KS News TV

KS News TV সত্যের সন্ধানে KS News TV

Call- Whatsapp: 01306977178
(4)

26/08/2025
বরমচালে ট্রেনের ইঞ্জিন বিকল: এক ঘণ্টা ধরে স্থবিরতাচট্টগ্রাম থেকে সিলেটগামী একটি আন্তঃনগর ট্রেন বরমচাল স্টেশনের নিকটে ইঞ্...
26/08/2025

বরমচালে ট্রেনের ইঞ্জিন বিকল: এক ঘণ্টা ধরে স্থবিরতা

চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি আন্তঃনগর ট্রেন বরমচাল স্টেশনের নিকটে ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ সময় ধরে চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন বিকলের পর ট্রেনটি প্রায় ১ ঘণ্টার বেশি সময় ধরে বরমচালে দাঁড়িয়ে রয়েছে। এতে যাত্রীদের মাঝে চরম ভোগান্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে অসহায় অবস্থায় ট্রেনেই অপেক্ষা করছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সমস্যাটি যান্ত্রিক এবং রেল বিভাগের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেছে।

এদিকে ইঞ্জিন বিকল হওয়ায় সিলেট রেলপথে আরও কিছু ট্রেনের সময়সূচিও ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

পুঁজিবাজার বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপভিত্তিক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ন্ত্রক স...
25/08/2025

পুঁজিবাজার বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপভিত্তিক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ন্ত্রক সংস্থা, বিএসইসি, ব্রোকারেজ হাউস, সিডিবিএলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়া্ হয়েছে। ওয়েবসাইটে বিনিয়োগকারীদের সাবধান থাকার অনুরোধ জানিয়েছে ডিএসই। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার তৎপরতা অব্যাহত আছে।

ডিএসই কর্তৃপক্ষ বলেছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম হলো ডিএসই ও সিএসইর অনুমোদিত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। এর বাইরে বৈধ কোনো প্ল্যাটফর্ম নেই। অন্য কোনো প্ল্যাটফর্ম বা ব্যক্তি যদি অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখায়, তবে তা প্রতারণা ছাড়া কিছু নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের উদ্দেশে বলা হয়েছে, পুঁজি আপনার, বিনিয়োগও আপনার। তাই অসাধু চক্রের ফাঁদে পড়ে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না। সব সময় জেনেবুঝে বিনিয়োগ করুন এবং প্রতারণা থেকে দূরে থাকুন।

★আশেপাশের সকল সংবাদ আপডেট পেতে আমাদের পেইজ-টি ফলো করুন📲 KS News TV

★আশেপাশের সকল সংবাদ আপডেট পেতে আমাদের পেইজ-টি ফলো করুন📲 KS News TV
25/08/2025

★আশেপাশের সকল সংবাদ আপডেট পেতে আমাদের পেইজ-টি ফলো করুন📲 KS News TV

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বরজাতীয় | 24th August, 2025 9:00 pmবাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবি...
24/08/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
জাতীয় | 24th August, 2025 9:00 pm

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এর ফলে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৭ হিজরি ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৪ আগস্ট ২০২৫ খ্রি. রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায় আগামীকাল ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৫ আগস্ট ২০২৫ খ্রি. পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ আগস্ট ২০২৫ খ্রি. থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে এ সংক্রান্ত ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ খুলে পড়ল সিলিং ফ্যান, ছাত্রী আহতকুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চ...
24/08/2025

শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ খুলে পড়ল সিলিং ফ্যান, ছাত্রী আহত

কুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে একজন ছাত্রী আহত হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটেছে।

আহত আফরোজা আক্তার (১৪) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ মুঠোফোনে বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের ব্লেডে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ বলেন, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে গেছে। সেখানে তিনটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, যে ভবনে দুর্ঘটনা ঘটেছে, সেটি আগে একতলা ছিল। ২০২৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে। এ সময় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিলিং ফ্যান লাগিয়ে দেয়। ফ্যানের নাট-বোল্ট ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ক্ষতি হতে পারত। তাঁরা ভবনের সব ফ্যান পরীক্ষা করাবেন।

★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

কুলাউড়ায় সাংবাদিক নাজমুল বারীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডিকুলাউড়ায় সাংবাদিক নাজমুল বারী সোহেলের বিরুদ্ধে সামাজিক যোগায...
23/08/2025

কুলাউড়ায় সাংবাদিক নাজমুল বারীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

কুলাউড়ায় সাংবাদিক নাজমুল বারী সোহেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে সাংবাদিক নাজমুল বারী সোহেল শুক্রবার (২২ আগস্ট) রাতে কুলাউড়া থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী ( নং-১১৭২) করেন। সাংবাদিক নাজমুল বারী সোহেল কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছাড়াও জাতীয় দৈনিক আজকের দর্পণ, ফিন্যানসিয়াল পোস্ট, সিলেট বাণীর কুলাউড়া প্রতিনিধি ও সাপ্তাহিক সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন।

