
15/03/2024
সূধী,
বিশ্ব শান্তি ও সর্ব জীবের মঙ্গল কামনায় আগামী ১৭|০৩|২৪ইং রোজ রবিবার হইতে আগামী ১৯|০৩|২৪ইং রোজ মঙ্গলবার পযন্ত ৩দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় এবারো ১৫ তম বর্ষ সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে,এতে আপনারা সবাই আমন্ত্রিত। উক্ত অনুষ্ঠানে প্রতিদিন সনাতনী যুব সংঘ (SYS) এর পরিচালনায় সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে।
স্থান :- শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন।
উত্তর ভাড়াউড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।