05/06/2023
বাজেটের পর যে খবর সবচেয়ে আলোচিত তা হলো, TIN কার্ড থাকলেই ২০০০ টাকা কর দিতে হবে । অর্থাৎ সরকারি কোনো সেবা নিতে গেলেই আপনারে ২০০০ টাকা কর দিতে হবে।
পকেটে টাকা না থাকলেও দিতে হবে ।
তা শুনে আপনি রেগে যেতে পারেন, পকেটে টাকা না থাকলে কর কোত্থেকে দিবো?
আসলে সরকারের পকেটেও টাকা নাই । সরকার ৪৭০ কোটি ডলার ঋণ করেছে আইএমএফ থেকে । তার জন্য আইএমএফ শর্ত দিয়েছে, বছর বছর ভ্যাট ৫ শতাংশ করে বাড়াতে হবে ।
অর্থাৎ আপনি যে আশা করে বসে আছেন, দ্রব্যমূল্যের দাম কমবে , আপনার বাপের ঘাড় হালকা হবে, তা দুরাশা । উপরন্তু জিনিসপত্রের দাম বছর বছর বাড়বে।
বেকারদের তো বাপের হোটেল ছাড়া লাগবেই এখন, এমনকি আপনার নিজের বাপরেও নিজের হোটেল ছাড়তে হইতে পারে ।
বাজেটের জন্য সরকার ঋণ করেছে দেশি বিদেশি নানান ব্যাংক থেকে । বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ করা হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংক প্রচুর নতুন নোট ছাপাবে । মানে মুদ্রাস্ফীতি বাড়বে ।
আগে পাঁচশো টাকায় আপনার একদিন যাইতো, এখন এক বেলা যাবে ।
আমাদের দীর্ঘমেয়াদি উন্নয়নের গল্প শোনানো হয় । জন মেনার্ড তার আ ট্রাক্ট অন মনিটরি রিফর্ম গ্রন্থে লিখেছিলেন,
' দীর্ঘমেয়াদি পরিকল্পনা আসলে বর্তমানের জন্য বিভ্রান্তিকর নির্দেশনা । দীর্ঘমেয়াদে আমরা সবাই মৃত । '
আমাদের ভবিষ্যত কি আসলে? এই যে এতসব উন্নয়ন কি আসলে উন্নয়ন নয়?
ধইরা নি, আমি পাশের প্রতিবেশি থেকে এক কোটি টাকা ঋণ নিয়া বাড়ি করলাম। এটা আমার উন্নয়ন - আমার ভাব ।
আমি মইরা গেলাম । আমার ছেলেমেয়েরা সে বাড়িতে উঠলো । প্রতিবেশি আইসা লাত্থি মেরে তাদের বের করে দিলো । কারণ ঋণ শোধ করা হয় নি।
এটা উন্নয়নের আসল গল্প। ভবিষ্যত প্রজন্ম কেবল উন্নয়নের গর্তে পড়তে যাচ্ছে...
সরকার চায়, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠন করতে । তার মূল উপাদান মনে করা হয় স্মার্ট নাগরিক।
কিন্তু আমাদের স্মার্ট নাগরিকরা লোডশেডিং এ তাদের স্মার্টফোনের চার্জ নিয়ে যতোটা চিন্তিত, তার সিকিভাগ চিন্তে ও নাই লোডশেডিং কেন হচ্ছে?
কাল থেকে দেশের সর্ববৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হবে। কয়লা নেই তাই বিদ্যুৎ উৎপাদন হবে না। কয়লা কেনার ডলার আমাদের নেই । তাই কাল থেকে লোডশেডিং আরও বেশি হবে ।
আগামী থেকে / আগামীকাল থেকে স্মার্ট বাংলাদেশে আপনি স্মার্ট নাগরিক অন্ধকারে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন...
ঋণখেলাপি, মন্ত্রী, শিল্পপতি, টাকা পাচারকারী, সরকারি কালো বিড়ালরাই কেবল এই অমাবস্যায় চাঁদ হয়ে জ্বলতে থাকবে নিজেদের আকাশে ।
' আলোকশূন্য নক্ষত্র '