28/10/2025
জাদু বেশিরভাগ সময় মনের উপরে সর্বপ্রথম প্রভাব বিস্তার করে। আপনি যখন জাদু আক্রান্ত হবেন তখন আপনার মন সবসময় খারাপ থাকবে। দামি গাড়ি,বাড়ি
ভালো রেস্টুরেন্ট, সুন্দর মুহূর্ত, পারিবারিক অনুষ্ঠান।
সবকিছুই আপনার চারপাশে হচ্ছে, আনন্দিত হওয়ার মত অসংখ্য মুহূর্ত ও পরিবেশের মাঝে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু অজানা কারণে আপনার মনে কোন আনন্দ নেই।
কেমন যেন শূন্যতা অনুভব করছেন।
কি কারনে খারাপ লাগছে, খারাপ লাগার অনুভূতিটা কেমন, আপনার কতটা কষ্ট হচ্ছে সেটা আপনি কাউকেই বোঝাতে পারবেন না। প্রথম প্রথম কেউ গুরুত্ব দিলেও পরবর্তীতে সবাই আপনার উপরে বিরক্ত। কেউ কেউ মনে করবে আপনি নাটক করছেন।
ডাক্তারের কাছে যাবেন ❓
সবাই বলবে ডিপ্রেশন, হতাশা, লাইফে বড় কোনো আঘাত ইত্যাদির কারণে হচ্ছে। ঘুমের মেডিসিন খাও, ব্রেন ঠান্ডা রাখার মেডিসিন খাও, কাউন্সিলিং কর, খেলাধুলা কর, বন্ধুবান্ধবের সাথে সময় কাটাও।
এমনকি তোমার যা করতে ভালো লাগে তাই কর।
কিন্তু আপনি কাউকে এটা বোঝাতে পারবেন না যে
আপনার কোন কিছুই ভালো লাগছে না। তারপরেও আপনাকে বারবার বলবে। এটা করো ভালো লাগবে, ওটা করো ভালো লাগবে, ব্লা ব্লা......
কিন্তু আপনি কি জানেন সমস্যাটা কেন হচ্ছে ❓
সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনি জাদুগ্রস্থ হয়েছেন ফলে জাদুর প্রভাবে আপনার অনুভূতি পরিবর্তন হয়ে গেছে। কবে মন খুলে হেসেছেন সেটাও হয়তো আজ ভুলে গিয়েছেন।
এখন আপনি বলুন যাদুর সমস্যার সমাধান যদি
রুকইয়া চিকিৎসা ব্যতীত অন্য কোথাও খোঁজেন তাহলে কখনো পাবেন??
অবশ্যই না যাদুর চিকিৎসায় রুকইয়াই আপনার জন্য
সমাধানের পথ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।