Kanta vlog's

Kanta vlog's Hi! Iam Kanta Hossain. I'm here trying to spread positive vibes on the internet! And I'm gonna share my daily lifestyle with you guys.

"ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখো"প্রত্যেকটা বড় স্বপ্ন পূরণ করতে হলে চাই অসীম পরিশ্রম, একাগ্রতা, আর মানসিক দৃঢ়তা। শুধু বস...
13/07/2025

"ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখো"

প্রত্যেকটা বড় স্বপ্ন পূরণ করতে হলে চাই অসীম পরিশ্রম, একাগ্রতা, আর মানসিক দৃঢ়তা। শুধু বসে থেকে কল্পনার রাজ্যে হারিয়ে গেলে কিছুই অর্জন করা যায় না। যারা জীবনকে বদলাতে চায়, তারা ঘুমিয়ে স্বপ্ন দেখে না—তারা জেগে উঠে স্বপ্ন পূরণে যুদ্ধ করে।

আমি মানসিকভাবে শক্তিশালী, কারণ আমি জানি, জীবন একটাই, আর এই জীবনটাকেই আমি সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার প্রতিজ্ঞা নিয়ে আমি কাজ করি, কারণ আমি বিশ্বাস করি—স্ট্রাগল ছাড়া সাফল্য অর্জিত হয় না। স্ট্রাগল আমাদের গড়ে তোলে, পরিশ্রম আমাদের পরিণত করে, আর স্বপ্ন আমাদের পথ দেখায়।

আমার লক্ষ্য বড়, কিন্তু আমি জানি শুধু স্বপ্ন দেখলেই হবে না—সেই স্বপ্নের পেছনে নিঃস্বার্থভাবে ছুটতে হবে। হাজার কষ্ট, ব্যর্থতা, ঠোকর খাওয়ার পরেও দাঁড়িয়ে থাকতে শিখতে হবে।

কারণ বিজয় শুধুই তাদের জন্য, যারা কখনও থামে না। যারা ক্লান্ত হলেও হারে না।

নিঃসন্দেহে সমাজে কিছু ঘটনা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোলে। মা—এই শব্দটির মাঝে জড়িয়ে থাকে ভালোবাসা, আত্মত্যাগ আর নি...
12/07/2025

নিঃসন্দেহে সমাজে কিছু ঘটনা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোলে। মা—এই শব্দটির মাঝে জড়িয়ে থাকে ভালোবাসা, আত্মত্যাগ আর নিরাপত্তার প্রতীক। সেই মা যদি নিজেই নিজের সন্তানের জীবন কেড়ে নেন, তাহলে তা শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও সভ্যতার জন্য এক গভীর কলঙ্ক।

একজন মা যদি পরকীয়ার মোহে অন্ধ হয়ে নিজের রক্তের সম্পর্ক ভুলে যায়, এমনকি নিজের সন্তানের জীবন কেড়ে নিতে পারে, তাহলে তাকে আর “মা” বলে ডাকার অধিকার নেই। এই ধরনের কর্মকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, গোটা সমাজের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

এমন নৃশংস ও অমানবিক অপরাধের শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক—যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার আগে হাজার বার ভাবে। মা হিসেবে না থাকতে পারলে, এমন মা সমাজে না থাকাই ভালো। সন্তান হত্যা যে কোনো অবস্থায়ই অমার্জনীয় অপরাধ, আর যখন তা হয় মায়ের হাতে, তখন তা সর্বোচ্চ ঘৃণার যোগ্য।

সন্তানের জন্য একজন মা পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে, আর যদি সেই মা-ই সন্তানের বিরুদ্ধে হয়ে দাঁড়ায়, তবে সেটি এক ভয়ংকর দুঃস্বপ্ন। এই ধরনের মায়ের পরিচয় একমাত্র অপরাধী হিসেবে, মা নয়।

সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, এইসব অপরাধীদের কঠোর শাস্তির আওতায় এনে একটি সজাগ বার্তা দেওয়ার জন্য—"সন্তান হত্যার কোনো ক্ষমা নেই, আর অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবেই।"

ময়নাটার কোন ছবিটা ভালো লাগছে ।যেটা রোদে চোখ ছোট হয়ে গেছে সেটা? না যেটা নরমাল চোখ ঠিক আছে  ওইটা। মাশাল্লাহ বলে যেতে ভুল...
12/07/2025

