18/06/2025
মুসলিম উম্মাহর জাগরণ – মাজহাব নয়, ইসলাম হোক পরিচয়
আজকের পৃথিবী কাঁপছে যুদ্ধ, অন্যায়, এবং দখলদারিত্বের তাণ্ডবে। ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, কাশ্মীর, সিরিয়া—প্রতিটি স্থানে মুসলমানদের রক্ত ঝরছে। এ রকম পরিস্থিতিতে আশ্চর্যের বিষয় হলো, বহু মুসলিম দেশ চুপচাপ, অথচ একমাত্র কিছু দেশ সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম—ইরান।
✅ ইরান বারবার নিপীড়িত মুসলিম জাতির পক্ষে দাঁড়িয়েছে—চাই তা ফিলিস্তিন হোক, লেবাননের হিজবুল্লাহ হোক, কিংবা ইয়েমেন হোক। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে।
কিন্তু দুঃখজনকভাবে, আমাদের মুসলিম বিশ্ব—বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক জনগণ—শুধু মাযহাবের পার্থক্য দেখেই ইরানকে অবজ্ঞা করে। তারা ভাবে, “ইরান তো শিয়া, ওদের সাপোর্ট করা যাবে না।” অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে, মাজহাব দেখে নয়।
🔰 আল্লাহ বলেনঃ
> وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
“তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু (ইসলাম) দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরে বিভক্ত হয়ো না।”
(সূরা আলে ইমরান ৩:১০৩)
🔰 রাসূল (সা.) বলেছেনঃ
> "المُسْلِمُ أَخُو المُسْلِمِ"
“একজন মুসলমান অপর মুসলমানের ভাই।”
(সহিহ মুসলিম)
💬 তাহলে আজ কেন আমরা মুসলমানদের মাজহাব বিচার করে ভালো-মন্দ নির্ধারণ করি? আমরা তো কুরআনের লোক, আমরা তো রাসূল (সা.)-এর উম্মত! তাহলে কেন এই বিভাজন?
✊ সময় এসেছে ঐক্যের
ইরান হোক বা তুরস্ক, সুন্নি হোক বা শিয়া—যে মুসলিম অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্য মুসলিমদের পাশে দাঁড়ায়, সে আমাদের ভাই। আমাদের উচিত তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো।
❝ আজ যদি আমরা মাজহাব নিয়ে বিভক্ত থাকি, তাহলে কাল আমাদের কেউ রক্ষা করবে না। ❞
🌍 আসুন বিশ্বমুসলিম হিসেবে জেগে উঠি:
🔹 মাজহাবের পার্থক্য থাকুক জ্ঞানের জায়গায়, কিন্তু ঐক্য থাকুক হৃদয়ে।
🔹 ফিলিস্তিন, ইয়েমেন, কাশ্মীর, সিরিয়ার মুসলমানদের পাশে দাঁড়াতে হলে আগে নিজেদের ভেদাভেদ ভুলতে হবে।
🔹 অন্যায়ের বিরুদ্ধে যারা কণ্ঠ তোলে—তাদের সমর্থন করা ইসলামিক দায়িত্ব।
🤲 শেষ আহ্বান:আমরা যদি নিজেদের সুন্নি,শিয়া,কওমি,ওয়াহাবি বলে গর্ব করি কিন্তু মুসলিম পরিচয়কে উপেক্ষা করি—তবে আমরা সত্যিকারের ইসলাম ভুলে যাচ্ছি।
ইসলাম আগে, মাজহাব পরে।
উম্মাহ আগে, দল পরে।
ঐক্য আগে, ভেদাভেদ পরে।