ভালো লাগার কিছু মুহূর্ত গুলো

ভালো লাগার কিছু মুহূর্ত গুলো অনেক ভালো লাগার জিনিস দেখবেন এবং পাবেন
(1)

সিলেট-মৌলভীবাজারে-হবিগন্জে হারিয়ে যাওয়া ধূসর হায়েনানিঃশব্দে বিলুপ্ত এক রাতের শিকারিবাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার একসময় ছ...
15/07/2025

সিলেট-মৌলভীবাজারে-হবিগন্জে হারিয়ে যাওয়া ধূসর হায়েনা

নিঃশব্দে বিলুপ্ত এক রাতের শিকারি

বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার একসময় ছিল বন্যপ্রাণে সমৃদ্ধ এলাকা। এই অঞ্চলের পাহাড়ি বন, খাসিয়া-জৈন্তিয়া অঞ্চল ও চা-বাগানসংলগ্ন অরণ্যে দেখা যেত এক রহস্যময় নিশাচর প্রাণী—ধূসর হায়েনা (Striped Hyena)। এর গা ছমছমে ডাক আর ডোরা-দাগওয়ালা চেহারা একসময় গ্রামের মানুষের কল্পনায় রাক্ষস হয়ে উঠেছিল। তবে বাস্তবে এটি ছিল লাজুক প্রকৃতির এবং মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখত।

অনেক প্রবীণ লোক এখনো মনে করতে পারেন—রাতে দূর পাহাড় থেকে ভেসে আসা তার ডাক। কিন্তু আধুনিকায়নের ঢেউ, বনভূমি উজাড়, চাষাবাদের বিস্তার ও জনবসতির কারণে ধীরে ধীরে হারিয়ে যায় এই হায়েনা।
এর সাথে যুক্ত হয় কুসংস্কার ও ভুল ধারণা—কেউ ভাবত এটি মানুষ বা গৃহপালিত পশুর ক্ষতি করে, আবার অনেকে বিশ্বাস করত এর দেহ দিয়ে ওষুধ তৈরি যায়। ফলে প্রাণীটি হয়ে ওঠে অযথা শিকারের লক্ষ্য।

আজ ধূসর হায়েনাকে বাংলাদেশে "স্থানীয়ভাবে বিলুপ্ত" (Locally Extinct) ঘোষণা করা হয়েছে। এর মানে, প্রকৃতিতে এর ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই হারিয়ে যাওয়া শুধুই একটি প্রাণীর অনুপস্থিতি নয়, বরং আমাদের প্রাকৃতিক ভারসাম্যের এক নিঃশব্দ পতন।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—জীববৈচিত্র্য রক্ষা শুধু গাছ লাগানো নয়, বরং প্রাণীদের জন্য জায়গা রেখে প্রকৃতিকে সহনশীল করে গড়ে তোলার দায়িত্বও আমাদের।

ছবির অর্থ যে লিখতে পারবে সে বুদ্ধিমান ---
09/07/2025

ছবির অর্থ যে লিখতে পারবে সে বুদ্ধিমান ---

মসজিদ কমিটির সভাপতি রাতের বেলা ইমাম সাহেবকে  বললেন যে, কাল ফজরের নামাজের পর একটু দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো একটি চাক...
01/07/2025

মসজিদ কমিটির সভাপতি রাতের বেলা ইমাম সাহেবকে বললেন যে, কাল ফজরের নামাজের পর একটু দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো একটি চাকরি পায়। ইমাম সাহেব বল্লেন, ঠিক আছে।
নামাজের পর হুজুর দোয়া করলেন।
"হে আল্লাহ! আমার মসজিদের সভাপতির ছেলে যেন একটি ভালো চাকরি পায়। আর বেতন যেন আমার মতোই মানসম্মত হয়।"

মসজিদের সভাপতি এই দোয়া শুনে রেগে গেলেন এবং হুজুরকে বললেন, হুজুর, আপনি এটা কেমন দোয়া করলেন? এত কম বেতনে আমার ছেলের পক্ষে সংসার চালানো কি সম্ভব?

তখন ইমাম সাহেব বল্লেন, আমিও এই সমাজের একজন মানুষ। তাহলে আমার সংসার চালানো কতো কষ্টকর হচ্ছে, এ কথা আপনারা কেন বুঝতে পারছেন না ?

এই ছেলেটিকে পাওয়া গিয়েছে কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী ট্রেনে, বয়স আনুমানিক ৯ বছর হতে পারে। ছেলেটির নাম : রিয়াদ- পিতা: ই...
28/06/2025

এই ছেলেটিকে পাওয়া গিয়েছে কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী ট্রেনে, বয়স আনুমানিক ৯ বছর হতে পারে। ছেলেটির নাম : রিয়াদ- পিতা: ইব্রাহিম - মাতা: নুর নাহার সিলেট হবিগঞ্জ শ্রীমঙ্গল - বাগান বাড়ি।
শুধু এতটুকু বলতে পারে। ছেলেটি বর্তমানে পূর্ব বড় ভেওলা সিকদার পাড়ায় আছে।
পোস্ট টি শেয়ার করার জন্য অনুরুধ করছি।
যোগাযোগ করুন : ০১৭৯১৪৪৪১৩১

