দৈনিক সিলেট ডটকম

দৈনিক সিলেট ডটকম গুরুত্বপূর্ণ সব আপডেট তথ্য পেতে পেইজটি ফলো করে রাখুন।

16/05/2025

Bangladesh national ID card NID check online 2025. Anyone who wants a voter ID card should check online through services like Nidw's official

পেট্রোল, ডিজেল, অকটেন ও কেরোসিনের নির্ধারিত নতুন মুল্য তালিকা।
06/05/2025

পেট্রোল, ডিজেল, অকটেন ও কেরোসিনের নির্ধারিত নতুন মুল্য তালিকা।

03/05/2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের আপডেট নিউজ। ২ মে, ২০২৫
02/05/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের আপডেট নিউজ।
২ মে, ২০২৫

নিজে জানুন এবং অন্যকে জানান।
02/05/2025

নিজে জানুন এবং অন্যকে জানান।

কক্সবাজার আগমনে ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ আশা করি মনোযোগ দিয়ে পড়বেন।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ...
01/05/2025

কক্সবাজার আগমনে ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ আশা করি মনোযোগ দিয়ে পড়বেন।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। কম টাকায় অফার করলেও না।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম। বিশেষ করে মোবাইল সাগরের পানিতে খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সাবধান।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন নাহলে কিছুক্ষণ পরেই টাকা চেয়ে বসবে। ম্যাসেজ করতে চাইলে টাকা ফিক্সড করে নিবেন।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন। কিনলে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নিবেন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন। ওরা আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের নির্দেশনা মেনে চলুন।

✅কক্সবাজারে যে কোনো সমস্যা সমাধানের জন্য ট্যুরিস্ট পুলিশ খুবই তৎপর ও আন্তরিক। প্রয়োজন হলে তাদের সাহায্য নিন।

যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন
📞 ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭
📞এএসপি ০১৩২০১৫৯২০৯

ভোটার নিবন্ধন করলেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ভোটার নিবন্ধন করে ছবি ও বায়োমেট্রিক দিয়ে আসার পরে আপনার প্রদত্ত...
26/04/2025

ভোটার নিবন্ধন করলেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। ভোটার নিবন্ধন করে ছবি ও বায়োমেট্রিক দিয়ে আসার পরে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে NID নম্বর পেলেই আপনি অনলাইন থেকেই আপনার NID আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার প্রক্রিয়াঃ

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে।

এখন রেজিস্টার বাটনে ক্লিক করে ইনপুট ফিল্ডে ফরম নম্বর অথবা এসএমএস এ আসা আইডি কার্ডের নম্বর লিখুন। ফরম নম্বর লেখার সময় নম্বরের আগে NIDFN লিখবেন। জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ বসিয়ে এবং ভেরিফিকেশন নম্বর লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।

পরবর্তী ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানার তথ্য দিন। পরবর্তী ধাপে আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তনে ক্লিক করুন।

উপরের তথ্যগুলো সঠিক থাকলে এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে বলা হবে। এ জন্য আপনার মোবাইলে NID Wallet App থাকতে হবে।

সবশেষে NID Wallet App এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে NID কার্ড ডাউনলোড করার ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড এর নিচের দিকে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।

উক্ত NID কার্ড এর ডাউনলোডকৃত অনলাইন কপিটি প্রিন্ট করে এবং লেমিনেটেড করে সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

আপনার রেজাল্টের জিপিএ যেভাবে হিসাব করবেনঃ(গ্রেডিং সিস্টেম)আপনার মোট বিষয়গুলোর প্রাপ্ত গ্রেড পয়েন্ট সব যোগ করে আপনার মোট ...
26/04/2025

আপনার রেজাল্টের জিপিএ যেভাবে হিসাব করবেনঃ(গ্রেডিং সিস্টেম)
আপনার মোট বিষয়গুলোর প্রাপ্ত গ্রেড পয়েন্ট সব যোগ করে আপনার মোট বিষয় সংখ্যা দিয়ে ভাগ করলে জিপিএ পেয়ে যাবেন।

