09/02/2025
বর্তমান সময়ে বহুল আলোচিত একটি শব্দ হচ্ছে ‘মব জাস্টিস’ (mob Justice)। মব (mob) অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। জাস্টিস (Justice) অর্থ বিচার বা ন্যায়বিচার। ‘মব জাস্টিস’ অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার।
আজ এই মব জাস্টিস এর নাম দিয়ে প্রায়ই মানুষ খুন করা হচ্ছে। যে কাউকে সন্দেহ করে কিংবা পূর্ব শত্রতার জেরে মব জাস্টিস এর নাম দিয়ে হত্যা করেছে। যা আসলেই আইনের অবনতি। এমনকি আইনের আওতায় থাকা ব্যক্তি যারা পুলিশের হেফাজতে আদালত প্রাঙ্গণে কিংবা রাস্তায় অতর্কিত হামলা করে মারধর করে হত্যা করেছে। এটা কখনো জাস্টিস হতে পারে না।
কারা করতেছে? উত্তর : রাজনৈতিক দলের লোক সরাসরি জড়িত আছে যা তদন্ত করে পাওয়া যায়। সত্য বলতে দেশের সিকিউরিটি সর্বনিম্ন পর্যায়ে। এটা কখনো স্বাধীন রাস্ট্রের কাজ হতে পারেনা।
প্রশ্ন যদি এই দেশ ২য় বার স্বাধীন হয় শিক্ষিত সমাজ দ্ধারা তাহলে এই পরিস্থিতি কেন? এখন তো দেশের হাল শিক্ষিত সমাজের হাতে। তারা তো আওয়ামী লীগের চেয়েও খারাপ কাজ করতেছে।
তাদের কাছে কি এই জিনিস আশা করা যায়? সবার স্বপ্ন ছিল দেশ এখন ইউরোপের মত হবে কিন্তু সত্যি বলতে আগের চেয়ে ও খারাপ অবস্থায় এখন। প্রকাশ্যে হত্যা গুম খুন তুলে নিয়ে রেপ ডাকাচাদাবাজী যা চরম পর্যায়ে।
দেশটাকে আর্মির হাতে তোলে দেয়া হলে হয়তো ভালো হত। এটলিস্ট আইন বিরোধী অবৈধ কাজ কমে যেত।