ময়নাটার কোন ছবিটা ভালো লাগছে ।যেটা রোদে চোখ ছোট হয়ে গেছে সেটা? না যেটা নরমাল চোখ ঠিক আছে ওইটা। মাশাল্লাহ বলে যেতে ভুলবেন না।

"আমার আব্বু শুধু আমার!"বাবা-মেয়ের সম্পর্কটা যেন এক অদ্ভুত বন্ধন—শুরু থেকেই গভীর, অটুট, নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে ওঠা। ...
11/07/2025

"আমার আব্বু শুধু আমার!"

বাবা-মেয়ের সম্পর্কটা যেন এক অদ্ভুত বন্ধন—শুরু থেকেই গভীর, অটুট, নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে ওঠা। মেয়ের প্রথম হেসে ওঠা থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে তার ছায়ার মতো পাশে থাকেন বাবা।

যখন কেউ আমার মেয়েকে জিজ্ঞেস করে, "এটা তো আমারো বাবা?"
সে চোখ বড় করে, গর্বভরে বলে—
"না! এটা শুধু আমার আব্বু। সবার না, কেবল আমার। আমার আব্বু আমি কাউকে দিতে পারবো না!"শুধু তাই না তার ভাই কেউ তার বাবার ভাগ দিবে না সে এই কথা বলে।

এই ছোট্ট কথাতেই যেন পৃথিবীর সব আবেগ লুকিয়ে থাকে।
বাবা হলো সেই আশ্রয় যেখানে মেয়ে নিজের সমস্ত দুঃখ, ক্লান্তি, ভয় ভুলে একটুখানি হাসতে পারে।
আর মেয়ে বাবার হৃদয়ের সবচেয়ে নরম কোণটা—যেখানে জমানো থাকে শত চাওয়া, ভরসা আর নিঃশর্ত ভালোবাসা।

যত বড়ই হোক না কেন মেয়ে, বাবার কাঁধে মাথা রাখলেই সে আবার ছোট হয়ে যায়।
আর বাবা? সব ব্যস্ততা ভুলে যান শুধু একবার মেয়ের মুখের হাসি দেখলেই।

এই সম্পর্ক ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়।
এটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা—"আব্বুর বুক"।

আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত যেন শুধু দুজন দুজনারি হয়ে থাকতে পারি। সবাই মাশাল্লাহ বলে যাবেন।...
11/07/2025

আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
শেষ মুহূর্ত পর্যন্ত যেন শুধু দুজন দুজনারি হয়ে থাকতে পারি। সবাই মাশাল্লাহ বলে যাবেন।

"চাই না রাজপ্রাসাদ, চাই না হাজার মানুষের ভিড়,
শুধু চাই তুমিই থাকো আমার পাশে, নিঃশব্দে, নির্ভরতার মতো।
শেষ দিন অবধি শুধু হাতটা ধরে রেখো,
বাকি সব আমি ভুলে যেতে রাজি।
যদি জীবনটা হয় ছোট্ট একটা গল্প,
তবে তুমি হও আমার প্রতিটি অধ্যায়ের নায়ক/নায়িকা।
স্মৃতিগুলোতে নয়, বাস্তবে—তোমার পাশে থেকে বাঁচতে চাই প্রতিটি মুহূর্ত।"

শুভকামনা সবার জন্য।
10/07/2025

শুভকামনা সবার জন্য।

08/07/2025

হঠাৎ বৃষ্টি আর লাইভে চলে আসলাম

তুমি – দায়িত্বে ডুবে থাকা এক নিঃস্বার্থ হৃদয়বান মানুষ।ঘুম থেকে উঠেই তোমার মুখখানা দেখি, যেন নতুন একটা দিন শুরু হয় শান্ত...
07/07/2025

