ভালো লাগার কিছু মুহূর্ত গুলো

  • Home
  • ভালো লাগার কিছু মুহূর্ত গুলো

ভালো লাগার কিছু মুহূর্ত গুলো অনেক ভালো লাগার জিনিস দেখবেন এবং পাবেন

16/10/2025

এখন আর আগের মত অটোপাশ দেওয়া শিক্ষা ধংস করা 👺হাসিনা👹নাই।

এইবার যারা পরিশ্রম করে এইচএসসি পাশ করেছে তাদের সবাইকে
❤️অভিনন্দন ❤️

বাংলাদেশ বিমান কি কখনো ঠিক হবে নাহ ? বিমানের গাফিলতি-তিন দিন পরে আজকে বিমান এসেছে -দুবাই এয়ারপোর্টে প্রবাসীদের কি অবস্থা...
20/09/2025

বাংলাদেশ বিমান কি কখনো ঠিক হবে নাহ ?

বিমানের গাফিলতি-তিন দিন পরে আজকে বিমান এসেছে -দুবাই এয়ারপোর্টে প্রবাসীদের কি অবস্থা ছিল এই তিন দিন?
ইনশাআল্লাহ প্রবাসীদের এই দিন সারাজীবন এইভাবেই থাকবেনা!
শুধু ড: আসিফ নজরুল সাহেবের কাছে প্রশ্ন :
এটাই কি আপনার ভিআইপি সেবা?

বাবা-মা নেই কিন্তু বাচ্চাদের সিসি-টিভিতে খেয়াল রাখছেন আরেক ফ্ল্যাটের আরেক জন মা ! আমাদের বাড়িতে নিচ তলায় একজন ভাড়াটিয়া আ...
02/08/2025

বাবা-মা নেই কিন্তু বাচ্চাদের সিসি-টিভিতে খেয়াল রাখছেন আরেক ফ্ল্যাটের আরেক জন মা !

আমাদের বাড়িতে নিচ তলায় একজন ভাড়াটিয়া আছে যারা নাকি হাসবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। তাদের দুজন বাচ্চা একজন ছেলে আরেকজন মেয়ে। ওরা দুই ভাই বোন বাসায় একা থাকে সারাদিন।আমি প্রতিদিন ক্যামেরায় ওদের দেখি মূলত ওদের আমি ফলো করি। গেইট দিয়ে আবার বের হয়ে যায় নাকি। ওরা সারাদিন আমাদের বাসার এই গ্যারেজেই বেশিরভাগ সময় থাকে। দুই ভাইবোন খেলে আবার গেইট ধরে অপেক্ষায় দাড়িয়ে থাকে ,আবার সিড়িতে বসে থাকে আবার রুমে যায় আবার আসে। এমন করে ওদের সারাটা দিন কাটে। আমি সারাদিন কাজ করি আর একটু পর পর ওদের দেখি মনিটরে। আমার খুব খারাপ লাগে ওদের জন্য সারাটাদিন কিভাবে একা পাড় করে দুটো বাচ্চা। বোনটা ছোট মাঝে মধ্যে কান্না করে তখন আবার ভাইটা কোলে নেয় বোনকে। হয়তো এই শহরে টিকে থাকার জন্য বাবা মায়ের দুজনের কাজ করতে হয়। এই শহরে আসলে টিকে থাকাও একটা লড়াই।এই জন্য চাইলেও হয়তো মা টা বাসায় বাচ্চা নিয়ে থাকতে পারছে না।

