02/08/2025
একজন বলে ছিলো, সবচেয়ে সেরা স্কিন কেয়ার হচ্ছে যে আপনাকে স্ট্রেস দেয় তাকে লাইফ থেকে বাদ দিয়ে ফেলা। শুনতে হাসির মনে হলেও এইটাই সত্যি। আপনি প্রচুর স্কিন কেয়ার করবেন কিন্তু, সেই মানুষটার যন্ত্রণায় আপনার রাতের ঘুম হবে না, প্রায় রাতে কান্না করবেন, তাহলে আপনার 'চেহারার গ্লো' এমনিতেই হারাই যাবে।
সবার আগে অশান্তি দেওয়া মানুষটাকে বিদায় করেন, চেহারার গ্লো এমনিতেই ফিরে আসবে। 😊