Kanta vlog's

Kanta vlog's Hi! Iam Kanta Hossain. I'm here trying to spread positive vibes on the internet! And I'm gonna share my daily lifestyle with you guys.

মানুষ যতই চালাকি করুক, যতই প্রতারণা বা বেইমানি করুক—প্রকৃতির চোখ এড়িয়ে কিছুই যায় না। উপকারের বদলে অকৃতজ্ঞতা, সত্যের ব...
02/09/2025

মানুষ যতই চালাকি করুক, যতই প্রতারণা বা বেইমানি করুক—প্রকৃতির চোখ এড়িয়ে কিছুই যায় না। উপকারের বদলে অকৃতজ্ঞতা, সত্যের বদলে মিথ্যে, ভালোবাসার বদলে প্রতারণা—এসব হয়তো সাময়িকভাবে মানুষকে সুবিধা দিতে পারে, কিন্তু প্রকৃতি একদিন সেই হিসাব খুলবেই।

প্রকৃতি খুবই নীরব, কিন্তু তার নীরবতাকে দুর্বল ভেবো না। সে চুপচাপ দেখে, বোঝে, তারপর সময় আসলে এমন আঘাত করে যে মানুষ টেরও পায় না কোন দিক থেকে কীভাবে শাস্তি নেমে এলো। কারো সাথে অন্যায় করলে তার প্রতিধ্বনি একদিন তোমার জীবনেই ফিরে আসবে—আর সেই আঘাতের ভার বহন করার ক্ষমতা তখন তোমার থাকবে না।

তাই মনে রেখো, প্রতারণা করে তুমি হয়তো আজ হাসছো, কিন্তু আগামীকাল প্রকৃতিই তোমাকে কাঁদাবে। যে উপকার পেয়েও অকৃতজ্ঞ হলো, যে বিশ্বাস ভেঙে দিলো, সে কখনোই শান্তি পায় না—কারণ প্রকৃতি অন্যায়কে সহ্য করে না, বরং দ্বিগুণ করে ফিরিয়ে দেয়।

তুমি শুধু নীরব থেকো, ভালো থেকো। প্রতারকরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। 🌿🔥

25/08/2025

দিনশেষে বাবুদের ছোট খাটো চাহিদাগুলো পূরণ করতে পারি।

একটা পরিবার মানেই অনেকগুলো হৃদয়ের মিলন। সেই মিলনের ভেতরেও থাকে একজন, যে সবকিছুর কেন্দ্রবিন্দু, যে না থাকলে ঘরটা কেমন যে...
16/08/2025

একটা পরিবার মানেই অনেকগুলো হৃদয়ের মিলন। সেই মিলনের ভেতরেও থাকে একজন, যে সবকিছুর কেন্দ্রবিন্দু, যে না থাকলে ঘরটা কেমন যেন শূন্য লাগে। সে-ই হলো ঘরের “লক্ষ্মী মেয়ে”, ঘরের মধ্যমণি।

বাড়ির সবাইকে নিয়মের মধ্যে রাখতে, খাওয়া-দাওয়া থেকে শুরু করে পড়াশোনা, ছোটখাটো ভুল ধরতে সে-ই যেন প্রথম। ভাইকে শাসন করে, কখনও আবার মাকে উপদেশ দেয়, বাবাকে নিয়েও চিন্তায় থাকে। বাবার সামান্য দেরি হলেই তার বুক কেঁপে ওঠে—“কোথায় গেলেন, এখনও ফিরলেন না কেন?” এই দুশ্চিন্তা যেন বাবার জন্য তার নিঃশব্দ ভালোবাসা।

একটা বাড়ির আসল সৌন্দর্য ফুটে ওঠে তখনই, যখন সেখানে মেয়ের হাসি-খুশি মুখটা থাকে। তার কথা, তার হাসি, তার শাসন ছাড়া ঘরের দেয়ালগুলোও যেন নিরব আর নিঃসঙ্গ হয়ে পড়ে। মেয়েরা শুধু একটা পরিবারের সদস্য নয়, তারা সেই পরিবারের প্রাণ, আলো আর আশীর্বাদ।

তাদের উপস্থিতি ঘরের আবহাওয়াকে করে তোলে উজ্জ্বল, প্রাণবন্ত আর ভালোবাসায় ভরা। তাই সত্যিই বলা যায়—
একটা পরিবার পূর্ণ হয় তখনই, যখন সেই পরিবারে থাকে মেয়ের হাসি, মেয়ের শাসন আর মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা। মেয়েরাই ঘরের আসল সৌন্দর্য, ঘরের সত্যিকারের মধ্যমণি।🌸

সন্তানের চোখে বাবা সবসময় একজন নায়ক, একজন রক্ষক, একজন ভরসার জায়গা। এই চিত্রটি গড়ে তোলার সবচেয়ে বড় দায়িত্ব মায়ের। সন্তানদে...
15/08/2025

