Nazmul Amin Ishaan

Nazmul Amin Ishaan Motion-graphics & Video Editor | Storyteller আমাদের পূর্বের কাজ দেখুন এখানে ক্লিক করেঃ https://tinyurl.com/yckhayaa

🌙✨ Eid Mubarak! ✨🌙Wishing you all a joyful and peaceful Eid ul Adha!May this beautiful day fill your heart with gratitud...
06/06/2025

🌙✨ Eid Mubarak! ✨🌙

Wishing you all a joyful and peaceful Eid ul Adha!
May this beautiful day fill your heart with gratitude, your soul with peace, and your life with countless blessings.
Keep learning, keep growing and never stop striving for your goals.
May Allah accept all your prayers and sacrifices. Ameen.

With love and duas,
— Ishaan Bhai 🌟

AI কে কাজের বান্দা বানাতে চান? Prompt শেখেন ভাই!AI আইসে...হাত-পা কাঁপতেছে অনেকের।কে যেন চাকরি খায়, কে যেন ডিজাইন করে দেয়...
22/05/2025

AI কে কাজের বান্দা বানাতে চান?
Prompt শেখেন ভাই!

AI আইসে...
হাত-পা কাঁপতেছে অনেকের।
কে যেন চাকরি খায়, কে যেন ডিজাইন করে দেয়, কে যেন কবিতা লেখে — হায়রে AI!
বাপরে! এক্কেবারে ভিলেন বানায়া ফেললেন AI কে!

ভাইরে ভাই, AI আপনার বউ না যে তাকে কেউ ছিনতাই করে নিলো!
AI তো একটা যন্ত্র, একটা সফটওয়্যার — আপনি চালাতে পারলে বন্ধু, না পারলে শত্রু।

আর এই চালানোর চাবি কী জানেন?
Prompt Engineering!

মানে AI কে কীভাবে কথা বুঝায়, কীভাবে বলে যে ও যেন ঠিকঠাক কাজটা করে।

একটা উদাহরণ দেই —
আপনি বললেনঃ
“একটা লেখা দাও ভাই।”
AI দিলো ৫ ক্লাসের রচনা — “আমার প্রিয় মৌসুম বর্ষাকাল”।

আর আপনি যদি বলেনঃ
“একটা ফেসবুক কনটেন্ট লিখো, যেখানে AI Prompt Engineering এর গুরুত্ব নিয়ে ব্যঙ্গ মিশানো স্টাইলে মানুষের ভয় দূর করা হবে, একদম হিউম্যান মাইন্ড থেকে লেখা চাই।”

তখন AI বলে —

“হু হু ভাই, বুঝলাম কাজটা সিরিয়াস!”
এই তো খেল খতম!

AI আপনার কথা বুঝবে যতটা পরিষ্কার করে বলেন। এইটাই তো prompt engineering!

আপনি যদি আপনার বন্ধুকে বলেন —

“ভাই, ঘরে যাও।”
আর আপনি মনে করেন সে বাজার করে, গরুর গোশত নিয়া আসে, রান্না করে, বাসন মাজে —
তাহলে আপনি ভাই দুঃস্বপ্নে বাস করছেন।

AI ও তেমন — বুঝাইতে হয় ভাই! কিচ্ছু সে নিজে বুঝে না।

এখন যদি বলেন —
“AI আমার জায়গা নিয়া নিবে!”
ভাই, আপনি যদি কাজ না পারেন, কথা বুঝায়তে না পারেন, আর নিজেই ভয় পান,
তাহলে আপনার জায়গা নেয়ার কেউ নাই —
আপনি নিজেই ফাঁকা করে দিচ্ছেন!

AI কে ভয় না পেয়ে, শিখেন!
Canva, Midjourney, ChatGPT, CapCut, Runway — ভাই শেখার অভাব নাই,
শুধু ভয় কমান আর শুরু করেন।

আর হ্যাঁ, একটা নতুন কিছু শিখলে পুরান কিছু ভোলা লাগে না —
মানুষের ব্রেইনের জায়গা আছে, আলহামদুলিল্লাহ!
আপনার মগজ বানাইছে আল্লাহ, বিশ্বাস করেন ওর ওপর!

