Tonu's LifeStyle

Tonu's LifeStyle সবাই আমাকে একটু ফলো করবেন প্লিজ��

শুভ সকাল❤️❤️
23/07/2025

শুভ সকাল❤️❤️

আজ সকালে কারো কোনো তাড়া নেই। টিফিন ফেলে গেলো কি না। পানির বোতল নিলো কি না। চুল ঝুটি করলো কি না। জুতা পরলো কি না। প্যান্ট...
22/07/2025

আজ সকালে কারো কোনো তাড়া নেই।
টিফিন ফেলে গেলো কি না। পানির বোতল নিলো কি না। চুল ঝুটি করলো কি না। জুতা পরলো কি না। প্যান্ট টাই ঠিক আছে কি না। বইগুলো সব নিলো কি না।

মা বকবে না।
বাবা তাড়াহুড়ো করবে না।
অকারণ বায়না করবে না।

আজ থেকে আর যে স্কুল যেতে হবে না!

সংগৃহীত📌📌

আলুর ঝুল😋😋😍😍
22/07/2025

আলুর ঝুল😋😋😍😍

আলু বর্তা😋😋
22/07/2025

আলু বর্তা😋😋

22/07/2025

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!

সংগৃহীত 📌📌

আমাদের ভাষায় এগুলা কে জাম্বুরা বলে,,, আপনাদের ভাষায় কি বলে?? 😊
21/07/2025

আমাদের ভাষায় এগুলা কে জাম্বুরা বলে,,, আপনাদের ভাষায় কি বলে?? 😊

মাত্র একটা ডিম দিয়ে জটপট রান্না করে খাওয়ার মতো ইয়াম্মি একটা আইটেম 😋😋
21/07/2025

মাত্র একটা ডিম দিয়ে জটপট রান্না করে খাওয়ার মতো ইয়াম্মি একটা আইটেম 😋😋

এই ছবিটা আমি একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি।  একজন ভদ্রলোক তার স্ত্রী- কন্যাদের সাথে ম্যাচিং কাপড়ের জামা পরে রাস্তা দ...
20/07/2025

এই ছবিটা আমি একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি। একজন ভদ্রলোক তার স্ত্রী- কন্যাদের সাথে ম্যাচিং কাপড়ের জামা পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নিজেদের মত... সেই দৃশ্য কোন এক অবিবেচক মানুষ ভিডিও করেছে, আর সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেছে খুবই Funny একটা কিছু মনে করে...

মানে সিরিয়াসলি??? মানুষ নিজের পরিবার নিয়ে শান্তিতে রাস্তা দিয়েও হেঁটেও যেতে পারবে না??? সে কী কালারের জামা পরলো আর কেমন জামা পরল, সেইটা নিয়েও কন্টেন্ট বানাতে হবে??? হাসাহাসি করতে হবে??? দেখেই বোঝা যাচ্ছে, উনারা খুব শখ করে ম্যাচিং ড্রেস বানিয়েছেন। এই সুন্দর ফুটফুটে ব্যাপারটা নিয়ে হাসাহাসি করতে হবে কেন???

পুরুষ মানুষের কথা বাদ, আমি অনেক মহিলাদেরকেও দেখলাম এটা নিয়ে হাসাহাসি করতে।

বইন, তোর বর তোর কথা শুনে না মানে আরেকজনের বরও কথা শুনে না, ব্যাপারটা কিন্তু তা না! ছবির এই ভদ্রমহিলা এই দেশের অনেক মেয়ের তুলনায় অনেক বেশি ভাগ্যবতী, অনেক বেশি সম্পদশালী। আমি নিজেও এক জীবনে অমন ভাগ্যবতী হতে পারিনি।

আচ্ছা, উনাদের পোশাকের মধ্যে খারাপটা কী আছে???
আমি তো খারাপ কিছু দেখতে পেলাম না!

বরং দেখলাম একট ছোট্ট মিষ্টি পরিবার, যাদের ভেতরে ভালোবাসার বন্ধনটা বড় সুন্দর। দেখলাম একজন মমতাময় স্বামী ও বাবাকে, যিনি স্ত্রী-কন্যাদের পোশাকের সাথে মিলিয়ে শার্ট পরতে একটুও দ্বিধা করেন নাই... ম্যাচিং জামা কাপড় পরে পরিবারের সবাইকে নিয়ে কি সুন্দর বেড়াতে এসেছেন।

আমার চোখে এই পরিবারটা সুন্দর, খুব সুন্দর।
পরম করুণাময় উনাদের হেফাজত করুক। 🌼

collected post

শুভ সকাল
20/07/2025

শুভ সকাল

চা লাভার রা কোথায়😋😜
16/07/2025

চা লাভার রা কোথায়😋😜

সময় না কাটলে কাটা চামচ দিয়ে "চা"খান☕️তাও কারো পেছনে কুট'নামি কইরেন না..!😅 সংগৃহীত 📌📌
15/07/2025

সময় না কাটলে কাটা চামচ দিয়ে "চা"খান☕️
তাও কারো পেছনে কুট'নামি কইরেন না..!😅

সংগৃহীত 📌📌

মিষ্টি ফুলের ভালোবাসা রইল সবাই কে❤️🌸
15/07/2025

মিষ্টি ফুলের ভালোবাসা রইল সবাই কে❤️🌸

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tonu's LifeStyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share