সাধারণ ডায়েরী থেকে জানা যায়, গত ২১ আগস্ট একটি কুচক্রী মহল “কুলাউড়া ডটকম নামক” ফেসবুক পেইজ “ইসলাম আমিনুল ” ও “সুমি চৌধুরী” নামক ফেসবুক ফেইক আইডি থেকে জুলাই যোদ্ধা আইরিন আক্তারের ভূয়া মেডিকেল ব্যবস্থাপত্রের কপি তৈরী করে এবং উক্ত ব্যবস্থাপত্রের কপি উল্লেখ পূর্বক জুলাই যোদ্ধাদের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে সাংবাদিক নাজমুল বারী সোহেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করা হয়। ওই পোস্টের কারণে সাংবাদিক নাজমুল বারী সোহেলসহ তাঁর পরিবার সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়া সহ বিব্রতকর পরিস্থিতির স্বীকার হচ্ছেন। এদিকে কুলাউড়া ডটকম নামক ফেসবুক পেইজ, ইসলাম আমিনুল ও সুমি চৌধুরী নামক ফেসবুক আইডি থেকে জুলাই যোদ্ধা আইরিন আক্তারের নামে যে মেডিকেল ব্যবস্থাপত্র দেয়া হয়েছে সেটি ভূয়া বলে নিশ্চিত করে আইরিন আক্তারকে চিকিৎসা দেয়া পল্লী চিকিৎসক জুয়েল কুমার দত্ত বলেন, জুলাই আন্দোলনে আহত হওয়া আইরিন আক্তারকে গত বছরের ১৮ জুলাই তারিখে আমি চিকিৎসা দিয়েছি। সেই বিষয়টি আমি জেলা প্রশাসক কার্যালয়ে শুনানীতেও উপস্থাপন করেছি। ফেসবুকে যে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে সেটি আমার নয়। কেউ এডিট করে সেই ব্যবস্থাপত্রটি ফেসবুকে দিয়েছে।

সাংবাদিক নাজমুল বারী সোহেল বলেন, আইরিন আক্তার আমার ছোট বোন। জুলাই আন্দোলনে অন্যান্যদের সাথে সেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল। সেই হিসেবে সরকার কর্তৃক আহত জুলাই যোদ্ধাদের তালিকায় সকল গোয়েন্দা সংস্থার যাচাইপূর্বক আইরিন আক্তারের নাম অন্তর্ভুক্ত হলে রাষ্ট্রীয়ভাবে সেটি গেজেট হয়। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার ধারণা কুলাউড়ার একটি স্বার্থান্বেষী মহল বা ব্যক্তি আমার কিংবা আমার পরিবারসহ কুলাউড়ায় কর্মরত আমার সহকর্মী সকল সাংবাদিকবৃন্দের বড় ধরনের ক্ষতিসাধনের পায়তারায় লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার নামে মিথ্যা তথ্য তৈরী করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মান-মর্যাদা নষ্ট করার জন্য একটি উদ্দেশ্যমূলক পোস্ট করে। সেই পোস্টটি অনেক ফেইক আইডিসহ বিভিন্ন আইডি থেকে শেয়ার করা হচ্ছে। এতে আমি খুবই বিস্মিত ও বির্বত হচ্ছি। তাই আমি এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় সাংবাদিক নাজমুল বারী একটি সাধারণ ডায়েরী করেছেন। এরআগেও কুলাউড়া ডটকম নামক ফেইক আইডি থেকে ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। সেই আইডিসহ অন্যান্য ফেইক আইডি শনাক্তের জন্য পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে ওই আইডি শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

23/08/2025

কষ্ট ভুলতে শাড়ি পরে সাইকেল চালান স্বপ্না!!
★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

゚viralシviralシfypシ゚viralシalシ

লা/শ উদ্ধার করে দা/ফনের পর জীবিত ফিরলো : রবিউল কুলাউড়ায় এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে লাশের গল্প। যে কিশোরের মৃত্যু ধরে নিয়ে ...
23/08/2025

লা/শ উদ্ধার করে দা/ফনের পর জীবিত ফিরলো : রবিউল

কুলাউড়ায় এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে লাশের গল্প। যে কিশোরের মৃত্যু ধরে নিয়ে স্বজনরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছিলেন, সেই রবিউল ইসলাম নাইম (১৪) জীবিত উদ্ধার হয়েছেন ।

