SUMON

SUMON Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUMON, Digital creator, Mirpur, Mirpur.

14/05/2025
14/05/2025

বয়সের সাথে
শুধু চেহারা বদলায় না, বদলায় চিন্তা, মন আর মানুষ চিনে ফেলার ক্ষমতা!

ছোটবেলায় যারা কমলার খোসা চোখে টিপ দিয়ে দৌড় দিতো,ওরাই মনে হয়, বড় হয়ে মলম পার্টির লিডার হইসে! 🙃
17/09/2023

ছোটবেলায় যারা কমলার খোসা চোখে টিপ দিয়ে দৌড় দিতো,
ওরাই মনে হয়, বড় হয়ে মলম পার্টির লিডার হইসে! 🙃

গরীব লোক পয়সায় না হোক হৃদয়ে বড় হয় !!
06/08/2023

গরীব লোক পয়সায় না হোক হৃদয়ে বড় হয় !!

আপনি দূরত্ব চাইলেন আর আমি দূর থেকে আপনাকে চাইলাম।
24/06/2023

আপনি দূরত্ব চাইলেন
আর আমি দূর থেকে আপনাকে চাইলাম।

লজ্জার মাথা খেয়ে বারান্দার ক্যাকটাস গাছটা এই নিশী রাতে জড়িয়ে ধরে আছে মাধবীলতাকে!  আর এদিকে আমি ওদের এসব কাণ্ড দেখে এক চো...
24/06/2023

লজ্জার মাথা খেয়ে বারান্দার ক্যাকটাস গাছটা
এই নিশী রাতে জড়িয়ে ধরে আছে মাধবীলতাকে!
আর এদিকে আমি ওদের এসব কাণ্ড দেখে
এক চোখে রোদ আর আরেক চোখে বৃষ্টি নিয়ে
রোদের দামে বর্ষা কিনে নিব বলে ভাবছি
তখন আর কেউ আমাকে কাঁদাতে পারবে না।

★রোদের দামে বর্ষা কিনেছি...
লেখা— সুলতানা রাজিয়া লিপি

কোনো জিনিস দামাদামি করার পর দাম না মিলে রেখে চলে আসার সময় পেছন থেকে মনে মনে প্রত্যাশা করা দোকানির ডাকের মতো খানিক মনমালি...
24/06/2023

কোনো জিনিস দামাদামি করার পর
দাম না মিলে রেখে চলে আসার সময় পেছন থেকে
মনে মনে প্রত্যাশা করা দোকানির ডাকের মতো
খানিক মনমালিন্য হলে রাগ-অভিমানে
আপনার কাছ থেকে চলে আসার সময়
মনে মনে ভাবি; একবার পেছন থেকে ডাকুন।

লাভ হোক কিংবা লস– তা দেখার কি প্রয়োজন,
ফিরে গিয়ে কিনে নেওয়া সওদার মতো
আপনার ডাকে সাড়া দিয়ে থেকে যাব আজীবন।

কে বলেছে দুঃখ পেলে হারাই? কে বলেছে ঠায় দাঁড়িয়ে থাকি, আমি ভীষণ দুঃখ পেলে - এই আমাকে খুব লুকিয়ে রাখি। কে বলেছে হাসছি নাকো ...
24/06/2023

কে বলেছে দুঃখ পেলে হারাই?
কে বলেছে ঠায় দাঁড়িয়ে থাকি,
আমি ভীষণ দুঃখ পেলে -
এই আমাকে খুব লুকিয়ে রাখি।

কে বলেছে হাসছি নাকো আর?
কে দেখেছে চোখের কোণে জল,
কেউ দেখেনি আমার একা থাকা -
এই আমিটা ভীষণ অচঞ্চল!

কে বলেছে লেখার জন্য লিখি?
কে বলেছে গল্পে শুধুই ঝড়,
কেউ দেখেনি কার জন্য কাঁদি
কার জন্য ভীষণ স্বার্থপর!

