RK VLOGS

RK VLOGS কায়দা করে বেঁচে আছি 😊

কি বুঝলেন বুকে থাকলেই সবাই আপন হয় না, বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে 🖤
04/08/2025

কি বুঝলেন
বুকে থাকলেই সবাই আপন হয় না, বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে 🖤

31/07/2025

যারা নিজেকে নিস্পাপ ও নির্দোষ দাবি করে,
দিনশেষে তারাই সর্বনাশের হোতা।

28/07/2025

❝জ্ঞানহীন, কর্মহীন, উদ্দেশ্যহীন জীবন কেবল গবাদিপশুর জন্য, মানুষের জন্য নয়।❞
—সক্রেটিস

28/07/2025

❝বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না।❞
—ক্লাইভ জেমস

𝙇𝙪𝙭𝙪𝙧𝙮 𝙏𝙧𝙖𝙥-এ ঢুইকো না জীবনে শান্তি চাইলে! এই ফাদে পড়লে আসলেই জীবন শেষ। তুমি এখনো স্টুডেন্ট, সবে ফ্রেশ গ্র্যাজুয়েট বা ক্...
25/07/2025

𝙇𝙪𝙭𝙪𝙧𝙮 𝙏𝙧𝙖𝙥-এ ঢুইকো না জীবনে শান্তি চাইলে!
এই ফাদে পড়লে আসলেই জীবন শেষ।

তুমি এখনো স্টুডেন্ট, সবে ফ্রেশ গ্র্যাজুয়েট বা ক্যারিয়ারে ঢুকছো এই মুহূর্তে যদি চিন্তা করো "তিন ক্যামেরার ফোন ছাড়া চলবেনা", ব্র্যান্ডেড হেডফোন, এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, চকচকে শার্ট-প্যান্ট আর ক্যাফেতে ভাইরাল চা খাওয়া ছাড়া লাইফে কিছুই নাই..

তাহলে ভাই, খবর আছে।

তুমি LUXURY TRAP–এ ঢুকতেছ!

বাংলাদেশে ৭৫% তরুণ ফিনান্সিয়াল স্ট্রেসে পড়ে তাদের ‘life-start তখনো properly শুরু হওয়ার আগেই’।

(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক, SME Youth Survey 2023)

মানে, ইনকাম ১০ হাজার, খরচ ১৫ হাজার।

এইটা সেই ফাঁদ, যেটা বাহির থেকে দেখে মনে হয় Luxury, ভেতরে ঢুকে বুঝবা Necessity নাই!

এইটা ছাড়া জীবন খুব ভালোভাবে সুন্দরভাবে চলে যাবে।

তোমার আশপাশে অনেকেই এই ফাঁদে পড়েছে।

দেখবা

🛍 স্টুডেন্ট হয়েও EMI দিয়ে ১ লাখ টাকার মোবাইল ইউজার।

🛵 ব্যাকআপ ইনকাম নাই, তবুও কিস্তিতে বাইক কিনসে।

🎮 অনলাইন ইনফ্লুয়েন্সার হবো ভেবে DSLR নিয়ে খবর নাই।

☕ প্রতি সপ্তাহে টুংটাং হোটেলের রংচং হাইফাই ব্রেকফাস্ট বেদরকারে।

এইগুলা আসলে লোহার হাতকড়া! এটা পরার পর তুমি আর ইনভেস্ট করতে পারবা না নিজের স্কিলে, নতুন কোর্সে, নিজের গ্রোথে!

তুমি ইনভেস্ট করবা না সে প্রতিষ্ঠানে যা তোমার ইনকাম বাড়াবে, বরং তুমি খরচ করবা সেই জায়গায় যেখানে তোমাকে বাহির থেকে দেখতে "স্মার্ট" লাগে, কিন্তু ভেতরটা ফাঁকা রাখে।

এটাই হলো Real Luxury Trap।

তুমি ভাবতেছো তুমি এই বিলাসিতার মালিক।

আসলে এসব লাক্সারি গুলাই তোমার মালিক হয়ে যাচ্ছে।

একটা ছোট উদাহরণ দেই.

তুমি যদি এখন প্রোগ্রামিং বা ডিজাইন শিখতে ৫-১০ হাজার টাকার একটা কোর্সে সময় দাও, সেটা দিতে পারবে না, কারণ তোমার টাকা নাই। কিন্তু এই মাসেই তুমি রেস্টুরেন্টে একবেলা খেয়ে ২০০০ বিল উড়াইসো।

তুমি যদি এখন একটু কষ্ট করো, সাময়িক simple life চালাও, দুই বছর পর সেটাই তোমাকে দিয়েছে Skill যদি শিখো। পাবা Stability + Savings।

আর সেখান থেকেই উঠে আসবে তোমার Real Freedom আর Real Luxury 💎

আমি বলতেসি না, বিলাসিতা করোনা।

কিন্তু আগে বিল্ড হও।

পরে বিলাসিতা করতেও মজা লাগবে, সমস্যাও হবেনা তেমন।

21/07/2025

চুলার আগুনের আঁচটাও লাগতে না দেয়া সন্তান তাদের…💔

21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

#উপর #আহত #রহম

18/07/2025

নিজেকে দেখে করুনা হওয়ার অনুভুতিটা পৃথিবীর নিকৃষ্টতম অনুভূতি গুলোর মধ্যে অন্যতম......

18/07/2025

❝বিনয় সম্মানিত মানুষের গুণ, আর অহংকার ছোটলোকের অভ্যাস।❞
—ইমাম শাফিঈ (রহ.)

18/07/2025

❝অকারণ উদ্বিগ্নতা মানুষের পায়ের তলার মাটিকে বড্ড পিছল করে দেয়।❞
—সমরেশ মজুমদার (বুনো হাঁসের পালক)

17/07/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

Address

Mirpur

Telephone

+8801951795299

Website

Alerts

Be the first to know and let us send you an email when RK VLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RK VLOGS:

Share