ঠিক এই কারনের জন্য নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আমি ফুল টাইম মাদার হওয়ার ডিসিশন নিয়েছিলাম। পড়াশোনা শেষ করে যখন দেখলাম আমার সাথের প্রায় সব বান্ধবীরা চাকরি ক্যারিয়ার নিয়ে ভাবছে।ঠিক তখন আমি হয়ে গেলাম একজন ফুল টাইম মাদার। আমার মনে হয়েছিল ক্যারিয়ারের চাইতে আমার জীবনে এখন আমার বাচ্চা বেশি জরুরি।সবাই আমাকে বলেছে এত পড়াশোনা করলা এখন কিছু একটা করো। হাসবেন্ড এর থেকে টাকা চেয়ে নিয়ে শখ পুরন করার চাইতে নিজে কিছু করা ভালো না। আমি সবাইকে একটাই উত্তর দিয়েছি না আমি মা হতে চাই আমার ক্যারিয়ার লাগবে না। এই যে আমার বাচ্চার ছোটবেলার সময়টা আর জীবনে ফিরে আসবে না। বড় হলে ওর আলাদা জগৎ হবে তখন ওর এতটা মায়ের দরকার হবে না। কিন্তু এখন ও এক সেকেন্ড মা ছাড়া থাকতে পারবে না। কয়েক মাস আগেও আমার শ্বশুর বেশ অপমান জনক ভাবে আমাকে বলেছিল পড়াশোনা করে জীবনে কি করছো কয়েক টাকাতো ইনকাম করতে পারো নাই। আমি চুপ হয়ে কোনো উত্তর দেইনি কারন সে আমার স্বামীর বাবা আর আমার শিক্ষায় তাকে উওর দেয়া চলে না। হয়তো অন্য মানুষ হলে আমি দারুন একটি উত্তর দিয়ে দিতাম। যাইহোক এমন আরও হাজার হাজার বার আমি শুনেছি একটা জব করতে পারলাম না কি করলাম জীবনে আমি। আমি যা করেছি তা শুধু আমি জানি। আমি না খেয়ে বাচ্চা সামলেছি ,রাতে না ঘুমিয়ে বাচ্চা পেলেছি ,কুলে নিয়ে রান্না করেছি ,খেতে বসে বার বার উঠেছি পটি ক্লিন করার জন্য ,দু হাত পেতে বমি ধরেছি বাচ্চার। এই যে ছোট ছোট হাত দুটো আমায় এসে জড়িয়ে ধরে সারাদিন আমার সাথে লেপটে থাকে এটাই আমার জীবনের প্রাপ্তি। আমি যদি অফিস করতাম এই বাচ্চাটাই অসহায়ের মত তাকিয়ে থাকতো কখন আমি আসবো ,সঠিক টাইম গোসল করতো না ,হয়তো ময়লা জামা পড়তো বিনিময়ে আমি মাস শেষে কিছু টাকা পেতাম এইতো! যে সব মায়েরা বাচ্চা রেখে জব করে তাদের আমি অনেক সম্মান করি ,নিজের বাচ্চা বুক থেকে রেখে যেয়ে জব করা মুখের কথা না। হ্যাঁ আমার বাচ্চা একদিন বড় হবে আলাদা জগৎ ,বিয়ে করবে সংসার করবে হয়তো এই গুলো মনেও থাকবে না ওর কিন্তু আমি যে ওকে আমার জীবনের পুরোটা সময় দিয়ে বড় করে তুলেছি এটাই আমার জীবনের এচিভমেন্ট।তার জন্য হয়তো দিন শেষে ইনকাম করিনা স্বামীর থেকে চেয়ে নিতে হয়। আমি এটা স্বেচ্ছায় বেছে নিয়েছি। কারন আমি মা হতে চেয়েছিলাম ক্যারিয়ার চাইনি 🙂

ইসলামি দলের ব্যানারের বিসমিল্লাহ বানানটাই ভুল।দেখেন - দায় টা কোনোভাবে তারেক রহমানের উপর দেওয়া যায় কি না।বানানটা হবে :- ব...
19/07/2025

ইসলামি দলের ব্যানারের বিসমিল্লাহ বানানটাই ভুল।
দেখেন - দায় টা কোনোভাবে তারেক রহমানের উপর দেওয়া যায় কি না।
বানানটা হবে :- বিসমিল্লাহির রাহমানির রাহিম

সিলেট-মৌলভীবাজারে-হবিগন্জে হারিয়ে যাওয়া ধূসর হায়েনানিঃশব্দে বিলুপ্ত এক রাতের শিকারিবাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার একসময় ছ...
15/07/2025

সিলেট-মৌলভীবাজারে-হবিগন্জে হারিয়ে যাওয়া ধূসর হায়েনা

নিঃশব্দে বিলুপ্ত এক রাতের শিকারি

বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার একসময় ছিল বন্যপ্রাণে সমৃদ্ধ এলাকা। এই অঞ্চলের পাহাড়ি বন, খাসিয়া-জৈন্তিয়া অঞ্চল ও চা-বাগানসংলগ্ন অরণ্যে দেখা যেত এক রহস্যময় নিশাচর প্রাণী—ধূসর হায়েনা (Striped Hyena)। এর গা ছমছমে ডাক আর ডোরা-দাগওয়ালা চেহারা একসময় গ্রামের মানুষের কল্পনায় রাক্ষস হয়ে উঠেছিল। তবে বাস্তবে এটি ছিল লাজুক প্রকৃতির এবং মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখত।

