Afnan Mujahid

Afnan Mujahid Following my heart wherever it leads.

Meet Mujahid, a passionate individual from Moulvibazar, currently immersed in the vibrant city of London, pursuing a BSc in Computer Science and Engineering at London Southbank University. With a fervor for exploration, Mujahid adores traveling, strumming melodies on the guitar, and embracing the rhythm of life through cycling. A creative at heart, he finds joy in crafting and innovating, making each day a canvas for new adventures and inventive pursuits."

06/05/2025

ডাকাতের কবলে প্রাইভেট কার

স্থান-শ্রীনগর উপজেলা কেয়াটখালী মাওয়া হাইওয়ে সার্ভিস ল্যান

04/05/2025

normal day on the London Underground station

নায়কদের মধ‍্যে সবচেয়ে ফ‍্যাশন সচেতন রুবেল। হোক সেটা ঢালিউড, বলিউড, হলিউড কিংবা কোরিয়ান ইন্ডাস্ট্রি। অন‍্যান‍্য নায়করা যে...
28/04/2025

নায়কদের মধ‍্যে সবচেয়ে ফ‍্যাশন সচেতন রুবেল। হোক সেটা ঢালিউড, বলিউড, হলিউড কিংবা কোরিয়ান ইন্ডাস্ট্রি। অন‍্যান‍্য নায়করা যেখানে কোর্ট প‍্যান্ট কিংবা সাফারি স‍্যুট ছাড়া জনসম্মুখে আসতে চান না, এমনকি বাংলাদেশেরও অনেক নায়ক যেখানে শার্ট প‍্যান্ট ছাড়া ক‍্যামেরার সামনে আসেন না, সেখানে রুবেল সবসময়ই ভিন্ন পোশাকে নিজের রুচিবোধের পরিচয় দিয়েছেন।

তবে যেমনটা শোনা যায়, বাস্তবতা ঠিক সেরকম নাও হতে পারে। এ ঘটনাই যেনো তার প্রমাণ। রুবেলের গায়ের এসব পোশাক দেখে অনেকেরই ধারণা, রুবেলের পছন্দের জামা হচ্ছে বুটিকের আলখেল্লা। আসলে তা নয়। রুবেল মূলত প্রায়ই তার পরিবারের নারীদের জন‍্য নানাবিধ শপিং করেন। কিন্তু সেসব আনস্টিচড থ্রিপিস কিংবা শাড়ি বাসায় নিয়ে আসার পর দেখা যায় কেউই সেগুলো পছন্দ করছেনা। পরে বাধ‍্য হয়ে সেসব থ্রিপিস ও শাড়ি দিয়েই আলখেল্লা বানিয়ে ব‍্যবহার করেন কিংবদন্তি এ তারকা।

এ থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি,

১. অপচয় করা ভালো নয়।
২. মেয়েদের পোশাক নিয়ে মাতবরি নয়।

12/03/2025

Wife Material

12/03/2025

দুঃখিত 🙂

09/03/2025

মানুষ মৃত্য থেকে বাঁচতে চায় , কিন্তু জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নামে থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। মৃত্যু সে তো এক নিশ্চিত ভবিষ্যৎ!

09/03/2025

📌এ্যাংরি রিয়েক্ট দিবেন না প্লিজ।একজন ৯ বছর বয়সী মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী, জামজাম ইসলাম রিতুল, ঢাকার মিরপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসায় চারজন অষ্টম শ্রেণির শিক্ষার্থীর হাতে দুই ঘণ্টা ধরে নির্মম নির্যাতনের শিকার হয়। তার পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই হামলাকারীরা তার কাছ থেকে ২০০০ টাকা দাবি করে। সে দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে একটি কক্ষে আটকে ফেলে এবং স্টিলের স্কেল ও প্লাস্টিকের ঝাড়ু দিয়ে মারধর করে।.রিতুল চিৎকার করে সাহায্য চাইলে এবং সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা এক শিক্ষককে ডাকলেও কেউ তাকে বাঁচাতে আসেনি। নির্যাতনকারীরা পিটিয়ে তাকে গোসল করিয়ে আঘাতের চিহ্ন লুকানোর চেষ্টা করে এবং পরে তার রুমে পাঠিয়ে দেয়, হুমকি দেয় যেন সে কারও কাছে কিছু না বলে। দীর্ঘ এই নির্যাতনের সময় কোনো শিক্ষক বা সুপারভাইজার তাকে বাঁচাতে আসেননি।.পরদিন, মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ ওঠে যে তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরিবারের সঙ্গে যোগাযোগ না করে রিতুলকে জোর করে রোজা ভাঙতে বাধ্য করে এবং খালি পেটে একটি ব্যথানাশক ওষুধ দেয়। কোনো চিকিৎসা ছাড়াই তাকে রেখে দেওয়া হয়। ঘটনা ধামাচাপা দিতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে এক শিক্ষকের ফোন থেকে তার পরিবারকে কল করতে বাধ্য করে, যাতে সে বলে যে আসন্ন প্রতিযোগিতার কারণে শুক্রবার বাসায় যেতে পারবে না।.তার পরিবার শুরুতে বিষয়টি সন্দেহ করেনি। তবে রিতুল কৌশলে তার ভাইয়ের ফোন নম্বর এক সহপাঠীকে দেয়, যে পরে এক শিক্ষকের ফোন ধার নিয়ে রাত ৯:৩০ টায় রিতুলের ভাইকে কল করে মাদ্রাসায় আসতে বলে।.কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরে রিতুলের ভাই দ্রুত মাদ্রাসায় গিয়ে দেখে যে সে যন্ত্রণায় কাতরাচ্ছে, নড়াচড়া করতে পারছে না। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং পরে থানায় অভিযোগ দায়ের করে।.এই ২৫ ঘণ্টার মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ একবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। তারা সম্পূর্ণ উদাসীনতা দেখিয়েছে শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে। যখন পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এমনকি, ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ফোনে বিষয়টি উড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।.মাদ্রাসার ম্যানেজিং ডিরেক্টর নাকি বলেছেন যে তিনি তার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর কাজে ব্যস্ত ছিলেন, তাই আসতে পারেননি। আর চেয়ারম্যান জানান যে তিনি হজে যাচ্ছেন, তাই এতে জড়িত হবেন না। তারা আরও যুক্তি দেন যে, "আমাদের দেশজুড়ে ১০৫টি শাখা রয়েছে—একটি বন্ধ হলে কোনো সমস্যা নেই।"ভুক্তভোগীর পরিবার মাদ্রাসার অবহেলা, ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা এবং সম্পূর্ণ দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। তারা এখন অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছে, যেহেতু তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।সূত্র- রোমান ইসলাম রিতুল (ভুক্তভোগীর ভাই)

08/03/2025

বাড়ির সামনেও কেউ নিরাপদ না!🙂।

08/03/2025

এক ধর্ষণ কারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা।কুরআনের প্রেসক্রিপশনঅনুযায়ী ট্যাবলেট খাওয়াচ্ছে।

08/03/2025

অবশেষে আসল ভিডিও চোখে পড়লো। অথচ কতো শত মানুষ পূর্বের ভিডিও দেখে ভ'য়ে ভী'তস'ন্ত্র'স্ত ছিলো!

08/03/2025

এত এত সমকামী এত শাহাবাগিদের ভিরে আপনার সন্তানকে এমন একজন মুজাহিদ তৈরি করেন

Address

Sylhet
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afnan Mujahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share