Khizir Ahmad

Khizir Ahmad CEO of Choice Perfume W.L.L

28/10/2025

জাদু বেশিরভাগ সময় মনের উপরে সর্বপ্রথম প্রভাব বিস্তার করে। আপনি যখন জাদু আক্রান্ত হবেন তখন আপনার মন সবসময় খারাপ থাকবে। দামি গাড়ি,বাড়ি
ভালো রেস্টুরেন্ট, সুন্দর মুহূর্ত, পারিবারিক অনুষ্ঠান।
সবকিছুই আপনার চারপাশে হচ্ছে, আনন্দিত হওয়ার মত অসংখ্য মুহূর্ত ও পরিবেশের মাঝে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু অজানা কারণে আপনার মনে কোন আনন্দ নেই।
কেমন যেন শূন্যতা অনুভব করছেন।

কি কারনে খারাপ লাগছে, খারাপ লাগার অনুভূতিটা কেমন, আপনার কতটা কষ্ট হচ্ছে সেটা আপনি কাউকেই বোঝাতে পারবেন না। প্রথম প্রথম কেউ গুরুত্ব দিলেও পরবর্তীতে সবাই আপনার উপরে বিরক্ত। কেউ কেউ মনে করবে আপনি নাটক করছেন।

ডাক্তারের কাছে যাবেন ❓

সবাই বলবে ডিপ্রেশন, হতাশা, লাইফে বড় কোনো আঘাত ইত্যাদির কারণে হচ্ছে। ঘুমের মেডিসিন খাও, ব্রেন ঠান্ডা রাখার মেডিসিন খাও, কাউন্সিলিং কর, খেলাধুলা কর, বন্ধুবান্ধবের সাথে সময় কাটাও।
এমনকি তোমার যা করতে ভালো লাগে তাই কর।

কিন্তু আপনি কাউকে এটা বোঝাতে পারবেন না যে
আপনার কোন কিছুই ভালো লাগছে না। তারপরেও আপনাকে বারবার বলবে। এটা করো ভালো লাগবে, ওটা করো ভালো লাগবে, ব্লা ব্লা......

কিন্তু আপনি কি জানেন সমস্যাটা কেন হচ্ছে ❓
সমস্যাটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনি জাদুগ্রস্থ হয়েছেন ফলে জাদুর প্রভাবে আপনার অনুভূতি পরিবর্তন হয়ে গেছে। কবে মন খুলে হেসেছেন সেটাও হয়তো আজ ভুলে গিয়েছেন।

এখন আপনি বলুন যাদুর সমস্যার সমাধান যদি
রুকইয়া চিকিৎসা ব্যতীত অন্য কোথাও খোঁজেন তাহলে কখনো পাবেন??

অবশ্যই না যাদুর চিকিৎসায় রুকইয়াই আপনার জন্য
সমাধানের পথ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।

28/10/2025

২০০৬ সালের ২৮ অক্টোবর!!

27/10/2025
প্রিয় মতিহার..! তোমার শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম একজন ছিলেন শহীদ শরিফুজ্জামান নোমানী।অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান...
17/10/2025

প্রিয় মতিহার..! তোমার শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম একজন ছিলেন শহীদ শরিফুজ্জামান নোমানী।
অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন শহীদ নোমানী।
বাবা মায়ের স্বপ্ন ছিলো বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে সংসারের হাল ধরবে।
কিন্তু নিমানি তো স্বপ্ন দেখতো ইসলামী সমাজ বিনির্মাণে নিজেকে বিলিয়ে দেওয়ার।
জান্নাতী পাখি হওয়ার।

তাইতো জালিমের রক্তচক্ষুর কবলে পড়ে নোমানী প্রিয় মতিহারে শহীদ হয়।
আজ সেই মতিহার কথা বলেছে।

16/10/2025

'রাকসু'

'ইনশাআল্লাহ'

Suvo kamona prio vi
10/10/2025

Suvo kamona prio vi

23/09/2025

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি— শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে-শায়খ ৮২ বছর বয়সে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন।

তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদে আসীন ছিলেন। ইসলামিক ফিকহ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মতামত বিশেষ গুরুত্ব বহন করতো।

আল্লাহ তাআলা তাঁর ভুলত্রুটি মার্জনা করুন, তাঁর জীবনের সমস্ত খেদমতকে কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন।

15/09/2025

জামাতের জন্য ক্ষমতা নয়
দেশের স্বার্থে জামাত চাই।
-সুফেরমামা, নিউইয়র্ক।

জামাতের জন্য ক্ষমতা নয়
দেশের স্বার্থে জামাত চাই,
সুশৃঙ্খল, ভদ্র, সৎ ও অমায়িক
যার তুলনা কোথাও নাই।

ওরা নেশা করেনা, ইভটিজিংও না
পাঁচ ওয়াক্ত মসজিদে হাজির হয়,
ধর্মীয় কাজে অগ্রপথিক
চাদা দেয় তারা, চাঁদাবাজ নয়।

নেতৃত্বদানে অসাধারণ সক্ষমতা
জামাতের রয়েছে তেমন লোক,
রাষ্ট্র পরিচালনায়ও সফল হবে
পরিস্থিতি দেশের যেমনই হোক।

হাত ইশারায় চুপ হয়ে যায়
লক্ষ লক্ষ কর্মীর দল,
এমন শিক্ষা কার আছে আর
কে দেখেছি কোথায় বল?

সুদকে তারা যেনা ভাবে
ঘুসকে ভাবে গরুর মুত,
হারাম হালাল বাচবিচারে
তাদের চিন্তা সঠিক নিখুঁত।

ওরা নেতা হতে চায়না কেহ
দায়িত্ব তাদের দেয়া হয়,
পেলে খুশী না পেলেও খুশি
শৃঙ্খলা ভঙ্গের নাহি ভয়।

মারামারি করতে চায়না তারা
লেগে গেলেও পিছু হটেনা,
আল্লাহু আকবর তাকবীরে তাদের
মৃত্যু ভয় মনে থাকেনা।

চারিদিকে কী হতাশা আজ
কেউ কাউকে মানছে না,
আদর্শবান মানুষের সাথে
আমাদেক হোক ঠিকানা।

এইদলে গডফাদার নেই
নেতা পিতার মতই হয়,
আদর্শবান পিতার ঘরে
আদর্শবানই জন্ম লয়।

মহাসমাবেশে তারা দেখালো
কেবল একটি নমুনা
দেশ চালালে কেমন চলবে
পেলাম আমরা ধারণা।

সূর্য ওঠার আগে আকাশ
রক্তিম বর্ণ করে ধারণ,
জামাতের প্রেমে পড়ছে সবাই
ডাঃ শফিকও একটি কারণ।

তাদের যেকজন ক্ষমতায় গেলেন
কলংক নেই কারো কোন,
তাইতো বলি তাদেরকেই দিই
আমাদের ভোট আমরা যেন।

ন্যায়ের প্রতিক দাড়িপাল্লায়
হিন্দু মুসলিম এক হই,
আল্লাহ শ্রষ্টা, আমরা বান্দা
ভাই ভাই মোরা, শত্রু নই।

শ্রষ্টার উপর ভরসা করে
একবার যাচাই করতে চাই,
এগিয়ে যাও, ওহে জামাত
তোমার সাথে আছি সবাই।

Address

Maulvi Bazar

Telephone

+8801711065111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khizir Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khizir Ahmad:

Share