শেষ কথা বলি —
AI কারও শত্রু না, কিন্তু আপনার attitude যদি “আমি কিছু শিখবো না” হয়, তাহলে আপনি নিজেই নিজের শত্রু।

শেখেন ভাই, prompt শেখেন। AI-রে স্যার বানায়েন না, কাজের ছেলে বানান।

গত প্রায় ১/২ সপ্তাহে আপনাদের অনেকের আগ্রহে আমার রেকর্ডেড ক্লাসগুলো সকলকে ফ্রি-তে দেওয়ার পরেও প্রায় ৬০-৭০ জনের মতো রিকোয়ে...
19/04/2025

গত প্রায় ১/২ সপ্তাহে আপনাদের অনেকের আগ্রহে আমার রেকর্ডেড ক্লাসগুলো সকলকে ফ্রি-তে দেওয়ার পরেও প্রায় ৬০-৭০ জনের মতো রিকোয়েস্ট করেছেন আমি যেন একটা নূন্যতম প্রাইসে ক্লাসগুলো লাইভে নিই। কারণ অনেকেই রেকর্ড ক্লাস দেখে-

❌ মনোযোগ ধরে রাখতে পারছে না
❌ কনফিউশন হলে প্রশ্ন করতে পারছে না
❌ প্র্যাকটিক্যাল প্রজেক্ট কিভাবে করবে তা বুঝতে পারছে না
❌ অনেকে ক্লাসগুলো দেখার মতো মোটিভেশন পাচ্ছে না

তাই আমি সিদ্ধান্ত নিয়েছি খুবই সামান্য মুল্য, মাত্র 600/- টাকায় After Effects এর কোর্সটি LIVE নিবো।

এবং আপনাদের লার্নিং পরিপূর্ণ করার জন্য সাথে শেখাবো Premiere Pro + CapCut সফটওয়ারটিও।

এমন বান্ডেল কোর্স শেখার সুযোগ এত কম টাকায় আর কখনোই পাবেন কিনা আমি জানি না। তাই, আপনি ও যদি ঐ ৬০-৭০ জনের মতো চেয়ে থাকেন আমার কাছে LIVE শিখতে তাহলে ক্লিক করুনঃ https://forms.gle/yHeHzgo4PQ1TNV8M6

আমি যখন বলি মেন্টরিং-এ আমার থেকে ভালো আর কেউ নাই। তখন তো বিশ্বাস করেন না 😜 বিশ্বাস করেন খালি স্ক্রিনশট! এই নেন দিলাম স্ক...
17/11/2024

আমি যখন বলি মেন্টরিং-এ আমার থেকে ভালো আর কেউ নাই। তখন তো বিশ্বাস করেন না 😜 বিশ্বাস করেন খালি স্ক্রিনশট! এই নেন দিলাম স্ক্রিনশট। 🤣🤣

বাই দ্যা ওয়ে... এটা ওপেন থ্রেড। আমার ব্যাচ-০১ এর Student যারা ৬ নং ক্লাস (Color Correction) করসেন এখানেও ওপেন মতামত জানাইতে পারেন।

কারা জানেন না?? এটা মুখস্থ করেন।সাথে এটা মনে রাখবেন এখানে সবকিছু 1K এর হিসাব দেওয়া হইসে।দুইপাশেই 2 করে গুণ করতে থাকলে এট...
09/11/2024

কারা জানেন না?? এটা মুখস্থ করেন।
সাথে এটা মনে রাখবেন এখানে সবকিছু 1K এর হিসাব দেওয়া হইসে।
দুইপাশেই 2 করে গুণ করতে থাকলে এটা 4K করে বাড়বে।

এক্সাম্পলঃ

Youtuber এর 1080/1K এর জন্য- 1920x1080
Youtuber এর 4K এর জন্য- 3840x2160
Youtuber এর 8K এর জন্য- 7680x4320

Someone asked me: Why all that effort for?I replied: for the family
23/09/2024

Someone asked me: Why all that effort for?
I replied: for the family

"ভাইয়া আমি অনেক স্ট্রাগলের মধ্যে আছি, আমার এই বিপদ, ঐ বিপদ!" কেউ কেউ এ ধরণের কথা বলে আমাকে এবং Mostly আর্থিক দুর্গতির কথ...
14/06/2024

"ভাইয়া আমি অনেক স্ট্রাগলের মধ্যে আছি, আমার এই বিপদ, ঐ বিপদ!" কেউ কেউ এ ধরণের কথা বলে আমাকে এবং Mostly আর্থিক দুর্গতির কথা তুলে ধরে এবং বলে ভিডিও এডিটিং/ মোশনগ্রাফিক্স/ এনিমেশন ইত্যাদি শিখতেসি কিন্তু সুবিধা করতে পারতেসি না।

-"Proper প্ল্যানিং করে আগান, আর কঠোর পরিশ্রম করেন।"
-"ভাইয়া আমি তো কঠোর পরিশ্রম করি!"

