
05/06/2025
"গ্রামে এসে মনে হয়—জীবনটা কত্তো সোজা! সকালে হাঁস ডাকায় ঘুম ভাঙে, দুপুরে পুকুরে গোসল, আর বিকেলে এই মাঠে দাঁড়িয়ে মনে হয় আমি সিনেমার হিরো।
কিন্তু শহরে ফিরলেই দেখি, ঘুম ভাঙে বকাঝকায়, দুপুর মানেই খাবারের জন্য লড়াই, আর বিকেলটা জ্যামে বসে কেটে যায়।
তাই ভাবছি, যদি চাকরি না পাই—এই সবুজের মাঝেই একটা 'ফ্রেশ এয়ার' কোম্পানি খুলে ফেলবো। স্লোগান হবে:
'শ্বাস নিতে হলে আসুন এখানে, EMIs নিয়ে চিন্তা ছেড়ে দিন চিরতরে!' 😜"