Voice of Barisal

Voice of Barisal এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই।

লোকবল নেবে এসএমসিএসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনস্টিটিউশনাল সেলস বিভাগ অফিসার...
02/07/2025

লোকবল নেবে এসএমসি
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনস্টিটিউশনাল সেলস বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর।

01/07/2025
কি নামে ডেকে বলব তোমাকে মন্দ করেছে আমাকে গরুর দুটি চোখে 😉😉
01/07/2025

কি নামে ডেকে বলব তোমাকে
মন্দ করেছে আমাকে গরুর দুটি চোখে 😉😉

01/07/2025

পোস্ট
ডিলেট কর নইলে সমস্যা হবে
মেসেজটা খুব মিস করি
😜

গিরগিটি!!রাজিব রায়হান ওরফে খোট রাজিব! ৩০ নাম্বার ওয়ার্ড এর নয়া ছা পোনা  স ন্ত্রা সী। গত আগস্টের আগে এদের পরিচয় ছিলো এক, ...
01/07/2025

গিরগিটি!!
রাজিব রায়হান ওরফে খোট রাজিব! ৩০ নাম্বার ওয়ার্ড এর নয়া ছা পোনা স ন্ত্রা সী। গত আগস্টের আগে এদের পরিচয় ছিলো এক, আগস্টের পরে হয়ে গেছে আরেক।
খোট রাজিবের বাবা নুরু, গড়িয়ারপারের যুবলীগের সভাপতি, সন্ত্রাসী লিটন মোল্লার ম্যানেজার ছিলো। বিগত বছরগুলোতে পুলিশকে এলাকার বিএনপির বাড়িঘর চিনিয়ে দেয়াও নুরু গুরুত্বপূর্ণ একটা কাজ ছিলো। তার জন্য কয়েকবার বিএনপির লোকজন গ্রেফতার হয়েছে। বুদ্ধি করে ছেলে খোট রাজিবকে ঢুকিয়ে দেয় বিএনপি ৩০ এর সভাপতি মিশাদ বেগের দোকানে। সেখানে দীর্ঘদিন কর্মচারী হিসেবে থাকার সুবাদে, আগস্টের পরে আবির্ভাব হয় ছাত্রদলের ভূমিকায়। বাপের কৃতকর্মের আর কোন সমস্যাই রইল না।
মিশাদের ছত্রছায়ায় বর্তমানে অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, পান ওয়ালা,ডাব ওয়ালা থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না খোট রাজিবের চাঁদাবাজি থেকে। একাধিকবার চাঁদা না পেয়ে কয়েকজনকে মারধরও করেছে। জানা গেছে ব্যাংকে বড় এমাউন্টের ঋণ থাকায় বর্তমানে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরেছে। ব্যাংকের লোকজন টাকার তাগিদে বাড়ি আসলে তাদের সাথেও খারাপ ব্যবহার করে,মহানগর বিএনপির ভয় দেখায়,তাদের দেখিয়ে দিবে এরকম হুমকি দেয়। জুয়ার আসরে টাকা লাগায়।এলাকাবাসী অতিষ্ঠ এই খোট রাজিবের খোটের অত্যাচারে।
বিএনপি এবং প্রশাসন বিষয়টা দ্রুত বিবেচানায় নিয়ে আইনানুগ ব্যবস্থা না নিলে এলাকাবাসী নিরাপদ নয়।

বরিশাল নগরের অন্যতম বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের বর্তমান অবস্থা।
26/06/2025

বরিশাল নগরের অন্যতম বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের বর্তমান অবস্থা।

24/06/2025

ভাই, পুরো বিশ্বেই তো যু*দ্ধ লেগে যাচ্ছে। এই মুহূর্তে কি আমাদের কিছুই করার নেই?

— অবশ্যই আছে। কোন রাষ্ট্রে কতজন মা*রা যাচ্ছে, কে কয়টা মিসা*ইল ছুড়লো এবং মিসা*ইল'গুলোর নাম মুখস্থ করে রাখ। নেক্সট "BCS" এক্সামের জন্য এগুলো হট-টপিক।

আপাতত, চোখ বন্ধ কইরা এগুলো মুখস্থ করতে থাক...

17/06/2025
লট শাড়ি নিতে হলে মিনিমাম ১০০০০ টাকার শাড়ি নিতে হবে। আর রিটার্ন করলে ১৫ দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। রিটার্ন করলে টাক...
28/02/2023

লট শাড়ি নিতে হলে মিনিমাম ১০০০০ টাকার শাড়ি নিতে হবে। আর রিটার্ন করলে ১৫ দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন।
রিটার্ন করলে টাকা ব্যাক পাবেন না, শাড়ি এক্সচেঞ্জ নিতে হবে।

কাতানের দারুন সব কালেকশন পাইকারি নিতে আজই যোগাযোগ করুন।
17/09/2022

কাতানের দারুন সব কালেকশন পাইকারি নিতে আজই যোগাযোগ করুন।

পার্টি জর্জেট
27/06/2022

পার্টি জর্জেট

Address

Mirpur
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Barisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share