-"কতক্ষন?"
-"ডেইলি ২/৪ ঘন্টা কাজ করি"

-"ডেইলি ১৮ ঘন্টা প্র্যাকটিস না করলে সেটাকে আমি পরিশ্রম-ই মনে করি না, আর আপনি বলতেসেন 'কঠোর' পরিশ্রম করেন??"

আসলে এভাবে হয় না...
আপনি যেই পথ ধরেই আগাতে চান না কেন,
পরিশ্রম করেই আগাতে হবে, পরিশ্রম করলেই সফল হবেন।
Success is no accident!

একটা কথা মাথায় রাখবেন- আপনার বয়স ২০-২৪ মধ্যে থাকতে থাকতেই একটা Core Skill অর্জন করে ফেলতে হবে, সেটা যেটাই হোক না কেন। বলতেসি না- এডিটিং, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং ইত্যাদি কম্পিউটার নির্ভর কাজকর্ম হতে হবে,

হতে পারে আপনার পড়াশোনার লাইনের কিছু, বা আপনি যেদিকে ক্যারিয়ার নিতে চাচ্ছেন সেদিকের কিছু। বাট, Core Skill অর্জন করতেই হবে। কারণ- একজন ছেলে হিসেবে আপনি ২৬ বছর বয়সটা পার হলেই রিয়েলিটি'র উত্তাপ টের পাওয়া শুরু করবেন।

Don't worry হাড়ভাঙ্গা পরিশ্রম করেন,
সব ঠিক হয়ে যাবে।

AI হঠাও, জগত বাঁচাও!!! এত রাগারাগি, রেষারেষি কিসের আপনার AI এর সাথে? AI তো আপনার গার্ল্ফ্রেন্ডকে ভাগায়ে নিয়ে যাওয়া কোনো ...
03/06/2024

AI হঠাও, জগত বাঁচাও!!!

এত রাগারাগি, রেষারেষি কিসের আপনার AI এর সাথে? AI তো আপনার গার্ল্ফ্রেন্ডকে ভাগায়ে নিয়ে যাওয়া কোনো স্বত্ত্বা না, যে এর বিরুদ্ধে দাঁড়ায় আছেন।

কিংবা ধরেন এতো কি প্রেম Photoshop এর সাথে? যে, Canva যখন দুইদিন আগে বললো bye bye photoshop - তখন আপনি রেগে গেলেন? Canva যদি আরো পাওয়ারফুল টুল হিসেবে আসে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে তো খুশি হবার কথা। AI এর শক্তি লিমিটলেস হচ্ছে- আপনার তো খুশি হবার কথা!

কিন্তু আপনি খুশি হচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন, প্রতিবাদ করছেন, কারণ:

(১) আপনার স্কিলের উপর কনফিডেন্স নাই

(২) আপনার ক্রিয়েটিভিটি নাই, আর্টের ডেপথ নলেজ নাই।

(৩) সফটওয়্যার এতদিন একটা বাধা হিসেবে কাজ করতো যা অন্যদের টপকায়ে এরপরে আপনার ফিল্ডে আসতে হইতো, এখন এটা নাই, সো, কম্পিটিটর বেশি
আপনার

(৪) আপনার আল্লাহ কর্তৃক নির্ধারিত রি্যিক এর উপর ভরসা নাই।

(৫) আপনার নতুন কিছু শেখার ক্ষমতা নাই।

তাহলে বলেন তো এখন আপনার কী করা উচিত? অবশ্যই শেখা উচিত, AI শিখবেন, ক্যানভা শিখবেন, ক্যাপকাট শিখবেন, Chatgpt, midjourney হাজার হাজার AI টুলস শিখবেন। ভাই শিখেন.... শেখার একটা মজার ব্যাপার হলো একটা নতুন কিছু শিখলে পুরানো কিছু ভুলে যাওয়া লাগে না!! Human brain এর একচুয়াল ক্যাপাসিটি অনেক!! আমাদের ধারণারও বাইরে!!! শা** AI এর চেয়ে ও অনেক বেশি! আপনার ব্রেইন বানাইসে আল্লাহতায়ালা- এই ব্রেইনের উপরে ভরসা নাই আপনার..??