মৌলভীবাজারের এডভোকেট উমায়রা ইসলাম ফেইসবুক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত ইসলামকে কটাক্ষ করে যাচ্ছেন। আজ একটা পোস্টের মাধ্যমে ...
28/06/2025

মৌলভীবাজারের এডভোকেট উমায়রা ইসলাম ফেইসবুক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত ইসলামকে কটাক্ষ করে যাচ্ছেন।
আজ একটা পোস্টের মাধ্যমে সরাসরি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রাঃ) কে নারী বিদ্বেষী বলে অখ্যাহিত করছেন।

ভাইয়ে ভাইয়ে কতটা মিল থাকলে চারটা পরিবারে যুগের পর যুগ একসাথে বসবাস করা যায়? প্রতিটি পরিবারের বন্ধন এমন হওয়া উচিত! ভাল...
25/06/2025

ভাইয়ে ভাইয়ে কতটা মিল থাকলে চারটা পরিবারে যুগের পর যুগ একসাথে বসবাস করা যায়? প্রতিটি পরিবারের বন্ধন এমন হওয়া উচিত! ভালোবাসা ভরে উঠুক পৃথিবীর সব বন্ধন।

আমাদের এই সৈরাচারী খুনি😡"হাসিনা"😡দেশ ডিজিটাল হয়েছে বলে গত ১৭ বছরে এগুলো আমাদের উপহার দিয়ে বেগে গেছে।
22/06/2025

আমাদের এই সৈরাচারী খুনি😡"হাসিনা"😡
দেশ ডিজিটাল হয়েছে বলে গত ১৭ বছরে
এগুলো আমাদের উপহার দিয়ে বেগে গেছে।

ইরানকে আরব আমিরাতের মাধ্যমে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে ই/জ*রা-ইল, প্রত্যাখ্যান করেছে ইরান। ই*স*রায়েল সংযুক্ত আরব...
14/06/2025

ইরানকে আরব আমিরাতের মাধ্যমে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে ই/জ*রা-ইল, প্রত্যাখ্যান করেছে ইরান।

ই*স*রায়েল সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সঙ্গে একটি বার্তা বিনিময় করেছে, যেখানে তারা তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে এবং ইরানকে তার ভূখণ্ডে পারমাণবিক সমৃদ্ধকরণ (zero enrichment) সম্পূর্ণভাবে পরিত্যাগ করে একটি চুক্তি গ্রহণ করার প্রস্তাব দিয়েছে।

কিন্তু ইরা'ন জানিয়ে দিয়েছে এই পর্যায়ে ই*জ*রাই*লের সাথে তারা প্রত্যক্ষ বা পরোক্ষ কোন প্রকার বার্তাবিনিময়ে যাবেনা।

সূত্র : Middle East Spectator

হিনা খান😢😢এক ব্রে-স্ট  ক্যা-ন্সা-র লড়াকু মেয়ে...ব্রেস্ট ক্যা-ন্সা-রে-র থার্ড স্টেজে আছেন, তাঁর চোখের পাপড়ি অব্দি পড়ে গিয়...
14/06/2025

হিনা খান😢😢এক ব্রে-স্ট ক্যা-ন্সা-র লড়াকু মেয়ে...

ব্রেস্ট ক্যা-ন্সা-রে-র থার্ড স্টেজে আছেন, তাঁর চোখের পাপড়ি অব্দি পড়ে গিয়েছিলো, মাথার চুল ফেলে দিতে হ'য়েছিলো ক্যা-মো থে-রাপির জন্য

রিসেন্ট বিয়ে করেছেন নিজের ভালোবাসার মানুষকে,সবচেয়ে অবাক করা বিষয় হলো ক্যা-ন্সা-রের থার্ড স্টেজে থাকা মেয়েটাকেও কেউ ভালোবাসে,সুস্থ অবস্থায় যে ভালোবাসা শুরু হ'য়েছিলো সে ভালোবাসা অসুস্থ অবস্থায়ও রয়ে গেছে,তাঁর শা-রীরিক পরিবর্তন হ'য়েছে,তবে মানসিকভাবে পরিবর্তন হতে দেননি তাঁর প্রেমিক! এমন পুরুষ মানুষ পাওয়াটাও তো ভাগ্যেরই ব্যাপার...

আমি এমন অনেক পুরুষ মানুষ দেখেছি যারা প্রেমিকা অসুস্থ দেখে সম্পর্ক শেষ করে দেয়,এমনও পুরুষ মানুষ দেখেছি অসুস্থ দেখে স্ত্রীকে ডি-ভো-র্স দিয়ে দেয়,আবার এমনও পুরুষ দেখেছি "কোনোদিন সন্তান হবে না জেনেও ভালোবেসে থেকে যায় আজীবন"....