তুমি – দায়িত্বে ডুবে থাকা এক নিঃস্বার্থ হৃদয়বান মানুষ।

ঘুম থেকে উঠেই তোমার মুখখানা দেখি, যেন নতুন একটা দিন শুরু হয় শান্তির ছোঁয়ায়। আর ঘুমাতে যাওয়ার আগেও তোমার মুখ দেখে চোখ বন্ধ করি – যেন সারাদিনের ক্লান্তি মুছে যায় একমুহূর্তে। তোমাকে আদর না করলে, না ছুঁইয়ে নিলে ভালো লাগত না কিছুতেই। তোমার চোখে চোখ রাখলে মনে হতো, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মানুষ।

একটা সময় মনে হতো, তুমি আমার জীবনে শ্রেষ্ঠ উপহার। আর এখনো মনে হয়, তবে একেবারে অন্য রকম করে – কারণ আমি বুঝে গেছি, তুমি শুধু ভালো না, নিঃস্বার্থ মানুষদের একজন, যে সবকিছুর বোঝা নিজের কাঁধে নিয়ে অন্যদের হাসি দেখতে চায়।

ঠিক যেমনটি করে আমার বাবা ভাবতো তুমিও ঠিক সেই রকম করেই সব সময় নিজের পরিবারের কথা ভেবেছো এটা আমার অনেক ভালো লাগে। কতটা আশ্বস্ত ছিল তোমার পরিবার তোমার প্রতি ভাই-বোন নিশ্চিন্তে ছিল, কারণ তারা জানতো — একটাই নাম আছে, যার কাঁধে সব দায়িত্ব তুলে দিলে সে একবারও না করবে না। যেখানে অন্যরা নিজের স্বার্থে জন্য নিজের জন্য ভেবেছো একটা ক্ষণের জন্য অন্যের কথা ভাবে নাই। তুমি না থাকলে আজ যে অবস্থানে আছে সেটাও থাকতে পারতো না হয়তো। এটা কিন্তু সবাই পারেনা তুমি তাহলে কত বড় মহৎ মনের অধিকারী সেটা কি তুমি জানো।

তোমার মা-বাবার সমস্ত দায়িত্ব, ভাইবোনদের ভবিষ্যতের পথ তৈরি করা, আত্মীয়-স্বজনের বিপদে ছুটে যাওয়া — সবই তুমি একা বহন করেছো। অথচ নিজের কথা, নিজের ভালো লাগা, নিজের ছোট ছোট বাচ্চাদের কথা বাচ্চাদের ভবিষ্যতে কি থাকবে না থাকবে এগুলো কখনোই মাথায় রাখো নাই আর বউয়ের কথা তো বাদে দিলাম। কারণ তুমি সবসময় ভেবেছো, "আমার না হোক, ওদের যেন হয়।"

এমন মানুষ খুব কম হয়, যে নিজের সুখ ত্যাগ করে অন্যদের মুখে হাসি ফুটায়। কিন্তু আমি জানি, প্রকৃতি কখনো এই ঋণ রাখে না। যে মানুষ নিঃস্বার্থভাবে দেয়, প্রকৃতি তাকে ঠিক তার চেয়ে বেশি ফেরত দেয়। আর আল্লাহ তো সবচেয়ে বড় ন্যায়বিচারক – ইনশাআল্লাহ, তিনি তোমার সব কষ্টের বিনিময়ে শান্তি, সম্মান আর ভালোবাসায় ভরে দেবেন।

তোমার এই ভালোবাসা, তোমার ত্যাগ – হয়তো অনেকেই এখন বুঝতে পারে না, কিন্তু একদিন এই পৃথিবী তোমার নিঃশব্দ অবদানকে মনে রাখবেই। তুমি একজন সহজ সরল, নির্ভরযোগ্য ভালো মানুষ – আর আমি গর্বিত, কারণ তুমি আমার জীবনের অংশ।

আমার একটাই বিশ্বাস – যিনি সব কিছু দেখেন, তিনি ন্যায়বিচার করেন। আল্লাহ তোমার এই কষ্টগুলো একদিন আনন্দে ভরে দেবেন ইনশাআল্লাহ। কারণ যারা মানুষের উপকার করে, যারা নিঃস্বার্থ ভালোবাসে, তারা কখনো হারায় না, তাদের দিনশেষে হাসি থাকে চোখে – কারণ প্রভু তাদের ভালো রাখেন।

