Niko Mukhim

Niko Mukhim Hey, It's Me! nature with humanity. Believe in God and love my family

21/10/2025

আসন্ন শীত উপলক্ষে আমাদের মামুনির আগাম প্রস্তুতি 😜😜।। এক ফাইলে ৫ মাসের জন্য রিলাক্স 😊

19/10/2025

ছোট আম্মুর সাথে আমাদের খুনসুটি 😆😊

ভাই আমি কন্টেন্ট এখন আপলোড করি নাহ। আমার মনিটাইজেশন দুই প্লার্টফরম থেকে ও আসে। ফেইসবুক হোক আর ইউটিউব হোক। কিন্তু এসব প্ল...
17/10/2025

ভাই আমি কন্টেন্ট এখন আপলোড করি নাহ। আমার মনিটাইজেশন দুই প্লার্টফরম থেকে ও আসে। ফেইসবুক হোক আর ইউটিউব হোক। কিন্তু এসব প্লাটফর্ম আমি জাস্ট আমার স্কিল টা এপ্লাই করার জন্য কিছু দিন ব্যবহার করেছি। মানুষের মন জয় করতে পেরেছি। যদি ফুলটাইম করি অডিয়েন্স আমাকে বুকে নেওয়ার মত পর্যাপ্ত জায়গায় আছে।। খালি একবার চ্যালেঞ্জ করে বলেন🫵🫵🫵🫵। তোমার মত নন স্কিল না আমি। বিনা পয়সা বহুট জনকে লাখো পতি বানাইসি। mind it🫵🫵

>>>পারিবারিক শিক্ষা
15/10/2025

>>>পারিবারিক শিক্ষা

লোকটা মারা গেছে অক্টোবর মাসের ৪ তারিখে। আর আমার দেশের খাসিয়া পাব্লিকরা কবর দেওয়ার ৯দিন বাদে তারে নিয়ে লাড়ালাড়ি করে।😅 মান...
14/10/2025

লোকটা মারা গেছে অক্টোবর মাসের ৪ তারিখে। আর আমার দেশের খাসিয়া পাব্লিকরা কবর দেওয়ার ৯দিন বাদে তারে নিয়ে লাড়ালাড়ি করে।😅 মানে ভদ্রলোকের লাশ নিয়ে ৯ দিন পর শেয়ারিং টেয়ারিং করে সোশ্যাল রেস্পন্সিবিলিটি দেখায়😜😆😆। মানে ১০, ১১, ১২, ১৩ তারিখ অব্দিই এখানকার মানুষ ঘুম থেকে হজাক।
ভাই শেয়ার করার আগে atleast ভালোভাবে আগে চেক করে নিয়েন, কবে, কখন, কোথায়🫵।। শুভ রাত্রি।।।

Happy birthday to you আম্মু🎂🎂💐💐...প্রার্থনা করি যেন বড় হয়ে সফল একজন বাবার সন্তান হতে পারো।
08/10/2025

Happy birthday to you আম্মু🎂🎂💐💐...প্রার্থনা করি যেন বড় হয়ে সফল একজন বাবার সন্তান হতে পারো।

আমার স্টার সবার জন্য বরাদ্দ রেখেছি।। শুধু আমার পাশে থাকেন। 𝗚𝗹𝗮𝗺𝗶𝘇 𝗠𝗮𝗿𝘁 আমার এই পেইজে যুক্ত থেকে আপনার মুল্যবান মন্তব্য ল...
03/10/2025

আমার স্টার সবার জন্য বরাদ্দ রেখেছি।। শুধু আমার পাশে থাকেন। 𝗚𝗹𝗮𝗺𝗶𝘇 𝗠𝗮𝗿𝘁 আমার এই পেইজে যুক্ত থেকে আপনার মুল্যবান মন্তব্য লিখে দিন। আর বুঝে নিন দামি দামি স্টার কথা দিলাম পেয়ে যাবেন।

🌿 শুভ জন্মদিন আমার ছোট ভাই 🌿শৈশবের সেই নির্ভেজাল দিনগুলো মনে পড়লেই তোর মুখটাই ভেসে ওঠেএকসাথে খেলা, ঝগড়া, আবার পরক্ষণেই ম...
03/10/2025

🌿 শুভ জন্মদিন আমার ছোট ভাই 🌿

শৈশবের সেই নির্ভেজাল দিনগুলো মনে পড়লেই তোর মুখটাই ভেসে ওঠে
একসাথে খেলা, ঝগড়া, আবার পরক্ষণেই মিটে যাওয়া,
একসাথে বড় হওয়া, একসাথে হাসা-কাঁদা...
তুই শুধু আমার ছোট ভাই না, তুই আমার জীবনের এক টুকরো স্মৃতি, একরাশ হাসি, একখণ্ড নির্ভরতা ❤️

আজ তোর জন্মদিনে আমার একটাই চাওয়া তোর মুখের হাসিটা যেন কখনো না মুছে যায়, তোর পথ চলা হোক আলোর, তোর স্বপ্নগুলো একে একে পূরণ হোক।

তুই সবসময় এমনই থাক হাসিখুশি, আর ভালোবাসায় ভরা। পরিবারের হাল টা তো কাধে বয়ে আছে, একটু যত্ন করে পরিবারটাকে গুছিয়ে রাখিস এই টুকুই অনুরোধ তোর প্রতি।
শুভ জন্মদিন ভাই, ভালোবাসা তোকে অগাধ 💫🎂🎈