শুক্রবার (২২ আগস্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে নানার বাড়ি থেকে তাকে জীবিত অবস্থায় খুঁজে পান স্বজনরা।

পরে কুলাউড়া থানাপুলিশ তাকে হেফাজতে নেয় ।

শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। রবিউল সিলেটের ওসমানীনগর উপজেলার গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে।

জানা যায়, গোয়ালাবাজারের বগুড়া রেস্টুরেন্টের কর্মচারী রবিউল গত ২৬ জুলাই নিখোঁজ হন। এরপর ৩ আগস্ট কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের পাশের ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার সেটিকেই রবিউলের লাশ বলে দাবি করে এবং অভিযোগ তোলে- রেস্টুরেন্ট মালিক বুলবুল মিয়া তাকে হত্যা করেছেন। মামলা নিতে গড়িমসির পর ৬ আগস্ট লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন রবিউলের মা ও স্বজনরা।
পরে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

কুলাউড়া থানার এসআই মুস্তাফিজ দ্য নিউজ কে বলেন, তদন্ত করতে গিয়ে কিশোর নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে উদ্ধার করার পর জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। কিশোরের মা এবং মামা আদালতে রয়েছেন।

নাঈমের পরিবারের একাধিক সদস্যের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।লা/শ উদ্ধার করে দা/ফনের পর জীবিত ফিরলো : রবিউল

কুলাউড়ায় এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে লাশের গল্প। যে কিশোরের মৃত্যু ধরে নিয়ে স্বজনরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছিলেন, সেই রবিউল ইসলাম নাইম (১৪) জীবিত উদ্ধার হয়েছেন ।

শুক্রবার (২২ আগস্ট) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুরে নানার বাড়ি থেকে তাকে জীবিত অবস্থায় খুঁজে পান স্বজনরা।

পরে কুলাউড়া থানাপুলিশ তাকে হেফাজতে নেয় ।

শনিবার (২৩ আগস্ট) মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। রবিউল সিলেটের ওসমানীনগর উপজেলার গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে।

জানা যায়, গোয়ালাবাজারের বগুড়া রেস্টুরেন্টের কর্মচারী রবিউল গত ২৬ জুলাই নিখোঁজ হন। এরপর ৩ আগস্ট কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের পাশের ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার সেটিকেই রবিউলের লাশ বলে দাবি করে এবং অভিযোগ তোলে- রেস্টুরেন্ট মালিক বুলবুল মিয়া তাকে হত্যা করেছেন। মামলা নিতে গড়িমসির পর ৬ আগস্ট লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন রবিউলের মা ও স্বজনরা।
পরে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

কুলাউড়া থানার এসআই মুস্তাফিজ দ্য নিউজ কে বলেন, তদন্ত করতে গিয়ে কিশোর নাঈমকে তার আত্মীয় জুবেলের বাড়ি থেকে উদ্ধার করার পর জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। কিশোরের মা এবং মামা আদালতে রয়েছেন।

নাঈমের পরিবারের একাধিক সদস্যের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
★আশেপাশের সকল সংবাদ পেতে ফলো করুন 📲 KS News TV

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তন- ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াসম্প্রতি অনেক স্মার্টফোন ব্যবহারকারী হঠাৎ লক্...
22/08/2025

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তন- ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

সম্প্রতি অনেক স্মার্টফোন ব্যবহারকারী হঠাৎ লক্ষ্য করেছেন, তাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডের ডিজাইন ও ফিচারে এসেছে পরিবর্তন। এই পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ডায়ালার বা বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব ফোন অ্যাপে দেখা যাচ্ছে।

নতুন আপডেটের ফলে ডায়াল প্যাডের ফন্ট, বাটনের আকার, ব্যাকগ্রাউন্ড কালার ও কিছু ক্ষেত্রে রিংটোন অপশনেও এসেছে পরিবর্তন। কেউ কেউ বলছেন, এতে ফোন কলে কাস্টম অপশনগুলো ব্যবহার করা সহজ হয়েছে, আবার অনেকেই এই হঠাৎ পরিবর্তনে বিরক্তি প্রকাশ করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ফোন কোম্পানিগুলো তাদের অ্যাপগুলোর নিরাপত্তা ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস বাড়াতে নিয়মিত আপডেট দেয়। এটি সেই আপডেটেরই অংশ হতে পারে।

তবে হঠাৎ এমন পরিবর্তন কেন তা নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে ধারণা করছেন, এটি কোনো বাগ বা সিস্টেম গ্লিচও হতে পারে।

ব্যবহারকারীদের উচিত ফোন আপডেট সংক্রান্ত নোটিফিকেশনগুলো খেয়াল রাখা এবং কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ব্র্যান্ডের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করা।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when KS News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share