সন্তানের চোখে বাবা সবসময় একজন নায়ক, একজন রক্ষক, একজন ভরসার জায়গা। এই চিত্রটি গড়ে তোলার সবচেয়ে বড় দায়িত্ব মায়ের। সন্তানদের সামনে বাবাকে কখনো ছোট না করে বরং তাকে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করা মায়ের কর্তব্য। কারণ সন্তান যা দেখে, তাই শেখে।

যখন মা বাবাকে একজন হিরো, একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে তুলে ধরে, তখন সন্তানের মনে বাবার প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা জন্মায়। তারা বুঝতে শেখে পরিবারের আসল মানে, শিখে কিভাবে সম্পর্ককে মর্যাদা দিতে হয়। বাবার প্রতি এই ইতিবাচক ধারণা তাদের আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল মানুষ হতে সাহায্য করে।

মা যদি সবসময় বাবাকে সবার উপরে সম্মানের জায়গায় রাখে, তাহলে সন্তানদের হৃদয়ে বাবার প্রতি গর্ব জন্মায়, আর সেই গর্ব আজীবন তাদের চরিত্র ও জীবনকে আলোকিত করে। কারণ, বাবা–মায়ের পারস্পরিক সম্মানই সন্তানের সবচেয়ে বড় শিক্ষাগুরু।

জানা থাকলে বলে যাবেন এটা কোন নায়কের ছোটবেলার ছবি।
05/08/2025

জানা থাকলে বলে যাবেন এটা কোন নায়কের ছোটবেলার ছবি।

বাবা, আমার জন্য টেনশন করো না আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ " বলা কুমিল্লার ছেলে মাহতাব চার দিন লড়াইয়ের পর না ফেরার দেশ...
26/07/2025

বাবা, আমার জন্য টেনশন করো না আমি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ " বলা কুমিল্লার ছেলে মাহতাব চার দিন লড়াইয়ের পর না ফেরার দেশে চলে গেল।

আপনাদের মনে আছে হয়তো! মাইলস্টোনে দুর্ঘটনার সময় ঝলসে যাওয়া এক কিশোরকে দৌড়াতে দেখা যায়--- সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা সেই কিশোরী ছিল মাহাতাব।

আল্লাহ আমার এই সাহসী ভাইকে জান্নাত নসিব করুক 💔

আমার ছাদ বাগানের ফুল। কেমন লাগছে কমেন্টে বলে দেবেন।
25/07/2025

আমার ছাদ বাগানের ফুল। কেমন লাগছে কমেন্টে বলে দেবেন।

বাড়ি মানে শুধু চার দেয়াল না—এটা একেকটা শ্বাস, একেকটা অনুভব। সারাদিনের ব্যস্ততা, হাজারো মুখের ভিড়ের পরেও হৃদয় খোঁজে ন...
21/07/2025

বাড়ি মানে শুধু চার দেয়াল না—এটা একেকটা শ্বাস, একেকটা অনুভব। সারাদিনের ব্যস্ততা, হাজারো মুখের ভিড়ের পরেও হৃদয় খোঁজে নিজের সেই একটুকরো ঠাঁই—নিজের ঘর, নিজের বিছানা। কোথাও যতই আরাম হোক না কেন, নিজের চেনা জানালার হাওয়া, চেনা গন্ধ, আর নিজের বালিশে মাথা না রাখলে ঘুমই আসে না।

এই বাড়ির দেয়ালে লেগে থাকে হাজারো স্মৃতি, প্রতিটা কোণ যেন বলে যায় নীরব কোনো গল্প। আর ঠিক সেই কারণেই বাড়ি মানে প্রশান্তির আরেক নাম। দূরে গেলে টানটা বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে—যেন নিজের একটা অংশ ফেলে এসেছি।

কারণ, দিনশেষে সবচেয়ে বড় শান্তি—নিজের বাড়িতে নিজের বিছানায় একচিলতে ঘুম। সেটাই যেন জীবনের সবচেয়ে বড় আশ্রয়।

🔹 নিজের উন্নতিতে মনোযোগ দিন, গীবত নয় 🔹মানুষের জীবনে সময়টা খুবই মূল্যবান। এই অল্প সময়ের মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে নি...
19/07/2025

🔹 নিজের উন্নতিতে মনোযোগ দিন, গীবত নয় 🔹

মানুষের জীবনে সময়টা খুবই মূল্যবান। এই অল্প সময়ের মধ্যেই আমাদের চেষ্টা করতে হবে নিজেদের গড়ার, আল্লাহর প্রিয় বান্দা হবার এবং দুনিয়া ও আখিরাত—দুই জগতেই শান্তি অর্জনের। অথচ আমরা অনেকেই ভুল পথে হেঁটে নিজের সময় নষ্ট করি—অন্যের গীবত বা সমালোচনা করে।

