22/05/2025
AI কে কাজের বান্দা বানাতে চান?
Prompt শেখেন ভাই!
AI আইসে...
হাত-পা কাঁপতেছে অনেকের।
কে যেন চাকরি খায়, কে যেন ডিজাইন করে দেয়, কে যেন কবিতা লেখে — হায়রে AI!
বাপরে! এক্কেবারে ভিলেন বানায়া ফেললেন AI কে!
ভাইরে ভাই, AI আপনার বউ না যে তাকে কেউ ছিনতাই করে নিলো!
AI তো একটা যন্ত্র, একটা সফটওয়্যার — আপনি চালাতে পারলে বন্ধু, না পারলে শত্রু।
আর এই চালানোর চাবি কী জানেন?
Prompt Engineering!
মানে AI কে কীভাবে কথা বুঝায়, কীভাবে বলে যে ও যেন ঠিকঠাক কাজটা করে।
একটা উদাহরণ দেই —
আপনি বললেনঃ
“একটা লেখা দাও ভাই।”
AI দিলো ৫ ক্লাসের রচনা — “আমার প্রিয় মৌসুম বর্ষাকাল”।
আর আপনি যদি বলেনঃ
“একটা ফেসবুক কনটেন্ট লিখো, যেখানে AI Prompt Engineering এর গুরুত্ব নিয়ে ব্যঙ্গ মিশানো স্টাইলে মানুষের ভয় দূর করা হবে, একদম হিউম্যান মাইন্ড থেকে লেখা চাই।”
তখন AI বলে —
“হু হু ভাই, বুঝলাম কাজটা সিরিয়াস!”
এই তো খেল খতম!
AI আপনার কথা বুঝবে যতটা পরিষ্কার করে বলেন। এইটাই তো prompt engineering!
আপনি যদি আপনার বন্ধুকে বলেন —
“ভাই, ঘরে যাও।”
আর আপনি মনে করেন সে বাজার করে, গরুর গোশত নিয়া আসে, রান্না করে, বাসন মাজে —
তাহলে আপনি ভাই দুঃস্বপ্নে বাস করছেন।
AI ও তেমন — বুঝাইতে হয় ভাই! কিচ্ছু সে নিজে বুঝে না।
এখন যদি বলেন —
“AI আমার জায়গা নিয়া নিবে!”
ভাই, আপনি যদি কাজ না পারেন, কথা বুঝায়তে না পারেন, আর নিজেই ভয় পান,
তাহলে আপনার জায়গা নেয়ার কেউ নাই —
আপনি নিজেই ফাঁকা করে দিচ্ছেন!
AI কে ভয় না পেয়ে, শিখেন!
Canva, Midjourney, ChatGPT, CapCut, Runway — ভাই শেখার অভাব নাই,
শুধু ভয় কমান আর শুরু করেন।
আর হ্যাঁ, একটা নতুন কিছু শিখলে পুরান কিছু ভোলা লাগে না —
মানুষের ব্রেইনের জায়গা আছে, আলহামদুলিল্লাহ!
আপনার মগজ বানাইছে আল্লাহ, বিশ্বাস করেন ওর ওপর!
শেষ কথা বলি —
AI কারও শত্রু না, কিন্তু আপনার attitude যদি “আমি কিছু শিখবো না” হয়, তাহলে আপনি নিজেই নিজের শত্রু।
শেখেন ভাই, prompt শেখেন। AI-রে স্যার বানায়েন না, কাজের ছেলে বানান।