
02/09/2025
মানুষ যতই চালাকি করুক, যতই প্রতারণা বা বেইমানি করুক—প্রকৃতির চোখ এড়িয়ে কিছুই যায় না। উপকারের বদলে অকৃতজ্ঞতা, সত্যের বদলে মিথ্যে, ভালোবাসার বদলে প্রতারণা—এসব হয়তো সাময়িকভাবে মানুষকে সুবিধা দিতে পারে, কিন্তু প্রকৃতি একদিন সেই হিসাব খুলবেই।
প্রকৃতি খুবই নীরব, কিন্তু তার নীরবতাকে দুর্বল ভেবো না। সে চুপচাপ দেখে, বোঝে, তারপর সময় আসলে এমন আঘাত করে যে মানুষ টেরও পায় না কোন দিক থেকে কীভাবে শাস্তি নেমে এলো। কারো সাথে অন্যায় করলে তার প্রতিধ্বনি একদিন তোমার জীবনেই ফিরে আসবে—আর সেই আঘাতের ভার বহন করার ক্ষমতা তখন তোমার থাকবে না।
তাই মনে রেখো, প্রতারণা করে তুমি হয়তো আজ হাসছো, কিন্তু আগামীকাল প্রকৃতিই তোমাকে কাঁদাবে। যে উপকার পেয়েও অকৃতজ্ঞ হলো, যে বিশ্বাস ভেঙে দিলো, সে কখনোই শান্তি পায় না—কারণ প্রকৃতি অন্যায়কে সহ্য করে না, বরং দ্বিগুণ করে ফিরিয়ে দেয়।
তুমি শুধু নীরব থেকো, ভালো থেকো। প্রতারকরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। 🌿🔥