
25/07/2024
বাংলা সাহিত্য নিয়ে পড়ার ফলে এই শহরে গত ৮ বছরের সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা আমি আমার বহু ছাত্র-ছাত্রীকে পড়িয়েছি। কিন্তু আঠারো বছর বয়সের দুঃসাহসিকতা তাদেরকে বুঝানোর জন্য ভালো কোনো রেফারেন্স পাচ্ছিলাম না। আজকে এই ছবিটা দেখিয়ে দেখিয়ে পুরো কবিতাটা তাদের পড়িয়ে আসলাম। মনে একটা প্রশান্তি কাজ করছে। সুকান্ত বাবু মনে হয় আজকের দিনের জন্যই তাঁর "আঠারো বছর বয়স" কবিতাটি লিখে ছিলেন।
আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ দেশের বুকে আঠারো আসুক নেমে দুর্বার গতিতে।