
16/12/2024
ফাহিম চৌধুরী 🇧🇩
Salute you brother.
বিজয় দিবস উদযাপনে আকাশে প্লেন চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন এক পাইলট!
ফাহিম চৌধুরী নামক এক বৈমানিক আমেরিকার আকাশে সেসনা ১৭২ নামক বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেনে। মোট ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে তিনি আকাশে বাংলাদেশের মানচিত্রের লাইন বরাবর বিমান চালিয়ে এই কাজটি করেছেন। তার এই গতিপথ ফ্লাইট রাডারে বাংলাদেশের মানচিত্র হিসেবে ধরা দিয়েছে। এই সময়ে তিনি মোট ২৯০ নটিক্যাল মাইল ( প্রায় ৫৩৭ কিলোমিটার) পথ অতিক্রম করেন!