
07/06/2025
এরকম দাম্পত্য জীবন এ যুগে বিরল💔 বিয়ে হওয়ার ৪০ বছর পার হয়ে গেছে, আমার মনে পড়ে না আমি ঠিক কবে একা রান্না বা ঘরের কাজ করেছি। এমনওও হয়েছে, আমার ঘুম থেকে উঠতে দেরী হয়েছে আর মানুষটা সবকাজ শেষ করে নাস্তাওও রেডি তারপর আমাকে ডেকে তুলেছেন। আমি কি মানুষটার কাপড় ধুয়ে দিব, উল্টো তিনি সুযোগ পেলে আমার কাপড় ধুয়ে দেন।" আমিও খুব উপভোগ করি মানুষটার যত্ন করে চু/লে তেল দিয়ে বিনুনি করে দেয়াকে। এই দীর্ঘ বিবাহিত জীবনে গা/ লি দেয়া তো দূরের কথা কখনো চোখ রাঙিয়েছে কি না আমার মনে পড়ে না। বুড়ো হয়ে গেছি কিন্তু মানুষটা নাকি এখনো আমাকে ছাড়া একা থাকতে পারেন না।!"
" আল্লাহ " তাদের এই ভালোবাসাকে জান্নাত পযর্ন্ত পৌঁছে দিক আমিন 🥀।
゚viralシ ゚