অনেক প্রবীণ লোক এখনো মনে করতে পারেন—রাতে দূর পাহাড় থেকে ভেসে আসা তার ডাক। কিন্তু আধুনিকায়নের ঢেউ, বনভূমি উজাড়, চাষাবাদের বিস্তার ও জনবসতির কারণে ধীরে ধীরে হারিয়ে যায় এই হায়েনা।
এর সাথে যুক্ত হয় কুসংস্কার ও ভুল ধারণা—কেউ ভাবত এটি মানুষ বা গৃহপালিত পশুর ক্ষতি করে, আবার অনেকে বিশ্বাস করত এর দেহ দিয়ে ওষুধ তৈরি যায়। ফলে প্রাণীটি হয়ে ওঠে অযথা শিকারের লক্ষ্য।

আজ ধূসর হায়েনাকে বাংলাদেশে "স্থানীয়ভাবে বিলুপ্ত" (Locally Extinct) ঘোষণা করা হয়েছে। এর মানে, প্রকৃতিতে এর ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই হারিয়ে যাওয়া শুধুই একটি প্রাণীর অনুপস্থিতি নয়, বরং আমাদের প্রাকৃতিক ভারসাম্যের এক নিঃশব্দ পতন।

এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—জীববৈচিত্র্য রক্ষা শুধু গাছ লাগানো নয়, বরং প্রাণীদের জন্য জায়গা রেখে প্রকৃতিকে সহনশীল করে গড়ে তোলার দায়িত্বও আমাদের।

ছবির অর্থ যে লিখতে পারবে সে বুদ্ধিমান ---
09/07/2025

ছবির অর্থ যে লিখতে পারবে সে বুদ্ধিমান ---

মসজিদ কমিটির সভাপতি রাতের বেলা ইমাম সাহেবকে  বললেন যে, কাল ফজরের নামাজের পর একটু দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো একটি চাক...
01/07/2025

মসজিদ কমিটির সভাপতি রাতের বেলা ইমাম সাহেবকে বললেন যে, কাল ফজরের নামাজের পর একটু দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো একটি চাকরি পায়। ইমাম সাহেব বল্লেন, ঠিক আছে।
নামাজের পর হুজুর দোয়া করলেন।
"হে আল্লাহ! আমার মসজিদের সভাপতির ছেলে যেন একটি ভালো চাকরি পায়। আর বেতন যেন আমার মতোই মানসম্মত হয়।"

মসজিদের সভাপতি এই দোয়া শুনে রেগে গেলেন এবং হুজুরকে বললেন, হুজুর, আপনি এটা কেমন দোয়া করলেন? এত কম বেতনে আমার ছেলের পক্ষে সংসার চালানো কি সম্ভব?

তখন ইমাম সাহেব বল্লেন, আমিও এই সমাজের একজন মানুষ। তাহলে আমার সংসার চালানো কতো কষ্টকর হচ্ছে, এ কথা আপনারা কেন বুঝতে পারছেন না ?

এই ছেলেটিকে পাওয়া গিয়েছে কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী ট্রেনে, বয়স আনুমানিক ৯ বছর হতে পারে। ছেলেটির নাম : রিয়াদ- পিতা: ই...
28/06/2025

এই ছেলেটিকে পাওয়া গিয়েছে কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী ট্রেনে, বয়স আনুমানিক ৯ বছর হতে পারে। ছেলেটির নাম : রিয়াদ- পিতা: ইব্রাহিম - মাতা: নুর নাহার সিলেট হবিগঞ্জ শ্রীমঙ্গল - বাগান বাড়ি।
শুধু এতটুকু বলতে পারে। ছেলেটি বর্তমানে পূর্ব বড় ভেওলা সিকদার পাড়ায় আছে।
পোস্ট টি শেয়ার করার জন্য অনুরুধ করছি।
যোগাযোগ করুন : ০১৭৯১৪৪৪১৩১

মৌলভীবাজারের এডভোকেট উমায়রা ইসলাম ফেইসবুক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত ইসলামকে কটাক্ষ করে যাচ্ছেন। আজ একটা পোস্টের মাধ্যমে ...
28/06/2025

মৌলভীবাজারের এডভোকেট উমায়রা ইসলাম ফেইসবুক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত ইসলামকে কটাক্ষ করে যাচ্ছেন।
আজ একটা পোস্টের মাধ্যমে সরাসরি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রাঃ) কে নারী বিদ্বেষী বলে অখ্যাহিত করছেন।

Address


3200

Telephone

+8801714868020

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালো লাগার কিছু মুহূর্ত গুলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালো লাগার কিছু মুহূর্ত গুলো:

  • Want your business to be the top-listed Media Company?

Share