RK VLOGS

RK VLOGS কায়দা করে বেঁচে আছি 😊

17/07/2025

আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।

আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।

আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।

সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন।

16/07/2025

আম্মু সাথে থাকলে কি হয়?

ঘরে ফিরে ফেলে রেখে যাওয়া জামাকাপড় গুলো ধুয়ে-শুকিয়ে ভাজ করা অবস্থায় আলমারিতে পাওয়া যায়।বিছানা গুছানো আর ফ্লোরটা চকচকে পরিষ্কার পাওয়া যায়।পাওয়া যায় থাল ভর্তি নানান পদের মিশেলে ভাত আর একটা হাসি মুখ! সাথে ঘর ভর্তি মায়ের ঘ্রাণ।

এই সুখ গুলোকে একসময় গ্রান্টেড হিসেবে নিতাম।এখন বুঝি মা সাথে থাকলেই জীবনটা কত সহজ হয়ে যায়! 🤍

11/07/2025

সত্যিকারের ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, বরং দূরে থেকেও যদি হৃদয় একে অপরকে ভূলে না যায়- সেটাই ভালোবাসা।" 🌸❤️‍🩹

🍁কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠিএকদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক ...
09/07/2025

🍁কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি

একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন।

প্রথম জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন,
"মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে। আপনি একা বেঁচে থাকবেন।"

এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন।

পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন।

দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন,
"মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন।"

রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।

দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল ‘কথা বলার ধরনে’। একজন পেল মৃত্যুদণ্ড, আর অন্যজন পেল পুরস্কার।

তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে।
মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তির্যক ভাষা আনে বিপদ।
সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়—এটা এক বিশেষ গুণ।

কথার উপর নির্ভর করে বহুকিছু

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত...
08/07/2025

ডায়ালাইসিস চলাকালে রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়, সেখান থেকে পরিশোধিত রক্ত আবার নীল টিউব দিয়ে শরীরে ফিরিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়া চলতে থাকে টানা চার ঘণ্টা, রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াচড়া ছাড়া।

একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে তিনবার এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়—
মাসে ১২ বার, মোট ৪৮ ঘণ্টা যন্ত্রের ওপর নির্ভরশীল জীবন।

অন্যদিকে, যারা সুস্থ—তাদের কিডনি এই কাজটি করে ফেলে দিনে ৩৬ বার,
না কোনো যন্ত্রের সাহায্য, না কোনো কষ্ট, না কোনো সময়ক্ষেপন।আলহামদুলিল্লাহ!

আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি।
কত মহান তুমি যখনই তোমার নেয়ামত নিয়ে ভাবি তখনই আমার চোখের কোনে পানি চলে আসে।

“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”

সূরা আর রহমান,আয়াত-১৩

#আমার #এই #এই

07/07/2025

মৃত্যু মতো সত্য নেই আর আশার মতো মিথ্যা নেই ।

#আর

05/07/2025

যে পুরুষ স্ত্রীকে অনেক যত্ন করে সে স্ত্রী অনেক বেশি পরকীয়া করে

04/07/2025

তোমাকে ভুলে যেতে বলেছিলো সভ্যতা
আমি ভুল করে সভ্যতা ভুলে গেছি।

01/07/2025

কাঁদো তোমার নেত্রীর নামে, যিনি তোমাকে রেখে পালিয়েছেন।
কিতাবুল হতাশ,
খন্ড ৫, অধ্যায় ৩৬, পৃষ্ঠা ৩২

স্রস্টাকে কখনো তৈরি করা যায় না!
28/06/2025

স্রস্টাকে কখনো তৈরি করা যায় না!

লাগলে যেতে পারেন 🤣
26/06/2025

লাগলে যেতে পারেন 🤣

26/06/2025

যারে বিয়ে করার জন্য কানছিলাম ওরে বিয়ে করলে সারা জীবন কানতাম!🙂

#সারা #করার

Address

Mirpur

Telephone

+8801951795299

Website

Alerts

Be the first to know and let us send you an email when RK VLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RK VLOGS:

Share