
21/09/2025
السلام عليكم و رحمة الله و بركاته
আসছে নতুন কিছু..!
🎊🎊সম্পূর্ণ কুরআন অনুবাদ প্রতিযোগিতা 🎊🎊
আসন্ন রমাদানকে ঘিরে শুরু হলো নতুন আয়োজন আলহামদুলিল্লাহ। রমাদান কুরআন নাজিলের মাস, বেশি বেশি কুরআন তিলাওয়াতের মাস।
কিন্তু আমরা কি শুধু কুরআন তিলাওয়াত করেই ক্ষান্ত হবো? আল্লাহ সুবহানাহু তায়ালা এই কুরআনে কি বলেছেন তা জানার চেষ্টা করবো না? নয়তো রবের হুকুম কিভাবে পালন করবো? কিভাবে রবের সন্তুষ্টি অর্জন করবো?
তাহলে আসুন একটি উত্তম নিয়ত করি।
আসুন জেনে নেই এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য কি থাকছে (সর্বোত্তম প্রতিদান তো রবের নিকট সংরক্ষিত থাকবে, আমরা তাঁর নগণ্য বান্দা কেবল।)—
🎁 ১ম পুরস্কার:- ম্যারেজ বক্স (ফ্রেম, বই, আতর, তসবিহ, জায়নামাজ,খাতা, মিসওয়াক)
🎁 ২য় পুরস্কার:- রিয়াদ্বুস স্বলেহিন ১-৪ খন্ড
🎁 ৩য় পুরস্কার :- আর রাহিকুল মাখতুম
প্রতিযোগিতা শুরু:- ১৬ অক্টোবর ২০২৫
প্রতিযোগিতা শেষ:- ১৫ ফেব্রুয়ারি ২০২৫
📑রেজিস্ট্রেশন করার পূর্বের শর্ত :
১. ফেইসবুক ও টেলিগ্রাম আইডিতে লগো ব্যবহার করতে হবে। ফেইসবুকে লগো ব্যবহার করা বাধ্যতামূলক।
২. রেজিস্ট্রেশন পোস্টটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার দিবেন ইনশাআল্লাহ।
৩. ফেসবুক না থাকলে রেজিষ্ট্রেশন করবেন না দয়া করে।
৪. কোর্সটি সম্পর্কে ৫ জন বোনকে জানাতে হবে, ইনবক্সে শেয়ার করবেন ইনশাআল্লাহ। (স্ক্রিনশট ফেসবুক পেজের রেজিস্ট্রেশন পোস্টটির কমেন্টে জমা দিবেন ইনশাআল্লাহ)
৫. ফেইসবুক পোস্টের কমেন্টে ৫ জনকে মেনশন করবেন ইনশাআল্লাহ।
৬. আ'লা ত্বরিকুল ইসলাম ফেইসবুক পেইজে আপনার ফেইসবুক ফ্রেন্ড সিলেক্ট অল করে ইনভাইট দিয়ে কমেন্টে স্ক্রিনশট দিবেন।
[বি:দ্র: হ্যা উক্ত কাজ আমাদের পেইজের রিচ ফলোয়ার বাড়তেই করা হচ্ছে। আপনাদের ছোট এক সাহায্য হয়তো সাদাকায়ে জারিয়াহ হয়ে থাকবে আখিরাত পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের পেইজের উদ্দেশ্য সব আপনাদের অনবগত নয়।]
🧾কুরআন অনুবাদের নিয়মাবলী
🔹প্রতিদিন কুরআন টার্গেট দেওয়া হবে।
🔹হোমওয়ার্ক ১ঃ কোরআন টার্গেটের আয়াত থেকে জার্নালিংক করা এবং হোমওয়ার্ক করে তা নিজের টাইমলাইনে শেয়ার করা।
ব্যবহার করতে হবে।
🔹হোমওয়ার্ক ২ঃ আমরা অনুবাদ থেকে কিছু প্রশ্ন দিবো (প্রতিদিন পেইজে পোস্ট করা হবে প্রশ্নগুলো), এই প্রশ্নের উত্তর খাতায় লিখে ঐ পোস্টের কমেন্টে জমা দিতে হবে।
🔹হোমওয়ার্ক তদারকির জন্য প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে পোল দেওয়া হবে। সেখানে ভোটে অংশগ্রহণ করলে এটেনডেন্স আসবে।
রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট শেষে টেলিগ্রাম গ্রুপ এর লিংকে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ।
রেজিস্ট্রেশন ফর্ম : https://forms.gle/auLpN5Xz3yJkR8GCA
যেকোন সমস্যার সমাধানে পেজের ইনবক্সে নক দিবেন ইনশাআল্লাহ।
▪_মাদ্রাসার প্রয়োজনীয় লিংক_
টেলিগ্রাম লিংক :-https://t.me/+rJygCB0IHO01MmE1
ফেসবুক পেজ লিংক:-https://www.facebook.com/share/12J9knMEj3U/
ফেসবুক গ্রুপ লিংক:- https://www.facebook.com/groups/1133662794547823/?ref=share&mibextid=NSMWBT
আমাদের বিজনেস পেজ:- https://www.facebook.com/share/1BPnSNB2dp/