা জায়গা করে নেয়, তবে সেই সংসারই হয়ে ওঠে দুঃখের কারাগার।

হযরত মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারকাতুহুম এর এ আলোচনাগুলো আমাদের শিখিয়ে দেয়-
সুখী পরিবার গড়তে শুধু বাহ্যিক আড়ম্বর নয়, প্রয়োজন আন্তরিকতা, কৃতজ্ঞতা ও সুন্দর আচার-আচরণ।
আর যখন স্বামী-স্ত্রী দুজনেই এ পথে অগ্রসর হয়, তখন তাদের জীবন হয়ে ওঠে আধ্যাত্মিক প্রশান্তির এক মহাসফর।

~ মুহাম্মাদ আশেকে এলাহী
©️

I ❤️ Muhammad
26/09/2025

I ❤️ Muhammad

19/09/2025

কমলগঞ্জের ভানুগাছ বাজারে প্র সা সনের অভিযান

19/09/2025

বাংলাদেশ বিমানের ফ্লাইটে টার্বুলেন্স

18/09/2025

প্রবাসে আজ নিজের জন্য রাতের খানা কিনে নিলাম..

16/09/2025

প্রবাসীদের খুশি করার জন্য আমাদের বোতল গেম

প্রিয় ভিউয়ারস এই গরমে মাথা খালি করলাম আপনাদের কাছে জানতে চাই কেমন লাগে দেখতে.?
15/09/2025

প্রিয় ভিউয়ারস এই গরমে মাথা খালি করলাম আপনাদের কাছে জানতে চাই কেমন লাগে দেখতে.?

দুই তারকা ফুটবলার মেসি এবং নেইমার কে কাকে সাপোর্ট করে কমেন্ট বক্স খালি আছে জানাতে পারেন।
14/09/2025

দুই তারকা ফুটবলার মেসি এবং নেইমার কে কাকে সাপোর্ট করে কমেন্ট বক্স খালি আছে জানাতে পারেন।

13/09/2025

গুনাহ করার পরেও যে দশ ব্যাক্তিকে আল্লাহ পছন্দ করেন 👇

(১) তওবা কারী ব্যক্তি।
(২) অশ্রুসিক্ত হয়ে ক্ষমা চাওয়া মানুষ।
(৩) গুনাও করে লজ্জিত হয়ে ফিরে আসা।
(৪) গুনাও করার পর নেক কাজ বাড়িয়ে দেয়।
(৫) বার বার গুনাও করে তওবায় ফিরে আসে।
(৬) নফসের সঙ্গে সংগ্রাম করে।
(৭) গোপনে গোনাহ করে গোপনে কান্না করে।
(৮) নম্রতা ও বিনয় প্রকাশ করে।
(৯) গুনাহ করে কিন্তু অন্যকে উপদেশ দেয়।
(১০) গুনাহ করে পরে সে পথ ছেড়ে দেয়।

13/09/2025

আমার সোনার দেশের মানুষ কবে যে মানুষ হবে আল্লাহ তায়ালা তাদের হেদায়েত দান করুক।
যারা গরিব দুঃখী মানুষের ওপর চরম নির্যাতন,
এবং তাদের নেই অর্থ তারপর ও লুটে নিতে চায়। তাদের হয়তো দুনিয়া থেকে তুলে নিন নয়তো হেদায়েত দান করুন তাদের। এবং সঠিক পথে আসার তৈফিক দান করুন হে মহান রাব্বুল আলামিন।

13/09/2025

পাতি নেতাদের উদ্দেশ্য করে যা বলব

সফল হওয়ার পরে
12/09/2025

সফল হওয়ার পরে

Address

Bhanubil, Adampur Bazar, Kamalganj, Moulvibazar
Maulvi Bazar
3220

Alerts

Be the first to know and let us send you an email when Muhammed Khalis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammed Khalis:

Share

Category