16/01/2024
ব্যাবসা শুরু কি খুব সহজ! কিংবা শুরু করে এগিয়ে নিয়ে যাওয়া!??
অদম্য মনোবলে প্রচন্ড সাহস ও ঝুঁকি নিয়ে খুব সুন্দর আইডিয়া নিয়ে অনেকে ব্যাবসা শুরু করে কয়েকবছরের মধ্যে তা গুটিয়েও নিয়েছেন , আবার অনেকে এগিয়েছে দূর্বার গতিতে।
বাংলাদেশের (CMSME) ক্ষুদ্র, মাঝারী কিংবা কুটিরশিল্পের উদ্যোক্তাদের জন্য বিজনেস শুরু করাটা খুব কঠিন কিছু নয় , তবে সঠিক ধারনা না থাকায় ব্যাপার টা জটিল মনে করেন। নতুন ব্যবসা শুরু করতে গেলে একজন উদ্দ্যোক্তা আইন-কানুন, কাগজপত্র, প্রসেস-সিস্টেম এমন অনেক কিছুর ঘূর্ণিতে হাবুডুবু খান, হোক তা অনলাইন কিংবা অফলাইন। সাথে দারুণ আইডিয়া নিয়ে কাজ শুরু করলেও সঠিক ভাবে পণ্যের র্মার্কেটিং ও সেলসএর ধারনা না থাকায় অনেক ব্যাবসা ফেইল করে।
একদম শূণ্য হাতে শুরু করে একজন উদ্দ্যোক্তা হিসেবে ৭ বছরের এক জার্নি আমার , প্রচুর প্রচুর ভুল করেছি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার সামনের দিকে ছুটে চলেছি, পাড়ি দিয়েছি অনেক চড়াই-উতরাই , ঠেকে ঠেকে কাজ শিখেছি , খুঁজে খুঁজে মেন্টর বের করেছি একটু একটু করে শিখেছি ব্যাবসা জানা ও বোঝার জন্য । নানান প্রতিকূলতা ঠেলে দাঁড়া করিয়েছি নিজের ব্যবসায়ীক উদ্যোগ ।
সেই শুরুর সময়ে তখন যদি কাউকে পেতাম যে ঠিক বেঠিক দিক গুলো শুধরে দিবেন তাহলে হয়ত আমার উদ্দ্যোক্তা জার্ণি সহজ হতো।
সেই অনুধাবন থেকে, পরিচিত কিংবা বন্ধুমহলের কেউ যখনই ব্যাবসা শুরু করা নিয়ে পরামর্শ চেয়েছে, নিজের বাস্তবজ্ঞান থেকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আর এই কাজটি এখন আমার ভালো লাগার জায়গা।
এই ভাবনা থেকে আমার নতুন আর ভিন্নধারার এক উদ্দ্যোগ , যারা নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু নানান জটিলতায় পথ খুঁজে পাচ্ছেন না, স্বাগতম তাদেরকে । হয়ত এতে আপনার উদ্যোক্তা হবার পথটা আরেকটু সহজ হবে ।
প্রতি শণিবার সকাল ১১ টা থেকে ১ ঘন্টা, পরামর্শ ও আলোচনা সেশন । সামনা সামনি কিংবা অনলাইনে।