Top99 Human happiness is the analysis of sorrow

22/07/2025

ভালোবাসা ভুল ছিলো হয়তো,
তবুও তাতে ছিলো কিছু সত্য।
ভুলের মাঝে শিখেছি বাঁচতে,
কষ্ট পেয়ে শিখেছি হাসতে।
ভালোবাসা যদি ভুলও হয়,
তবুও সে মনের একান্ত কেউ রয়।

20/07/2025

চাচা আজকে বাজারে গেছেন।

18/07/2025

গোপালগন্জে খেলা শুরু

15/07/2025

🖋 নেতা ভাব ও বাস্তবতা
আজকাল অনেকেই মনে মনে বড়ো নেতা হয়ে গেছেন।
নিজেকে সমাজের অভিভাবক ভাবে, অথচ সমাজের প্রকৃত চাহিদা কি — তা জানার সময় নেই।
আপনার কাছেই যখন দরকার, তখনই বুঝবেন —
তিনি তো মস্ত বড়ো নেতা!
তার হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন এমন যেন আপনার মতো সাধারণ মানুষের সাথে কথা বলাটাও তার সম্মানে বাধে।

কিন্তু একজন প্রকৃত নেতা কখনো অহংকারে ভরা থাকেন না।
তাকে চিনে নিতে কষ্ট হয় না —
তার ব্যবহারে থাকবে নম্রতা, চোখে থাকবে করুণা,
আর প্রতিটি আচরণে থাকবে দায়িত্ববোধ।

নেতা হওয়া বড় কথা না,
মানুষের পাশে থাকা, মানুষের হয়ে ভাবা —
সেটাই প্রকৃত নেতৃত্ব।

Address

Maulvi Bazar

Telephone

+8801303282065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Top99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share