শুরু করেন শেখা, প্রথম ৪/৬ মাস কষ্ট হবে, পরে দেখবেন কাজ করতে গেলে আপনার নিজেকে আরো পাওয়ারফুল লাগতেসে।

Don't worry এটা একটা ট্রাঞ্জিশন পিরিয়ড,
সব ঠিক হয়ে যাবে।

একটামাত্র পেশা ছাড়া আর কোনো পেশার লোককে দেখবেন না যে ওপেনলি বলে বেড়াচ্ছে আমি এই মাসে $$$ ইনকাম করেছি! বাংলা ৳৳৳ ইনকাম কর...
01/06/2024

একটামাত্র পেশা ছাড়া আর কোনো পেশার লোককে দেখবেন না যে ওপেনলি বলে বেড়াচ্ছে আমি এই মাসে $$$ ইনকাম করেছি! বাংলা ৳৳৳ ইনকাম করেছি।

অনেক সেলসে কাজ করা লোকও, যার বেইজ বেতন ১২ হাজার টাকা, কোনো মাসে ভালো সেল করে লাখ টাকা কমিশন পেতে পারে, বাট আমি কখনো দেখি নাই কোনো সেলসের লোককে এমন কোন বিষয় ওপেন প্ল্যাটফর্মে বলে বেড়াচ্ছে!'

কোনো ডাক্তারকে দেখি নাই স্ট্যাটাস দিতে "আজ! আজ একদিনে ১০০ রোগী দেখলাম, নেট প্রফিট ১ লাখ টাকা :D "

কোনো ব্যাবসায়ীকে দেখি নাই "১ কোটি ডিল ডান✌️"

কোনো রিকশাওয়ালা ও কি বলে? "আজ ঝড়ের দিনে অতিরিক্ত কামাই হলো ১০ হাজার টাকা! আরো ঝড় চাই 😴"

আপনারা সবাই জানেন আমি কোন পেশার কথা বলছি। শেষে এসে শুধু এইটুকু বলতে চাই:

(১) ভালো থাকা - মন্দ থাকা নির্ভর করে আল্লাহ তা'আলার উপরে। তো, রিযিক যাইহোক সেটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন, তাঁর কাছেই চান।

(২) আপনার রিযিক ফলাও করে প্রচারণ করবেন না কারণ "রুহের হায়" বলে একটা কথা আছে। হতে পারে এভাবে অদরকারে আপনার রিযিক দেখায়ে বেড়ালে আপনার রিযিক চলে যেতে পারে অন্য কোন মানুষের কাছে, যার এটা আপনার থেকে বেশি দরকার।

(৩) এভাবে সামাজিক মর্যাদা বাড়ে না, বরং আপনার অপরিপক্ক মানসিকতা সামনে চলে আসে।

আপনার নতুন টাকা হচ্ছে, খুব আনন্দের সংবাদ! সেই টাকার মর্যাদা দিতে শিখুন। সারাদিন "আমার টাকা আছে" "টাকা আছে" ধরণের স্ট্যাটাস দিয়ে বেড়ালে সেই টাকার মর্যাদাটা ক্ষুন্ন করেন। অসংখ্য ব্যর্থ মানুষের আফসোস বাড়ানোর কারণ হয়ে উঠেন আপনি।

18/03/2024

ভয়েস অফ ঢাকা'র মতো ভিডিও এডিটিং যেন আপনি করতে পারেন তার জন্য আমি কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি 😃

শুধুমাত্র পিসি না, আপনি চাইলে মোবাইল দিয়ে ও এইরকম ভিডিও বানাতে পারবেন, যা সম্পর্কে মূল টিউটরিয়ালে বলা হয়েছে।

মিনিমাম পিসি রিকোয়ারমেন্ট
Processor Core i3 4th Gen.
RAM 8 GB

(এইটুকু হইলেই আপনি কাজ শুরু করতে পারবেন, আল্লাহ ভরসা!)

এই টিউটরিয়ালে আমি ভয়েস অফ ঢাকা'র একটা জনপ্রিয় ভিডিও রিমেক করে দেখিয়েছি। মূল টিউটরিয়াল ভিডিওটি পাওয়ার আগেই আপনারা সাইড-বাই-সাইড আউটপুট কম্পেয়ার করে নিতে পারেন এই পোস্টে এড করা ভিডিও থেকে।

আর, মূল টিউটোরিয়ালটি পেয়ে যাবেন আপনার Whatsapp নাম্বারে, একদম বিনামূল্যে টিউটোরিয়ালটি পেতে যারা এখনো ফরম ফিলাপ করেন নাই- করে ফেলুন এখনিঃ 👉 https://forms.gle/aD8M28QQbXMZjhb78

Address

Dhaka

Telephone

+8801850002467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Amin Ishaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Amin Ishaan:

Share

Category