নিঝুম

নিঝুম “জনসেবাই আমার লক্ষ্য, আপনাদের দোয়া-সমর্থনই আমার প্রেরণা।”

এই ছোট্ট মাসুম বাচ্চার ছবিটি দেখার পর আমার দু-চোখের পানি আর ধরে রাখতে পারিনি।  সারা রাত একটুও ঘুমায়নিআমি ঘুমাতে পারছি না...
23/07/2025

এই ছোট্ট মাসুম বাচ্চার ছবিটি দেখার পর আমার দু-চোখের পানি আর ধরে রাখতে পারিনি।
সারা রাত একটুও ঘুমায়নি
আমি ঘুমাতে পারছি না, বার বার মনে হচ্ছে বাচ্চারা নিশ্চয়ই শুধু মা মা বলে চিৎকার করেছে,
আর যেই মা প্রতিদিন রাতে সন্তানের স্কুলব্যাগ গুছিয়ে রাখতেন,
সকালবেলা টিফিনে কী বানাবেন ভাবতে ভাবতে
সন্তানের মাথায় মায়াভরা হাত বুলিয়ে ঘুমিয়ে পড়তেন,
সেই মা আজ কীভাবে ঘুমাবেন?
শুধু ফাঁকা বিছানা, পড়ার টেবিল আর নিঃশব্দ কান্না।
এই রাত শুধু রাত না—একটা মায়ের ভেঙে যাওয়া পৃথিবী। আমি আর কিছু ভাবতে পারছিনা সারা রাত ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না করেছি।

হে আল্লাহ আর কোন মায়ের কোল খালি করিয়েননা আপনি রক্ষা করুন মালিক। ইয়া রব! ঝলসে যাওয়া দেহগুলোতে আপনার রহমতের শীতলতা দান করুন।
ইয়া আল্লাহ! বাচ্চাগুলোকে আপনার রহমের চাদরে ঢেকে দিন, ইয়া আল্লাহ সমস্ত মা বাবাকে ধর্য্য ধরার তৌফিক দান করুন !

পাথর মেরে যাকে হত্যা করা হল তাকে দেখা যাচ্ছে যুবদলের মঞ্চে। আর পাথর ছুঁড়ে যে হত্যা করল সে খুনিকে দেখা যাচ্ছে হাসনাত সারজ...
14/07/2025

পাথর মেরে যাকে হত্যা করা হল তাকে দেখা যাচ্ছে যুবদলের মঞ্চে। আর পাথর ছুঁড়ে যে হত্যা করল সে খুনিকে দেখা যাচ্ছে হাসনাত সারজিসের আর ছাত্রলীগের নেতার সাথে। ভিকটিমের পরিবার ইতিমধ্যে দাবি করেছেন সে খুনিকে আসামি পর্যন্ত করা হয় নাই। আশ্চর্যের বিষয় যে তিনজন প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যা করল, যে ভিডিও সারাদেশে ভাইরাল হল তা তো দৃশ্যমান সে তিন খুনির কাউকে আসামী করা হয় নাই। আসামি করা হল যুবদল নেতাদের অথচ ভিকটিমের পরিবার বলছে যুবদল নেতারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় আর যারা জড়িত, যাদের ছবি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেফতার এবং আসামি কোনটাই করা হচ্ছে না। ভিডিও থেকে খুনিদের আসল পরিচয় এখন প্রকাশ্যে চলে এসেছে, গত জুলাই আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে ছাত্রদের ওপর গুলি ছুড়েছিল এখন তারা এনসিপির নেতাদের ক্যডার। গতকাল দেশের পরিস্থিতিটা ছিল যেন খুনি হাসিনার পুনরাবৃত্তি হয়েছিল,, যে আমরাই খুন করব আবার আমরাই প্রতিবাদ করব। সারাদেশে স্বাধীনতা বিরোধী আর কিছু কুলাঙ্গারের বাচ্চা নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির শীর্ষ নেতৃত্বকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন।

গত শুক্রবার দিন দেশে তিনটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। খুলনায় যুবদল নেতাকে গুলি করে পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়। পায়ের রগ কেটে হত্যার রাজনীতি এদেশে কারা করে এদেশের মানুষ সে গুপ্ত সংগঠনকে জানে। একজন মসজিদের ঈমামকে খুতবা পছন্দ না হবার কারণে মসজিদের ভিতর প্রকাশ্যে সে একই গুপ্ত সংগঠনের জঙ্গিরা হত্যা করে। তৃতীয় হত্যাকাণ্ড হল ঢাকার হত্যাকাণ্ডটি। প্রত্যেকটা হত্যাকাণ্ডের মূল হোতা একটিই গোষ্ঠী। যারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়, গতকাল সারাদেশে সে গোষ্ঠীর অপতৎপরতা তার সাক্ষ্যই বহন করছে। সরকার যদি এদের মুখোশ উন্মোচন না করে বুঝতে হবে সরকারের একটি অংশও এর সাথে জড়িত। গতকালকে ঘটনা দেখে মনে হচ্ছে, হাসিনার অপরাজনীতি আবার নতুন রুপে ফিরে আসছে। বিএনপিকে আরো সাবধান হতে হবে। এখন বিএনপি কুলষিত হলে বাংলাদেশ কুলষিত হবে।

02/06/2025

আল্লাহ তুমি কাকার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও।
আমিন। 🤲

জামায়াতের রাজনীতি তিন ধাপে চলে:১. ইসলামের নামে জনতার বিরুদ্ধে অবস্থান নেয়।2. জনতা না মানলে বলে—"ইসলামের জন্য করেছি"।3. ত...
02/06/2025

জামায়াতের রাজনীতি তিন ধাপে চলে:

১. ইসলামের নামে জনতার বিরুদ্ধে অবস্থান নেয়।
2. জনতা না মানলে বলে—"ইসলামের জন্য করেছি"।
3. তবু গ্রহণ না করলে বলে—"আমরা করিনি, পূর্ববর্তী বা বহিরাগত ভাইরা করেছে"।

এইভাবেই দায় এড়িয়ে, ধর্মকে ঢাল করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালায় তারা। এটিই জামায়াতের তথাকথিত "স্বচ্ছ রাজনীতি"।

আপনি কি মনে করেন....

শোক সংবাদ কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ জালাল আহমেদ স্যার অদ্য ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেক...
01/06/2025

শোক সংবাদ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ জালাল আহমেদ স্যার অদ্য ঢাকা ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ জোহর শহিদী মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।

01/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

ভাগ্যবান একজন মানুষ সুবহান'আল্লাহ 🥰🥰আল্লাহ ভাইয়ের দোয়া কবুল করেন 🤲🤲
30/05/2025

ভাগ্যবান একজন মানুষ সুবহান'আল্লাহ 🥰🥰
আল্লাহ ভাইয়ের দোয়া কবুল করেন 🤲🤲

29/05/2025

১ কোটির জমি ১০০০০ জনের কাছে ১ লাখ টাকা করে ১০০ কোটিতে বিক্রির নাম 'লাখ টাকায় রিসোর্টের মালিকানা'।

৩০ মে, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর৪৪তম শাহাদাৎ বার্ষিকী...
29/05/2025

৩০ মে, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর
৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন
— হাফিজুল্লাহ হীরা
সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল (কেন্দ্রীয়)

#শ্রদ্ধাঞ্জলি

Address

916
Middle Badda
1212

Telephone

+8801915363333

Website

http://www.icardltd.com/

Alerts

Be the first to know and let us send you an email when নিঝুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিঝুম:

Share