খাগড়াছড়ি গুইমারা এলাকা এক অষ্টম শ্রেণী কিশোরীকে গণধর্ষণ , ময়মনসিংহ হালুয়াঘাট পুজা মন্ডব থেকে ফিরে আসার সময় গণধর্ষণ শিকার...
01/10/2025

খাগড়াছড়ি গুইমারা এলাকা এক অষ্টম শ্রেণী কিশোরীকে গণধর্ষণ , ময়মনসিংহ হালুয়াঘাট পুজা মন্ডব থেকে ফিরে আসার সময় গণধর্ষণ শিকার এক গারো আদিবাসী কিশোরী ও সিলেট বিভাগে কুলাউড়া উপজেলা মুরইছড়া পুঞ্জিতে ৩০০০হাজার পানের গাছ কেটে দিয়ে এই রাষ্ট্র বাংলাদেশে বসবাসকারী সকল আদিবাসীদের জন্য কি বার্তা দিচ্ছে? আমাদের কি বিতাড়িত করা হবে? আমাদেরকে কি প্রশাসনিক সকল অধিকার থেকে বঞ্চিত করা হবে? এই দেশের সরকারের মুল মিশন কি তাহলে এই দেশে থাকা সকল আদিবাসীদেরকে দেশ থেকে ত্যাগ করতে হবে? এই যে ঘটনা গুলো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত সরকার কাছে বিচার চাওয়া, ও প্রশাসন কাছ থেকে ফেয়ার একটা বিচার চাওয়া আমার জন্য কি অধিকার আছে আপনি বলে মনে করেন?
তারপরও আমি আমার তরফ থেকে আইনের কাছে আকুল আবেদন করি এসব যেন সুষ্ঠু বিচার করে অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনা হয়। তীব্র নিন্দা জানাই সেই সব নর পশু নামক জন্ম নেওয়া নরপিশাচ অমানুষ যারা এসব ঘটনার সাথে জড়িত।

আজকে কাচা বাঁশ, লম্বা বাঁশ,  চিকন বাঁশ, আর মোটা বাঁশের দিবস😂। মানে, আজকের দিনটা বাঁশেরও নিজের একটা অফিশিয়াল ডে আছে।  কিন...
18/09/2025

আজকে কাচা বাঁশ, লম্বা বাঁশ, চিকন বাঁশ, আর মোটা বাঁশের দিবস😂। মানে, আজকের দিনটা বাঁশেরও নিজের একটা অফিশিয়াল ডে আছে। কিন্তু দুঃখের বিষয়… আমাদের জীবনে বাঁশ এসেছে এতবার, তাও কোনো দিবস ছাড়াই! 🤦‍♂️ জীবনে অংশ হিসেবে কোথাও না কোথাও ছোটমটো যে কাউকে মন ভরে বাঁশ দিয়েছেন। আরো দিতে চাইলে আরো দিয়েন । কারন বাঁশ খাইতে মন্দ কিছু না। বিশেষ করে কাছের বন্ধু গুলারে দিতে পারলে মনে হয় এই জীবনডা স্বার্থক। জনগন্স, বাঁশকে শুধু খারাপ চোখে দেখো না—
👉 বাঁশ দিয়েই তো আমাদের বাসার চেয়ার-টেবিল, বাঁশির সুর, এমনকি ঘর-দুয়ার টিকে আছে।
👉 তবে হ্যাঁ, বাঁশ যে কাকে কখন স্পেশাল সারপ্রাইজ গিফট দেয়, সেটা ভাগ্যের ব্যাপার। 😅

তো, আজকের শিক্ষা:
বাঁশ দিবসে বাঁশকে গালি দিও না, বরং সালাম দাও—কারণ ও ছাড়া জীবন অচল।
শুধু চাই, বাঁশ যেন গৃহস্থালির কাজে থাকে… জীবনে না!

🌸 Praise The Lord 🌸আজকের এই বিশেষ দিনে সবার আগে আমি মহান ঈশ্বরের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সুন্দর পৃথিবীতে আ...
15/09/2025

🌸 Praise The Lord 🌸

আজকের এই বিশেষ দিনে সবার আগে আমি মহান ঈশ্বরের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সুন্দর পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন। এরপর আমার শ্রদ্ধেয় মা-বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসা, দোয়া ও ত্যাগের কারণে আমি আজকের আমি হয়ে উঠেছি।

আমার জন্মদিনে যারা আমাকে সময় দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, ফোনে, মেসেজে কিংবা ফেসবুকের মাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন—আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আপনাদের প্রতিটি শুভকামনা আমার জন্য অমূল্য উপহার।

আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার এগিয়ে চলার প্রেরণা। আমি প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে সুস্বাস্থ্য, সুখ ও সফলতা কামনা করি। 🤲✨

ভালোবাসা রইল সবার জন্য ❤️

Good Morning 🌹🌹 Have a blessed Sunday to all. এই ধরনের ছবি প্রম্পট যারা চেয়েছেন তাদের জন্য আমি কমেন্ট বক্স দিয়ে দিলাম।
14/09/2025

Good Morning 🌹🌹 Have a blessed Sunday to all.
এই ধরনের ছবি প্রম্পট যারা চেয়েছেন তাদের জন্য আমি কমেন্ট বক্স দিয়ে দিলাম।

Address

Sylhet
Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Niko Mukhim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share