Rafi

Rafi প্রকৃতির প্রতিটি দৃশ্য আমাদের শেখায় ধৈর্য্য শান্তি আর সুন্দর জীবনের মর্ম! Nrt creation 💔

31/05/2025

ডিজিটাল ছাগল!

31/05/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

29/05/2025
29/05/2025
👶ছেলে সন্তানের👶 প্রতি❤️ বাবার ❤️বিশেষ করনীয় 💁‍♀️একটা ছেলে সন্তান বাবার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ও মানসিক গুণ অর...
29/05/2025

👶ছেলে সন্তানের👶 প্রতি❤️ বাবার ❤️বিশেষ করনীয় 💁‍♀️

একটা ছেলে সন্তান বাবার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ও মানসিক গুণ অর্জন করে।তাই একজন বাবার আচরন তার ছেলে সন্তানের সামনে খুব ভালো হওয়া ভীষণ জরুরি।
কি কি শেখে তার বাবার কাছে🤷‍♀️

১. পুরুষত্ব ও চরিত্র গঠন💁‍♀️

বাবার আচরণ, কথা বলার ধরণ, দায়িত্ব পালন — এগুলো থেকেই ছেলে শেখে কীভাবে একজন ভদ্র, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী পুরুষ হওয়া যায়। ঠিক একি ভাবে আপনার আচরন যদি হয় সর্বদা অন্যকে ছোট করা, কাউকে অপমান করা, নিজ স্ত্রী কে অসন্মান করা তবে ছেলে তাই শেখে এবং এটাকেই স্বাভাবিক ভাবে ধরে নেয়।

২. দায়িত্ববোধ ও পরিশ্রম💁‍♀️

বাবার কাজের প্রতি নিষ্ঠা ও পরিবারের প্রতি দায়িত্ব পালন ছেলের মধ্যে দায়িত্ববোধ ও পরিশ্রমী হওয়ার মনোভাব গড়ে তোলে।

৩. নারীর প্রতি সম্মান💁‍♀️

বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করেন, সেটা দেখে সন্তান নারীকে সম্মান করা শেখে।বাবা মাকে যতটা সন্মান বা অসন্মান করে সন্তান সেই অনুযায়ী তার ব্রেইনে সেট করে নেয় এবং ভবিষ্যৎ জীবনে ঠিক তেমন ভাবেই সন্মান বা অসন্মান করে, তাই আপনার স্ত্রীর সাথে আপনার ব্যাবহার উত্তম হওয়া ভীষণ জরুরি।

৪. সমস্যা মোকাবিলা ও সিদ্ধান্ত গ্রহণ💁‍♀️

কোনো কঠিন পরিস্থিতিতে বাবা কিভাবে সমস্যা সমাধান করেন তা দেখে ছেলে শেখে ধৈর্য্য ও যুক্তিবোধ ব্যবহার করে সিদ্ধান্ত নিতে।

৫. আত্মনিয়ন্ত্রণ ও সহনশীলতা💁‍♀️

বাবা যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, ঠান্ডা মাথায় সমস্যা মোকাবিলা করেন—তাহলে ছেলেও শেখে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়।

৬. মানবিকতা ও সহানুভূতি💁‍♀️

বাবা যদি অন্যদের সাহায্য করেন, সৎ পথে চলেন, তাহলে সন্তান সেই মানবিক গুণগুলো আত্মস্থ করে।

৭. আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা💁‍♀️

বাবার উৎসাহ ও স্বীকৃতি ছেলের আত্মবিশ্বাস গড়ে তোলে। "তুমি পারবি"—এই ছোট বাক্যটা তার জীবনের বড় অনুপ্রেরণা হতে পারে।

তাই বাবাদের প্রতি বিশেষ অনুরোধ সন্তানের মঙ্গলের জন্য হলেও নিজেকে পরিবর্তন করুন, সংসার টা শান্তিময় করুন। জীবন অনেক সুন্দর, সুন্দরভাবে উপভোগ করুন
ধন্যবাদ 🙏

ছোট্ট মেয়েটি তার বাবাকে প্রশ্ন করল, "বাবা, তুমি ঘন্টায় কত টাকা ইনকাম করো?"বাবা কিছুটা অবাক হয়ে জবাব দিলেন, "১০০০ টাকা...
28/05/2025

ছোট্ট মেয়েটি তার বাবাকে প্রশ্ন করল, "বাবা, তুমি ঘন্টায় কত টাকা ইনকাম করো?"

বাবা কিছুটা অবাক হয়ে জবাব দিলেন, "১০০০ টাকা।"

মেয়েটি যেন কিছুটা হতাশ হল, "ও! আচ্ছা বাবা, তুমি কি আমাকে ৫০০ টাকা ধার দিতে পারবে?"

লোকটি এবার বিরক্ত হলেন, "কেন? তুমি কি কোনো খেলনা কিনতে চাও?"

মেয়েটি এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে উঠে চলে গেল।

কিছুক্ষণ পর লোকটির মেজাজ ঠান্ডা হলে তিনি ভাবতে লাগলেন, আমার মেয়েটা তো আমার কাছে কখনোই কিছু চায় না! আজ হয়তো টাকাটা ওর সত্যিই প্রয়োজন ছিল। তিনি অনুতাপের সুরে মেয়েকে বললেন, "মা, বল তো, ৫০০ টাকা নিয়ে তুমি কি করবে?"

মেয়েটি তার বাবার দিকে একপলক দেখল। তারপর সে তার বালিশের নিচ থেকে একগাদা খুচরো টাকা বের করে বিছানার উপর মেলে ধরল।

লোকটি দেখলেন, মেয়ের কাছে আগে থেকেই টাকা আছে। তাহলে সে টাকা চাইছে কেন? তিনি আবার রাগতে শুরু করলেন।

মেয়েটির অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তার ছোট ছোট হাত দিয়ে টাকাগুলো গুণে বাবার দিকে মুখ তুলে তাকাল।

লোকটি অর্থাৎ বাবা জানতে চাইলেন, "তোমার কাছে তো টাকা আছেই, তাহলে তুমি আমার কাছে চাইছিলে কেন?"

মেয়েটি আস্তে আস্তে বলল, কারণ আমি ভেবেছিলাম আমার কাছে হয়তো অতটা নেই যেটা তুমি প্রতি ঘন্টায় আয় করো।"

সে বলে চলল, "এই টাকাগুলো আমি অনেকদিন ধরে জমিয়েছি। আমি তোমাকে এখান থেকে ১০০০ টাকা দিলাম এবং তার বিনিময়ে তোমার কাছ থেকে ১ ঘন্টা সময় কিনে নিতে নিলাম। এই নাও টাকা, আগামীকাল তুমি ১ ঘন্টা আগে বাড়ীতে আসবে। এই ১ ঘন্টা সময় তুমি শুধু আমার সাথে খেলবে, অন্য কোনো কাজ করতে পারবে না।"

28/05/2025

Fizz 2.0 .0moment

21/05/2025

ভুট্টা ডাল পুরানো হচ্ছে!
21/05/2025

ভুট্টা ডাল পুরানো হচ্ছে!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share