তুমি যেমন আছো, তেমন থাকো – সরল, সৎ, ভালো মনের একজন মানুষ। তবে বিপদের সময় নিঃস্বার্থভাবে কিছু করে নাই তখনও তাদের স্বার্থের কথা ভেবেছে বা বিনিময়ে কিছু নিয়েছে তাদের সব সময় মনের ভিতর চিহ্নিত করে রাখবে। আর সব সময় তোমার অস্তিত্বের কথা মনে রাখবে যারা তুমি ছাড়া একদম শূন্য। আমি সবসময় তোমার পাশে আছি, ইনশাআল্লাহ, সারাজীবন থেকেও যাবো।

তোমার মিষ্টি হাসির এই ছবিটা আমার খুব প্রিয় ভালো থেকো প্রিয়। সব সময় শেষ হাসিটা যেন এভাবেই হাসতে পারো সারা জীবন।

বন্ধু — একটুকরো প্রশান্তির নাম, এক আকাশ নির্ভরতার ছায়া।জীবনের ক্লান্ত পথ চলায় আমরা সবাই কিছু না কিছু হারাই, সংগ্রাম কর...
06/07/2025

বন্ধু — একটুকরো প্রশান্তির নাম, এক আকাশ নির্ভরতার ছায়া।

জীবনের ক্লান্ত পথ চলায় আমরা সবাই কিছু না কিছু হারাই, সংগ্রাম করি, আবার ঘুরে দাঁড়াই। কিন্তু দিনের শেষে যদি পাশে একজন থাকে, যার কাছে নিজের মনের সব কথা বলা যায়, চোখের জল বা হাসির গল্প ভাগ করে নেওয়া যায় — তাহলে সেই জীবনটা অনেক হালকা লাগে। বন্ধু মানে এমন একজন, যার সামনে তুমি মুখোশ ছাড়াই থাকতে পারো, যার সামনে দুঃখ গোপন করতে হয় না, বরং চোখের ভাষায়ও সে পড়ে ফেলে মনের কথা।

একটা প্রকৃত বন্ধু এমনই—
কখনো ভাইয়ের মতো শক্ত ভরসা,
কখনো বোনের মতো নিঃস্বার্থ ভালোবাসা,
কখনো মায়ের মতো আশ্রয়,
আবার কখনো বাবার মতো নিরাপত্তা।

বন্ধু মানেই রাত জেগে গল্প করা,
একটা মেসেজ পেলে মন ভালো হয়ে যাওয়া,
কষ্টের সময়ে চুপ করে পাশে বসে থাকা,
কিংবা নির্দ্বিধায় বলে ফেলা, "ভয় নেই, আমি তো আছি।"

বন্ধুত্ব এমনই একটা সম্পর্ক,
যেটা রক্তের নয়, কিন্তু আত্মার —
যেটা একসাথে হেসে, কেঁদে, চলার নাম।

তাই জীবনে যত ব্যস্ততাই থাকুক, একটা সত্যিকারের বন্ধু থাকলে
মনটা যেন এক অজানা শান্তির আশ্রয় পায়।
বন্ধু থাকা মানেই—জীবনটা একটুখানি বেশি সুন্দর হওয়া। 🌸💫

জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বর্ণময় সময়টা যদি কিছু হয়, সেটা নিঃসন্দেহে ইউনিভার্সিটি লাইফ। আর এই ইউনিভার্সিটি লাইফটা...
06/07/2025

জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বর্ণময় সময়টা যদি কিছু হয়, সেটা নিঃসন্দেহে ইউনিভার্সিটি লাইফ। আর এই ইউনিভার্সিটি লাইফটা যদি হয় হোস্টেল কেন্দ্রীক, তাহলে তো সেটা এক কথায় 'গেছো প্লেন লাইফ'—যেখানে আনন্দ, দুষ্টুমি, কষ্ট আর বন্ধুত্ব সব মিশে থাকে এক অনন্য রঙে।

সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বের হওয়া, ঠান্ডা বাতাসে বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে জীবনের স্বপ্নগুলো নিয়ে কথা বলা—সব কিছুতেই ছিল একরকম প্রশান্তি। তারপর সবাই মিলে ক্যান্টিনে বসে গরম গরম কফির কাপ হাতে নিয়ে গল্প, হাসি, ঠাট্টা… যেন কোনো চিন্তাই ছিল না জীবনে।