শ-রী-র শুধুমাত্র একটা মোহ,কিছু সময়ের আকাঙ্খা,কিছু সময়ের শান্তি কিন্তু,শরীরের বাহিরেও মনটাকে,মানুষটাকে,মানুষের মন মানসিকতাটাকে ভালোবাসতে পারে যে পুরুষ সে-ই দিনশেষে মাথা উঁচু করে দাঁড়াবার যোগ্য...

হিনা খান আদৌও বাঁ-চ-বে কীনা জানা নেই,সব জানেন আল্লাহ তায়লা তবে আমি চাই এই ভালোবাসা হে-রে না যাক,জিতুক,সে একা লড়াই করছে না,করছে তাঁর প্রিয় মানুষও,এই দু'জনের ভালোবাসা হেরে না যাক..

শেষমেশ একটাই কথা যারা অসুস্থ প্রেমিকা কিংবা স্ত্রীকে ছেড়ে দেয় তাঁদের জন্য শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের এই লাইনগুলো " কপালের যেখানটায় বসন্তের দাগ ছিলো,সবাই চোখ ফিরিয়ে নিত ঘে-ন্না-য় সেখানটায় চুমু খেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি"...

দু'জনের আলাদা ধর্মের বিয়ে নিয়ে আমার কোনো মন্তব্য নেই,সেটা তাঁদের চয়েস,এখানে আমার বলার কিছু থাকে না আমি শুধু চাই এ ভালোবাসা টিকে থাকুক,হেরে না যাক দুটি মানুষের লড়াই 🙂

কিয়ার স্টারমার কোনভাবেই প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে ধরা দিবে না৷ পাচার হওয়া অর্থ ফেরত দিলে তো যুক্তরাজ্যেরই লস৷ পাচ...
12/06/2025

কিয়ার স্টারমার কোনভাবেই প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে ধরা দিবে না৷ পাচার হওয়া অর্থ ফেরত দিলে তো যুক্তরাজ্যেরই লস৷ পাচার হওয়া অর্থ ফেরত দিলে রাজনীতিবি ও ব্যবসায়ীরা কখনো যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় নিবে না৷

তাছাড়া স্টারমার হলো টিউলিপ সিদ্দিকীর কাছের মানুষ৷ ইউনূস সরকারই স্টারমারকে বাশ দিয়েছে৷ টিউলিপের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তোলে স্টারমারকে বিরোধীদলের কাছে বেইজ্জতি করেছে৷ এই বেইজ্জতি কি স্টারমার সহজে ভুলতে পারবে?

সুতরাং স্টারমার প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে কৌশলে পালিয়েছে বলা যায়৷

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে...
12/06/2025

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে। হালকা ঘরের পোশাকে আয়নার সামনে বসে চুল আচড়াচ্ছিল।

হঠাৎ করে তার ভাই মাহিম রুমে ঢুকে পড়ে। মিম, আমার চার্জারটা দেখেছিস? বলতে বলতে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়।

মিম চ 'ম 'কে উঠে। তড়িঘড়ি করে পাশের চাদরটা টেনে গায়ে দেয়। মাহিম থেমে যায়। চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অ 'স্থি 'র 'তা সৃষ্টি হয়।

রুম থেকে বের হয়ে মাহিম নিজেকে দো 'ষী ভাবতে থাকে। আমি তো ওর ভাই! তাহলে আমার ভেতরে এমন অ 'নু 'ভূ 'তি কেন আসছে?

সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। মনে মনে বলে, আমার দৃষ্টিই যদি এমন হয়, তাহলে বাইরের মানুষদের চোখ কী হবে?

সে বুঝতে পারে, এই অনু 'ভূ 'তি 'র জ 'ন্ম পরিস্থিতি থেকে, যেটা সে নিজেও চায়নি। পা 'প শুধু চোখের না, পরিস্থিতিরও।

সেই সন্ধ্যায় মাহিম তার বোন মিমকে ডেকে খুব আদর করে বলে, তুই তো আমার ছোট বোন। কিন্তু আজ একটা কথা বলতেই হবে... নিজের ঘর, নিজের ভাই, সব ঠিকআছে। কিন্তু প 'র্দা শুধু বাইরের লোকদের জন্য নয়। ইসলামে পরিবারের সামনেও প 'র্দা 'র গুরুত্ব রয়েছে।

মিম মাথা নিচু করে চুপ থাকে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলে- ভাইয়া, আমি বুঝতে পারিনি। আজ থেকে আমি নিজের সম্মান আগলে রাখব।

সত্যি বলতে, চোখের প 'র্দা না থাকলে র /ক্তে /র সম্পর্কও ন 'ড় 'ব 'ড়ে হয়ে যেতে পারে। নারীর প 'র্দা শুধু শ 'রী 'র ঢাকার জন্য নয়, সম্মান, সম্পর্ক আর চিন্তার বি 'শু 'দ্ধ 'তার জন্যও জরুরি। এবং পুরুষের চোখেও প 'র্দা জরুরি। কারণ নীতি হা 'রা 'লে, সম্পর্ক টেকে না।

Address

Maulvi Bazar

Telephone

+8801714868020

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালো লাগার কিছু মুহূর্ত গুলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালো লাগার কিছু মুহূর্ত গুলো:

Share