~ সোয়েব আল হাসান

একমুঠো কদমের অপূর্ণতায়বলা হয়ে ওঠেনি 'বর্ষা আমার প্রিয় ঋতু'।আলগোছে খুলে রাখা কপাট,দুয়ারে দাঁড়িয়ে বললো না কেউ;'তোমায় দিলাম...
20/06/2023

একমুঠো কদমের অপূর্ণতায়
বলা হয়ে ওঠেনি 'বর্ষা আমার প্রিয় ঋতু'।
আলগোছে খুলে রাখা কপাট,
দুয়ারে দাঁড়িয়ে বললো না কেউ;
'তোমায় দিলাম বাদলা দিনের প্রথম কদম ফুল'।

পঁচিশ বর্ষা গত হয়ে গেল
বর্ষণে বর্ষণে ডুবে গেল মনের উঠোন।
কদমের দিন শেষে শরত আসে
অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে ভাবি;
আসছে বর্ষায় যদি কেউ আসে,
যদি হাতভর্তি কদম বাড়িয়ে দিয়ে বলে
সে আমায় ভালোবাসে!

12/06/2023

কোনো এক বৃষ্টির দিনে তুমি আর আমি
দুজনের হাতে গরম দু কাপ চা ☕😊।

12/06/2023

সিঁড়ি দিয়ে উঠার সময় দেখলাম লম্বা চুলওয়ালা একটা মেয়ে উঠছে। পরনে একটা শার্ট আর প্যান্ট। হালকা পাতলা দেহের গড়ন। পিছন থেকে দেখতে ভালোই লাগছে! আশা করেছিলাম একবার ঘুরে তাকাবে, না, তাকাল না।

বাসায় গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, "নতুন ভাড়াটিয়া আসছে নাকি মা?"

"হ্যাঁ, তিনতলায় নতুন ভাড়াটিয়া এসেছে। "

তাই তো বলি আমাদের বাড়িতে এ বয়সের মেয়ে আসবে কোথা থেকে। যে কয়টা মেয়ে আছে হয় পিচ্চি না হলে বিবাহিত বড়ো আপা! যাক এতদিনে একজন পাওয়া গেল।

সকালে রাস্তায় বের হয়েছি দেখলাম আমাদের তিনতলার আংকেল একগাদা বাজার নিয়ে রিকশা থেকে নামছে। ভাবলাম এই তো সুযোগ বাজার তোলায় সাহায্য করে বাসায় যাওয়া যাবে। সুযোগে মেয়েটা কে দেখা হলো সাথে আংকেলের সাথে একটা ভালো সম্পর্ক হবে।

কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, "কেমন আছেন আংকেল?"

"আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তা তুমি ছালাম ভাইয়ের ছেলে না?"

"জি আংকেল।"

আমি বাজার ব্যাগ দুইটা ওনার হাত থেকে নিলাম। উনি অবশ্য দিতে চাচ্ছিলেন না।অনেক ভারি ব্যাগ! মনে হয় অনেক বাজার করেছেন।
দুইহাতে দুইটা ব্যাগ নিয়ে তিনতলা উঠে ঘামিয়ে গেছি।

আংকেল বললেন, "ভিতরে এসো বাবা এক কাপ চা খেয়ে যাও।"

ভিতরে গিয়ে সোফায় বসলাম। বড়ো চুলওয়ালী কে দেখতে পাচ্ছি না। কী করছে কে জানে? আন্টি চা নিয়ে এলেন।
আন্টি দেখতে বেশ সুন্দরী! মনে হয় মেয়েটাও সুন্দরী হবে? আঃ! কখন যে দেখব? ভিতরে উত্তেজনা কাজ করছে।

আন্টির সাথে বসে গল্প করছি। উনি আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলেন। আমিও খুব আগ্রহ নিয়ে সব প্রশ্নের জবাব দিচ্ছি আর আশেপাশে সুন্দরী কে খোঁজ করছি।

লম্বা চুলওয়ালী কে অবশেষে দেখলাম। হতভম্ব হয়ে চেয়ে আছি। কী যে রাগ লাগছে!

আন্টি বলছেন, "আমার ছেলে সোহান। ওর একটা ব্যান্ড দল আছে।" 🙂

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

( সংগ্রহীত )

Address

Mirpur
Mirpur
1216

Telephone

+8801745296578

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUMON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share