National BD Vlog 001

National BD Vlog 001 সমাজে ঘটে যাওয়া সমস্যা ও সৃতিচারণ ইতিহাস

02/05/2025
10/05/2024

ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার আতুর ঘর শমশেরনগর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর দুর্নীতি ভুয়া চিকিৎসার বিরুদ্ধে সোচ্চার হোন সেয়ার করুন।
#কমলগঞ #মৌলভীবাজার

09/05/2024

নখল ডিংকোর নামে কি খাওয়াচ্ছেন বাচ্চাদের।
#কমলগঞ #মৌলভীবাজার

05/05/2024

কমলগঞ্জে সদর ইউনিয়ন বাঘমারা এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় দা নিয়ে হাজির ঘাতক স্বামী. #মৌলভীবাজার #কমলগঞ

04/05/2024

মৌলভীবাজার জেলার শমসেরনগরে ‘ডানকান ব্রাদার্স টি এস্টেট’-এর শমসেরনগর চা বাগানে দৃষ্টিনন্দন ক্যামেলিয়া লেকটির অবস্থান। নীল আকাশের নিচে চারদিকে ছোট-বড় পাহাড়ি টিলা ও সারি সারি চা বাগান। সব সময়ই ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আকাশে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের কাছে এ লেকটি ‘বিসলার বান’ বা ‘ক্যামেলিয়া বাঁধ’ নামে পরিচিত। তবে এর প্রকৃত নাম ‘ক্যামেলিয়া লেক’।

শুষ্ক মৌসুমে সেচের জন্য বাংলাদেশের প্রায় সব চা বাগানেই ছোট বড় লেক দেখতে পাওয়া যায়। এসব বাগানের লেকগুলো সাধারণত চা বাগানের নিচু জমিতে বা পাহাড়ি টিলার পাদদেশে হয়ে থাকে। কিন্তু ক্যামেলিয়া লেকের বৈশিষ্ট্য হলো এটি বাগানের প্রায় শেষ প্রান্তে টিলার ওপরাংশজুড়ে অবস্থিত। লেকটিতে যাওয়ার আঁকাবাঁকা মেঠোপথে চোখে পড়ে শত শত বানরের পাল।

‘ক্যামেলিয়া লেকটি’ পর্যটকদের সর্গোদ্যান হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পে একটি নতুন সংযোজন। এখানে যেতে শমসেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়ক ধরে দক্ষিণ দিকে প্রায় ২ কিলোমিটার সামনে গেলেই হাতের ডানে দেখা মেলে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ওই বাগানের শ্রমিক ও আশপাশের প্রায় ৯০ হাজার জনসংখ্যার নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান ক্যামেলিয়া হাসপাতালের। হাসপাতালটিকে পেছনে রেখে আরো ২ কিলোমিটার মেঠোপথ পাড়ি দিয়ে দেখা মিলবে প্রকৃতির নিজ হাতে তৈরি করা অপরূপ ও চোখ ধাঁধানো মায়াবী লেকটির। লেকের পাশের পুরোটাই বালুকাময়। লেকের পানিই এ বাগানের চা শ্রমিকদের একমাত্র পানির উৎস। সুনছড়া চা বাগান থেকে ক্যামেলিয়া লেকের সৌন্দর্য মুগ্ধতা জাগানিয়া।

চা বাগান কর্তৃপক্ষ প্রাকৃতিক এ লেকটিতে কিছুটা কৃত্রিমতাজুড়ে দিয়েছেন। ইট-সিমেন্টের কিছু কৃত্রিম কাজ লেকটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। লেকটির পানির ওপরে একটি পাটাতন তৈরি করা হয়েছে। এখন ‘বিসলার বান’ বা ‘ক্যামেলিয়া লেক’ হয়ে উঠেছে অসাধারণ এক পর্যটন স্পট। লেকটির পাশে রয়েছে একটি ঘর। যেটি স্থানীয় চা শ্রমিকদের কাছে ‘ক্লাব ঘর’ নামে পরিচিত। এ ঘরে বা গাছের ছায়ায় পর্যাপ্ত সময় কাটানো সম্ভব। এখানে বিকালে গেলে পরিযায়ী পাখির কলতান আর জলকেলির দৃশ্য মনে পরম প্রশান্তি এনে দেবে।

#মৌলভীবাজার

28/04/2024

সিলেটকে শুধু বিলাতগামীদের জনপদ বললে ভুল হবে! বনজ ও খনিজ সম্পদে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যের আধার এলাকাটির আছে আধ্যাত্মিকতারও পরিচয়! সিলেট বিখ্যাত প্রাকৃতিক সম্পদের জন্যও।
#হযরত #শাহজালাল #মৌলভীবাজার #কমলগঞ #শমশেরনগর

19/04/2024

দুবাইবাসীর ওপর আল্লাহর শাস্তি, কুরআনে বর্ণিত আল্লাহর বাণী সত্য হচ্ছে?

10/04/2024

২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতরের সব চেয়ে বেশি জনপ্রিয় শ্রীমঙ্গল ক্লথ স্টোর।
শমশেরনগরে এবারে পবিত্র ঈদুল ফিতরের এক নাম্বার স্থানে শ্রীমঙ্গল ক্লথ স্টোর।

Address

Maulvi Bazar
3223

Alerts

Be the first to know and let us send you an email when National BD Vlog 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National BD Vlog 001:

Share