12/07/2025
মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে ইমাম সাহেব পিয়ন বলে অপমান কারণে এই কাজ করেছেন। আশই
ইমাম সাহেব বলেছেন— নবিজি হলেন পিয়ন। পিয়নের কাছে দরখাস্ত করলে দুআ কবুল হয় না। তাই নবিজির কাছে দুআ করা যাবে না৷ ইমাম সাহেব মিলাদকেও অবজ্ঞা করেন৷ তাই নবি প্রেমিক মুহাম্মদ বিলাল হোসেন শাতিমকে শাস্তি দিয়েছেন।
ভালো বিষয় কি জানেন? আমার দেখা অন্যতম সাহসী পুরুষ বিলাল হোসেন৷ যিনি দয়াল নবির উপর অপমান সহ্য করতে পারেননি। তিনি তাঁর আইনি ভুল স্বীকারও করেছেন৷ একদম সরল উক্তিতে। শাস্তি মাথা পেতে রাজি। আল্লাহু আকবার।
বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে। কিন্তু আল্লাহর আইনে মাকবুল হয়ে গেছেন। দয়াল নবির সাথে আল্লাহ তাকে জান্নাতে কবুল করুন। আশেকে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জয় হোক।