
11/07/2025
গর্ভাবস্থা ইসলামে লজ্জার বিষয় নয় — বরং এটি আল্লাহর রহমত।
কিন্তু গর্ভাবস্থাকে "দেখানোর বিষয়" বানানো, সাজিয়ে ছবি তোলা, অশ্লীলতা বা দেহ প্রদর্শন,
এসব নিষিদ্ধ, গুনাহের কাজ।
> 🕌 রাসুল ﷺ বলেছেন:
“লজ্জা (হায়া) ইমানের অঙ্গ।”
— (বুখারী, মুসলিম)
> ❗ হায়া যখন উঠে যায়, তখন মানুষ যা খুশি তা-ই করে — এমনটাই হাদীসে বলা আছে।