👉ধরুন, আপনার ৬ টা সাবজেক্টে প্রাপ্ত GPA:(B,B-,C+,B-,B-,C+)
তাহলে, (3.00+2.75+2.50+2.75+2.75+2.50) = 16.25
এখন 16.25÷6= 2.71 (দশমিকের পর ২য় ঘর হিসাব করবেন)
👉প্রাপ্ত GPA হবেঃ ২.৭১

✅ জেনে নিন, হঠাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন? মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যঘাত ঘটার ফলে যে অব্যবস্থা দ্রুত জন্ম নে...
25/04/2025

✅ জেনে নিন, হঠাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন?
মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যঘাত ঘটার ফলে যে অব্যবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট্রোক (Stroke)।

দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে থাকে। কিন্তু মস্তিষ্ক কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল—অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ করত ওই অংশ গুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।

স্ট্রোক সম্বন্ধে চীনের অধ্যাপকরা বলেছেন-
স্ট্রোক আজ অকালে কেড়ে নিচ্ছে মানুষের প্রান৷ যদি দেখেন কারো স্ট্রোক হচ্ছে তাহলে রোগীকে বাঁচানোর জন্য আপনাকে জরুরীভিত্তিতে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে-

যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয় তখন তার রক্তচাপ বেড়ে যায়, মস্তিষ্কে রক্তক্ষরন হয় ও মস্তিষ্ক কোষ ধীরে ধীরে প্রসারিত হয়। এসময় একজন মানুষের জরুরী ভিত্তিতে ফার্স্ট এইড এবং বিশ্রামের প্রয়োজন হয়।

যদি স্ট্রোকে আক্রান্ত রোগী দেখেন তবে তাকে তাৎক্ষনিক সরানো যাবে না কারন মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে, এটা ভাল হবে যদি আপনার বাড়ীতে পিচকারি সুই থাকে, অথবা সেলাই সুই থাকলেও চলবে, আপনি কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখার উপরে সুচটিকে গরম করে নেবেন যাতে করে এটি জীবাণুমুক্ত হয় ৷

তারপর রোগীর হাতের ১০ আঙ্গুলের ডগার নরম অংশে ছোট ক্ষত বা বিদ্ধ করতে এটি ব্যবহার করুন। এমনভাবে করুন যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত হয়, কোন অভিজ্ঞতা বা পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন নেই।

কেবলমাত্র নিশ্চিত করুন যে আঙ্গুল থেকে যথেষ্ট পরিমাণে রক্তপাত হচ্ছে কি না। এবার ১০ আঙ্গুলের রক্তপাত চলাকালীন, কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন দেখবেন ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠছে।

যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করুন। এমনভাবে তার কান ম্যাসেজ করুন যাতে ম্যাসেজের ফলে তার কান লাল হয়ে যায় এবং এর অর্থ হচ্ছে কানে রক্ত পৌঁছেছে। তারপর প্রতিটি কান থেকে দুইফোঁটা রক্ত পড়ার জন্য প্রতিটি কানের নরম অংশে সুচ ফুটান। কয়েক মিনিট অপেক্ষা করুন দেখবেন মুখ আর বিকৃত হবে না। কিছুক্ষণ অপেক্ষা করে রোগীর অবস্থা একটু স্বাভাবিক হলে যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করান।

জীবন বাঁচাতে রক্তক্ষয়ের এই পদ্ধতি চীনে প্রথাগতভাবে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এই পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ, ১০০% কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে।

মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানী প্রদানের লক্ষ্যে মসজিদ জরিপ কর্মসূচি চালু হয়েছে। নিম্ন বণির্ত ফরম পূরণ করে ই...
24/04/2025

মসজিদের ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানী প্রদানের লক্ষ্যে মসজিদ জরিপ কর্মসূচি চালু হয়েছে। নিম্ন বণির্ত ফরম পূরণ করে ইসলামিক ফাউন্ডেশনের নিজ নিজ উপজেলা অফিসে যোগাযোগ করুন।

যারা ফার্মেসি কোর্স করতে ইচ্ছুক। আবেদন করতে পারেন।
23/04/2025

যারা ফার্মেসি কোর্স করতে ইচ্ছুক। আবেদন করতে পারেন।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সিলেট ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সিলেট ডটকম:

Share