07/07/2025
তুমি – দায়িত্বে ডুবে থাকা এক নিঃস্বার্থ হৃদয়বান মানুষ।
ঘুম থেকে উঠেই তোমার মুখখানা দেখি, যেন নতুন একটা দিন শুরু হয় শান্তির ছোঁয়ায়। আর ঘুমাতে যাওয়ার আগেও তোমার মুখ দেখে চোখ বন্ধ করি – যেন সারাদিনের ক্লান্তি মুছে যায় একমুহূর্তে। তোমাকে আদর না করলে, না ছুঁইয়ে নিলে ভালো লাগত না কিছুতেই। তোমার চোখে চোখ রাখলে মনে হতো, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মানুষ।
একটা সময় মনে হতো, তুমি আমার জীবনে শ্রেষ্ঠ উপহার। আর এখনো মনে হয়, তবে একেবারে অন্য রকম করে – কারণ আমি বুঝে গেছি, তুমি শুধু ভালো না, নিঃস্বার্থ মানুষদের একজন, যে সবকিছুর বোঝা নিজের কাঁধে নিয়ে অন্যদের হাসি দেখতে চায়।
ঠিক যেমনটি করে আমার বাবা ভাবতো তুমিও ঠিক সেই রকম করেই সব সময় নিজের পরিবারের কথা ভেবেছো এটা আমার অনেক ভালো লাগে। কতটা আশ্বস্ত ছিল তোমার পরিবার তোমার প্রতি ভাই-বোন নিশ্চিন্তে ছিল, কারণ তারা জানতো — একটাই নাম আছে, যার কাঁধে সব দায়িত্ব তুলে দিলে সে একবারও না করবে না। যেখানে অন্যরা নিজের স্বার্থে জন্য নিজের জন্য ভেবেছো একটা ক্ষণের জন্য অন্যের কথা ভাবে নাই। তুমি না থাকলে আজ যে অবস্থানে আছে সেটাও থাকতে পারতো না হয়তো। এটা কিন্তু সবাই পারেনা তুমি তাহলে কত বড় মহৎ মনের অধিকারী সেটা কি তুমি জানো।
তোমার মা-বাবার সমস্ত দায়িত্ব, ভাইবোনদের ভবিষ্যতের পথ তৈরি করা, আত্মীয়-স্বজনের বিপদে ছুটে যাওয়া — সবই তুমি একা বহন করেছো। অথচ নিজের কথা, নিজের ভালো লাগা, নিজের ছোট ছোট বাচ্চাদের কথা বাচ্চাদের ভবিষ্যতে কি থাকবে না থাকবে এগুলো কখনোই মাথায় রাখো নাই আর বউয়ের কথা তো বাদে দিলাম। কারণ তুমি সবসময় ভেবেছো, "আমার না হোক, ওদের যেন হয়।"
এমন মানুষ খুব কম হয়, যে নিজের সুখ ত্যাগ করে অন্যদের মুখে হাসি ফুটায়। কিন্তু আমি জানি, প্রকৃতি কখনো এই ঋণ রাখে না। যে মানুষ নিঃস্বার্থভাবে দেয়, প্রকৃতি তাকে ঠিক তার চেয়ে বেশি ফেরত দেয়। আর আল্লাহ তো সবচেয়ে বড় ন্যায়বিচারক – ইনশাআল্লাহ, তিনি তোমার সব কষ্টের বিনিময়ে শান্তি, সম্মান আর ভালোবাসায় ভরে দেবেন।
তোমার এই ভালোবাসা, তোমার ত্যাগ – হয়তো অনেকেই এখন বুঝতে পারে না, কিন্তু একদিন এই পৃথিবী তোমার নিঃশব্দ অবদানকে মনে রাখবেই। তুমি একজন সহজ সরল, নির্ভরযোগ্য ভালো মানুষ – আর আমি গর্বিত, কারণ তুমি আমার জীবনের অংশ।
আমার একটাই বিশ্বাস – যিনি সব কিছু দেখেন, তিনি ন্যায়বিচার করেন। আল্লাহ তোমার এই কষ্টগুলো একদিন আনন্দে ভরে দেবেন ইনশাআল্লাহ। কারণ যারা মানুষের উপকার করে, যারা নিঃস্বার্থ ভালোবাসে, তারা কখনো হারায় না, তাদের দিনশেষে হাসি থাকে চোখে – কারণ প্রভু তাদের ভালো রাখেন।
তুমি যেমন আছো, তেমন থাকো – সরল, সৎ, ভালো মনের একজন মানুষ। তবে বিপদের সময় নিঃস্বার্থভাবে কিছু করে নাই তখনও তাদের স্বার্থের কথা ভেবেছে বা বিনিময়ে কিছু নিয়েছে তাদের সব সময় মনের ভিতর চিহ্নিত করে রাখবে। আর সব সময় তোমার অস্তিত্বের কথা মনে রাখবে যারা তুমি ছাড়া একদম শূন্য। আমি সবসময় তোমার পাশে আছি, ইনশাআল্লাহ, সারাজীবন থেকেও যাবো।
তোমার মিষ্টি হাসির এই ছবিটা আমার খুব প্রিয় ভালো থেকো প্রিয়। সব সময় শেষ হাসিটা যেন এভাবেই হাসতে পারো সারা জীবন।