
28/07/2025
ইব্রাহিম রাসেল । একটা মোবাইলের দোকান চালাত মিরপুরে। সবাই তাকে চেনে। “নতুন ফোন, পুরান ফোন, সব আছে রাসেলের দোকানে!”
তবে ইদানিং বাজার মন্দা, ক্লায়েন্ট কমে যাচ্ছে, রাসেল কপাল চাপড়ায়—
“ভাই, এখন তো সবাই অনলাইনে কিনে, আমি তো এসব বুঝিই না।”
একদিন এক কাস্টমার এসে বলল,
“ভাই, আপনি কি পেজে অ্যাকটিভ থাকেন?”
রাসেল চমকে গেল। ভাই, পেজ মানে?
তখন বুঝল—আজকাল কেবল দোকান থাকলেই হয় না, সরব থাকতে হয় অনলাইনেও। মানুষ আজকাল সবকিছু আগে অনলাইনে সার্চ করে দেখে। ধীরে ধীরে সেটাই হচ্ছে সবার বিশ্বাসের জায়গা।
এক মাস পর, রাসেল পেজ খোলে,
প্রতিদিন ফোনের ছবি, রিভিউ পোস্ট করে। আর লিখে দেয় একটা লাইন—
👉 “দোকানেও পাবেন, দরকার হলে বাসায়ও পাঠিয়ে দিব।”
এখন রাসেলের দোকানে খালি কাস্টমার না, সে নিজেই এখন একটা “লোকাল ব্র্যান্ড”।
ব্যবসা আগের মতোই থাকুক— শুধু নিজের বিশ্বস্ততাকে একটু বেশি মানুষের সামনে নিয়ে যান অনলাইন প্লাটফর্ম এ যুক্ত হয়ে।