
11/09/2025
গভীর শোকবার্তা !
রবির বাজার আজাদী ফার্মেসীর কর্ণধার,
শ্রদ্ধেয় ডা. বিধান চন্দ্র দেব
আজ বিকাল ৩টা ১৫ মিনিটে, সিলেট #নর্থ_ইষ্ট_মেডিকেল_কলেজ_এন্ড_হাসপাতাল এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তাঁর পেশাগত সেবা, মানবিকতা এবং অগণিত মানুষের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
#ডা_বিধান_চন্দ্র_দেব
#শ্রদ্ধাঞ্জলি
#গভীর_শোক
#স্মরণে
#রবিরবাজার