GM AFRA JI

GM AFRA JI GM AFRA JI
(1)

জীবনে প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, শেষ পর্যন্ত যে পাশে থাকে, সেই আমার জীবনে তুমি, কাইজার
13/06/2025

জীবনে প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, শেষ পর্যন্ত যে পাশে থাকে, সেই আমার জীবনে তুমি, কাইজার

আমি যখন আমেরিকায় ছিলাম, তখন থেকে আমার সাথে ভালো সম্পর্ক, আমাকে চাচা বলেই ডাকে!! আমার সঙ্গে দেখা করতে বাসায় এসেছে! কাইজ...
13/06/2025

আমি যখন আমেরিকায় ছিলাম, তখন থেকে আমার সাথে ভালো সম্পর্ক, আমাকে চাচা বলেই ডাকে!! আমার সঙ্গে দেখা করতে বাসায় এসেছে! কাইজার

দেখতে দেখতে আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে!!সাবাই দোয়া করবেন, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে,,!! আমার আম্মু জন্য, কাইজার
12/06/2025

দেখতে দেখতে আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে!!সাবাই দোয়া করবেন, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে,,!! আমার আম্মু জন্য, কাইজার

আমার কলিজা দুইটা!! কাইজার
07/06/2025

আমার কলিজা দুইটা!! কাইজার

06/06/2025

কোটি টাকা থেকে কোন লাভ নেই, নিজ হাতে যখন নিজের সন্তানকে মাটি দিয়েছি ,এর থেকে বড় কষ্ট পৃথিবীতে আর হয়, আমি তাকে সান্ত্বনা দেবো কি, আমি তো নিজেও শান্ত হতে পারছি না, সব সময় তোমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি, তাই এত রাতেও নিয়ে গেলাম, পৃথিবীতে সমস্ত সুখ আমাদের ছিলো ,এখন সব অন্ধকার হয়ে গেছে, কাইজার,

কলিজার কবরস্থান আল্লাহ তুমি তাকে বেহেস্ত নসিব করো!!
06/06/2025

কলিজার কবরস্থান আল্লাহ তুমি তাকে বেহেস্ত নসিব করো!!

একজন স্ত্রী অসুস্থ হলে নামিদামি ডাক্তার দেখালে ,যতটা না খুশি হয় ,তার চেয়ে দ্বিগুণ খুশি হায়, স্বামী পাশে থাকলে। একটু খ...
23/05/2025

একজন স্ত্রী অসুস্থ হলে নামিদামি ডাক্তার দেখালে ,
যতটা না খুশি হয় ,তার চেয়ে দ্বিগুণ খুশি হায়, স্বামী পাশে থাকলে। একটু খেয়াল রাখবেন, মিষ্টি ভাষায় কথা বলবেন
কাইজার।

তুমি তো বলেছিলে তুমি নাকি সব বুঝো,তাহলে আমার ভালবাসা কেন তুমি বুঝতে পারো না??আমি সবকিছু ঊর্ধ্বে যে তোমাকে ভালোবাসি,, তুম...
23/05/2025

তুমি তো বলেছিলে তুমি নাকি সব বুঝো,
তাহলে আমার ভালবাসা কেন তুমি বুঝতে পারো না??
আমি সবকিছু ঊর্ধ্বে যে তোমাকে ভালোবাসি,, তুমি শুধু আরফি বাবু মারা যাবার পর একটু অন্যরকম হয়ে গেছে আমাকে বুঝতে পারছ না। আমার কি কষ্ট হয় না, আমি তার বাবা, তোমাকে শান্ত দেবার ভাষা আমার কাছে নেই। তুমি একটু শক্ত হও। একটু শান্ত হও। আমরা আবার আগের মত হয়ে যাবো, আল্লাহ তোমাকে সবসময় সুস্থতা দান করুক। কাইজার,

কোন কিছু লেখা কিংবা বলার ভাষা নেই আমার, তুমি কেন সহজেই হতাশ হয়ে যাও?? আমি চাইলেও আর তোমাকে আগের মতো ভালো রাখতে পারব না।...
20/05/2025

কোন কিছু লেখা কিংবা বলার ভাষা নেই আমার, তুমি কেন সহজেই হতাশ হয়ে যাও?? আমি চাইলেও আর তোমাকে আগের মতো ভালো রাখতে পারব না। কেননা আমাদের জীবন থেকে মূল্যবান একটা জিনিস হারিয়ে গেছে ।
যেটা কোনদিনই আমার পক্ষে নিয়ে আসা সম্ভব নয়। তাই ধৈর্য ধরো আল্লাহ তোমার মঙ্গল করুক । সব সময় সুস্থ থাকো এবং ভালো থাকো তোমার জন্য দোয়া এবং প্রার্থনা করি, আর সারা জীবন তুমি আমার পাশে থেকো।

12/04/2025
09/04/2025

এখানে নামেই শিশু হসপিটাল কোন ডাক্তার থাকে না রাত্রে ,সকালে একবার রাউন্ড দিয়ে চলে যায়, সারাদিন ইন্টারনি করে যারা তারাই ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করে ,আসলে কি অমানবিক জায়গা এখানে না গেলে বুঝতে পারবে না কেউ ,যে গেছে সেই জানে এখানের কতটা কষ্ট ,একটা বাচ্চাকে নিঃসঙ্গতভাবে মেরে ফেলা হয়। একমাত্র ওই পিতা-মাতাই জানে সন্তান হারানোর কতটা যন্ত্রণা । আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এরকম শিশু হসপিটালে আর কোন শিশু বিনা চিকিৎসায় মারা না যাই। আর কারো মায়ের বুক খালি না হয়, এখানে কোন চিকিৎসা নেই ,শুধু টাকার খেলা, আর কিছু নাই,

মানবতা তাদের ভিতরে কোন কিছু নেই, এদের ভিতরে কোন মনুষ্যত্ব নেই, বিবেক নেই এরা একটা বাচ্চাকে নিঃসঙ্গত ভাবে হত্যা করতে পারে। পশুর চেয়ে জঘন্য। জানিনি আল্লাহ পাক এদেরকে কবে বিচার করবে। আমিন,

Address

Mujibnagor Meherpur
Meherpur
7103

Alerts

Be the first to know and let us send you an email when GM AFRA JI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GM AFRA JI:

Share