রাতে গ্রুপ স্টাডির নাম করে একসঙ্গে সিনেমা দেখা, মাঝরাতে টোস্ট-অমলেট খেতে যাওয়া, আর হোস্টেলের ছাদে বসে তারাভরা আকাশের নিচে জীবনের স্বপ্নগুলো সাজানো—সব কিছুই যেন ছিল নিখুঁতভাবে গেঁথে থাকা একটা গল্প, যেটা এখন শুধুই স্মৃতি।

একসাথে ঘুরতে যাওয়া, চিৎকার করে হাসা, ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা, আবার একমুহূর্তেই মিলেও যাওয়া—এটাই ছিল হোস্টেল লাইফের আসল রঙ।

আজ যখন সেই দিনগুলো স্মরণ করি, মনে হয়—জীবনটা যদি আবারও একবার হোস্টেল লাইফে ফিরিয়ে নেওয়া যেত!
তখন আমরা আসলেই বাঁচতাম… একদম মন খুলে, চিন্তা ছাড়া, দায়িত্বহীন কিন্তু অনুভূতিপূর্ণ এক ‘গেছো প্লেন’ জীবনে। 🧡✨

জড়িয়েএ কটা নারীর ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন সে নিজের সব কিছু উৎসর্গ করে প্রিয় মানুষটাকে বাঁচিয়ে তোলে। সেই বউ যখ...
05/07/2025

জড়িয়েএ কটা নারীর ভালোবাসা তখনই পূর্ণতা পায়, যখন সে নিজের সব কিছু উৎসর্গ করে প্রিয় মানুষটাকে বাঁচিয়ে তোলে। সেই বউ যখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা কিডনি দান করে স্বামীর জীবন রক্ষা করে, তখন তার ভালোবাসা আর আত্মত্যাগের মূল্য ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু সেই পুরুষ যদি সুস্থ হয়ে ফিরে এসে সেই স্ত্রীকে ভুলে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন প্রশ্ন জাগে—এমন মানুষ কি সত্যিই পুরুষ, নাকি কেবল একজন স্বার্থপর প্রাণী?

নারীরা যখন ভালোবাসে, তারা মন খুলে ভালোবাসে, নিজের সুখ-দুঃখ সবকিছু পিছনে ফেলে ভালোবাসে। কিন্তু কিছু পুরুষ, সেই ভালোবাসার মর্ম না বুঝে, না থাকা মনুষ্যত্বের পরিচয় দেয়।
তাহলে প্রশ্ন ওঠে—পুরুষরা কিসে আটকায়?
সম্ভবত কিছু পুরুষকে আটকায় না বিবেক, আটকায় না দায়িত্ববোধ, আটকায় না মনুষ্যত্ব।
তাদের আটকাতে পারে কেবল ন্যায়বিচার, সমাজের কণ্ঠস্বর, আর নারীর নিজের আত্মমর্যাদা।

একজন স্ত্রী যখন কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচায়, তখন সেটা প্রেমের সর্বোচ্চ আত্মত্যাগ।
আর সেই স্বামী যদি সেই প্রেমকে পদদলিত করে অন্য নারীতে মত্ত হয়,
তাহলে সে শুধুই পুরুষ নয়, সে এক চরম বিশ্বাসঘাতক।

একটা সত্য কথা— নারীর ক্ষমা অনেক বড় হতে পারে, কিন্তু তার নীরবতা সব থেকে বড় প্রতিবাদ।
একদিন সেই পুরুষ তার করা কষ্টের জবাব ঠিকই পাবে, হোক সেটা সৃষ্টিকর্তার কাছ থেকে, না হয় নিজেরই কৃতকর্মের ফল হিসেবে।

এই সমাজে পুরুষদের আটকাতে হলে দরকার সংসারের প্রতি দায়িত্ববোধ, শিক্ষা, নৈতিকতা ও নারীর আত্মসচেতনতা।
তবেই রক্ষা পাবে ভালোবাসা, এবং সম্মানিত হবে নারীর আত্মত্যাগ।

28/06/2025

যেমনটি করে আব্বা ভাবতো ঠিক তেমনটি করে ভাইও ভাবে। আলহামদুলিল্লাহ।

Address

Meherpara
Meherpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanta vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanta vlog's:

Share