গীবত মানে কারো অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি নিয়ে আলোচনা করা। কোরআন বলেছে, গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজ। কেউ কি চাইবে নিজের প্রিয় ভাইয়ের মৃতদেহের গোস্ত খেতে? নিশ্চয়ই না। তবে যখনই আমরা কারো পেছনে তার ভুল, অপূর্ণতা, বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করি, তখন আমরাও ঠিক সেই জঘন্য কাজটাই করছি।

👉 গীবত ও সমালোচনায় ব্যস্ত থেকে কেউ কখনো বড় হতে পারে না।
👉 বরং এতে নিজের মন কলুষিত হয়, রূহ দুর্বল হয়ে পড়ে, আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়।
👉 সমালোচনাকারী ব্যক্তি কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন না।

তাই আসুন—অন্যের দোষ খুঁজে না বেড়িয়ে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করি।
নিজেকে গড়ি, নিজের জীবন ও চরিত্র উন্নত করি।
যত বেশি সম্ভব, নিজেকে ব্যস্ত রাখি উপকারী ও ইতিবাচক কাজে।

🔸 যখন আপনি নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকবেন, তখন অন্যের ভুল দেখার সময়ই থাকবে না।
🔸 অন্যের সাফল্যে ঈর্ষা নয়, বরং অনুপ্রেরণা নিন।
🔸 মন এবং শরীর—উভয়ই থাকবে ভালো, প্রশান্ত।
🔸 সমাজে আপনার সঙ্গে সকলের সম্পর্ক হবে সুন্দর, সম্মাননাপূর্ণ।
🔸 আর সবচেয়ে বড় কথা—আপনি হবেন আল্লাহর কাছে প্রিয় একজন মানুষ।

আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি:
"হে আল্লাহ! তুমি আমাদের হৃদয়কে শুদ্ধ রাখো। অন্যের দোষ না দেখে নিজের ত্রুটিগুলো সংশোধনের তাওফিক দাও।"

সবার জন্য শুভকামনা—
নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন।
নিজেকে গড়ুন, সমাজ বদলে যাবে আপনাতেই।

মনটা ফ্রেশ রাখুন। প্রাণ খুলে হাসুন ।আর পজিটিভ কিছু ভাবুন, পজিটিভ চিন্তা করুন ।দেখবেন এতে আপনার আপনার পরিবারের মঙ্গল হবে ইনশাল্লাহ।

দিনগুলি সত্যিই খুব সুন্দর ছিল হাজারো চেষ্টা করলে আর ফিরে পাবো না ।

14/07/2025

দাদা দাদি নানা নানির সান্নিধ্যে থাকলে তাদের নাতি নাতনির কি অবস্থা হয়।

"ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখো"প্রত্যেকটা বড় স্বপ্ন পূরণ করতে হলে চাই অসীম পরিশ্রম, একাগ্রতা, আর মানসিক দৃঢ়তা। শুধু বস...
13/07/2025

"ঘুমিয়ে নয়, জেগে স্বপ্ন দেখো"

প্রত্যেকটা বড় স্বপ্ন পূরণ করতে হলে চাই অসীম পরিশ্রম, একাগ্রতা, আর মানসিক দৃঢ়তা। শুধু বসে থেকে কল্পনার রাজ্যে হারিয়ে গেলে কিছুই অর্জন করা যায় না। যারা জীবনকে বদলাতে চায়, তারা ঘুমিয়ে স্বপ্ন দেখে না—তারা জেগে উঠে স্বপ্ন পূরণে যুদ্ধ করে।

আমি মানসিকভাবে শক্তিশালী, কারণ আমি জানি, জীবন একটাই, আর এই জীবনটাকেই আমি সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার প্রতিজ্ঞা নিয়ে আমি কাজ করি, কারণ আমি বিশ্বাস করি—স্ট্রাগল ছাড়া সাফল্য অর্জিত হয় না। স্ট্রাগল আমাদের গড়ে তোলে, পরিশ্রম আমাদের পরিণত করে, আর স্বপ্ন আমাদের পথ দেখায়।

আমার লক্ষ্য বড়, কিন্তু আমি জানি শুধু স্বপ্ন দেখলেই হবে না—সেই স্বপ্নের পেছনে নিঃস্বার্থভাবে ছুটতে হবে। হাজার কষ্ট, ব্যর্থতা, ঠোকর খাওয়ার পরেও দাঁড়িয়ে থাকতে শিখতে হবে।

কারণ বিজয় শুধুই তাদের জন্য, যারা কখনও থামে না। যারা ক্লান্ত হলেও হারে না।

Address

Meherpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanta vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanta vlog's:

Share