M A Ali's

M A Ali's মিথ্যা এমন একটা কাজ যা সকল ভালো কাজকে নষ্ট করে দেয় ;

যারা প্রতিদিন ভোরের ঘুম ত্যাগ করে রাস্তায় নামে, দিনের প্রখর রোদে ঘেমে ভিজে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে,...
18/06/2025

যারা প্রতিদিন ভোরের ঘুম ত্যাগ করে রাস্তায় নামে, দিনের প্রখর রোদে ঘেমে ভিজে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে,
যাদের দুপুর কখনও বিকেলে আসে, আবার কখনো একেবারেই আসে না — তাদের কষ্ট কেউ দেখে না।
কখনো কথায় অপমান, কখনো সংখ্যার চাপে দম বন্ধ হয়ে আসে, তবুও মুখে কিছু না বলে কাজটা চালিয়ে যেতে হয়।

তাদের মুখে হাসি থাকলেও ভেতরে জমে থাকে হাজারটা না বলা কথা।
সপ্তাহ শেষে বিশ্রাম নয়, বরং মাথায় ঘোরে পরের সপ্তাহের চাপ কেমন হবে — এই চিন্তাই বাস্তবতা।
আর মাসের শেষে যে ক'টা টাকার আশায় এত কিছু সহ্য করা হয়,
সেই টাকাও কখনো আসে দেরিতে, কখনো কমে যায় কারণের বোঝা ছাড়াই।

দিনের পর দিন যারা এসব সহ্য করে, শুধুমাত্র পরিবারের মুখের হাসি ধরে রাখার জন্য —
তারা কোনো মঞ্চে পুরস্কার পায় না, কেউ তালি দেয় না, তবুও তারাই সত্যিকারের বীর।
সম্মান ও ভালোবাসা সেই সব নীরব যোদ্ধাদের জন্য — যারা মুখে কিছু না বলেও প্রতিদিন হেরে না গিয়ে বেঁচে থাকে,
এভাবেই নিঃশব্দে যুদ্ধ করে যায়। 🌿

মুসলিম উম্মাহর জাগরণ – মাজহাব নয়, ইসলাম হোক পরিচয়আজকের পৃথিবী কাঁপছে যুদ্ধ, অন্যায়, এবং দখলদারিত্বের তাণ্ডবে। ফিলিস্ত...
18/06/2025

মুসলিম উম্মাহর জাগরণ – মাজহাব নয়, ইসলাম হোক পরিচয়

আজকের পৃথিবী কাঁপছে যুদ্ধ, অন্যায়, এবং দখলদারিত্বের তাণ্ডবে। ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, কাশ্মীর, সিরিয়া—প্রতিটি স্থানে মুসলমানদের রক্ত ঝরছে। এ রকম পরিস্থিতিতে আশ্চর্যের বিষয় হলো, বহু মুসলিম দেশ চুপচাপ, অথচ একমাত্র কিছু দেশ সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম—ইরান।

✅ ইরান বারবার নিপীড়িত মুসলিম জাতির পক্ষে দাঁড়িয়েছে—চাই তা ফিলিস্তিন হোক, লেবাননের হিজবুল্লাহ হোক, কিংবা ইয়েমেন হোক। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে।

কিন্তু দুঃখজনকভাবে, আমাদের মুসলিম বিশ্ব—বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক জনগণ—শুধু মাযহাবের পার্থক্য দেখেই ইরানকে অবজ্ঞা করে। তারা ভাবে, “ইরান তো শিয়া, ওদের সাপোর্ট করা যাবে না।” অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে, মাজহাব দেখে নয়।

🔰 আল্লাহ বলেনঃ

> وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
“তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু (ইসলাম) দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরে বিভক্ত হয়ো না।”
(সূরা আলে ইমরান ৩:১০৩)

🔰 রাসূল (সা.) বলেছেনঃ

> "المُسْلِمُ أَخُو المُسْلِمِ"
“একজন মুসলমান অপর মুসলমানের ভাই।”
(সহিহ মুসলিম)

💬 তাহলে আজ কেন আমরা মুসলমানদের মাজহাব বিচার করে ভালো-মন্দ নির্ধারণ করি? আমরা তো কুরআনের লোক, আমরা তো রাসূল (সা.)-এর উম্মত! তাহলে কেন এই বিভাজন?

✊ সময় এসেছে ঐক্যের

ইরান হোক বা তুরস্ক, সুন্নি হোক বা শিয়া—যে মুসলিম অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্য মুসলিমদের পাশে দাঁড়ায়, সে আমাদের ভাই। আমাদের উচিত তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো।

❝ আজ যদি আমরা মাজহাব নিয়ে বিভক্ত থাকি, তাহলে কাল আমাদের কেউ রক্ষা করবে না। ❞

🌍 আসুন বিশ্বমুসলিম হিসেবে জেগে উঠি:

🔹 মাজহাবের পার্থক্য থাকুক জ্ঞানের জায়গায়, কিন্তু ঐক্য থাকুক হৃদয়ে।
🔹 ফিলিস্তিন, ইয়েমেন, কাশ্মীর, সিরিয়ার মুসলমানদের পাশে দাঁড়াতে হলে আগে নিজেদের ভেদাভেদ ভুলতে হবে।
🔹 অন্যায়ের বিরুদ্ধে যারা কণ্ঠ তোলে—তাদের সমর্থন করা ইসলামিক দায়িত্ব।

🤲 শেষ আহ্বান:আমরা যদি নিজেদের সুন্নি,শিয়া,কওমি,ওয়াহাবি বলে গর্ব করি কিন্তু মুসলিম পরিচয়কে উপেক্ষা করি—তবে আমরা সত্যিকারের ইসলাম ভুলে যাচ্ছি।

ইসলাম আগে, মাজহাব পরে।
উম্মাহ আগে, দল পরে।
ঐক্য আগে, ভেদাভেদ পরে।

31/01/2025

ঘরে নতুন বউ আসলে সবচেয়ে অখুশি হয় কে.!?

A small asteroid on a collision course with Earth safely disintegrated in the atmosphere above the Philippines in a dazz...
05/09/2024

A small asteroid on a collision course with Earth safely disintegrated in the atmosphere above the Philippines in a dazzling bright “fireball” flash, said the NASA space agency

পৃথিবীর সাথে সংঘর্ষের পথে একটি ছোট গ্রহাণু ফিলিপাইনের উপরে বায়ুমণ্ডলে একটি উজ্জ্বল উজ্জ্বল "ফায়ারবল" ফ্ল্যাশে নিরাপদে বিচ্ছিন্ন হয়ে গেছে, নাসা মহাকাশ সংস্থা বলেছে
https://aje.io/hdvp5f

©by Al Jazeera Channel - قناة الجزيرة

Address

Bilasher Par
Maulvi Bazar
3214

Website

Alerts

Be the first to know and let us send you an email when M A Ali's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share