Nalchity BNP

Nalchity BNP digital video creator any subject make a video

30/06/2025
স্বামীর নির্বাচনী আসনে জনপ্রিয়তা ও ভোটের লড়াইয়ে দেশ সেরা লুনা ইলিয়াস ও দ্বিতীয় অবস্থানে ইলেন ভূট্টো। ফয়সাল মাহমুদ, রিপোর...
28/06/2025

স্বামীর নির্বাচনী আসনে জনপ্রিয়তা ও ভোটের লড়াইয়ে দেশ সেরা লুনা ইলিয়াস ও দ্বিতীয় অবস্থানে ইলেন ভূট্টো।

ফয়সাল মাহমুদ, রিপোর্টাস্ ঢাকাঃ
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনী লড়াইয়ে গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার প্রার্থী হওয়ার বিষয়ে এতদিন গুঞ্জন থাকলেও এবার প্রকাশ্যে এসেছে। তিনি জনপ্রিয়তা ও ভোটের লড়াইয়ে নারীদের মধ্যে প্রথমে আছেন।
অন্যদিকে ঝালকাঠি -২(ঝালকাঠি -নলছিটি) নির্বাচনী আসনে সাবেক সাংসদ মরহুম জুলফিকার আলি ভূট্টোর জনপ্রিয়তাকে পুজি করে নারীদের ভিতর দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

15/04/2025
13/04/2025
Toyobur Rahman—এই নামটি শুধু একজন নেতার নয়, এটি একটি ত্যাগ, সাহস ও আদর্শের প্রতিচ্ছবি। তিনি কখনো আপস করেননি, কখনো অন্যায়...
07/04/2025

Toyobur Rahman—এই নামটি শুধু একজন নেতার নয়, এটি একটি ত্যাগ, সাহস ও আদর্শের প্রতিচ্ছবি। তিনি কখনো আপস করেননি, কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ঝালকাঠি ও নারায়ণগঞ্জের মাটি জানে, রাজনৈতিক সংগ্রামে কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। মামলা, হামলা, দমন-পীড়নের মধ্যেও তিনি বুক চিতিয়ে বিএনপির পতাকা ধারণ করেছেন। ২০০১ সালে ঝালকাঠি-নলছিটি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর বিপুল ভোটে বিজয়ে আলহাজ্ব Toyobur Rahman-এর তৃণমূল নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ; তিনি দলীয় সাংগঠনিক কাজকে শক্ত ভিতের ওপর দাঁড় করান এবং আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী আমুকে পরাজিত করেন। এরপরও তিনি দলীয় দায়িত্ব ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন—সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন।

২০১৪ সালে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির মিছিলে নেতৃত্ব দিয়ে তিনি গ্রেফতার হন, কিন্তু আদর্শ থেকে একচুলও সরেননি। তিনি কেবল রাজনীতিবিদ নন, একজন আদর্শবান ব্যবসায়ীও। জাতীয় টেলিভিশনে তাকে সফল উদ্যোক্তা ও নীতিনিষ্ঠ নেতা হিসেবে সম্মান জানানো হয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ৩০ মে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীতে যখন চারপাশে ভয়ভীতি ও দমননীতির ছায়া, তখন তিনি একাই ৫৫ ডেগ খিচুড়ি রান্না করে মানুষের মাঝে বিতরণ করেন। এটি ছিল সাহস, ভালোবাসা ও আদর্শের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার এক অসাধারণ দৃষ্টান্ত।

যখন অনেকে থেমে যান, Toyobur Rahman তখন সামনে এগিয়ে যান। তিনি প্রমাণ করেছেন—নেতৃত্ব মানে শুধুই পদ নয়, বরং মানুষের পাশে থেকে ভয়কে জয় করে আদর্শের পথে এগিয়ে চলা। আমরা গর্বিত, নারায়ণগঞ্জ ও ঝালকাঠির মতো দুই প্রান্তে এমন একজন আপসহীন, নির্ভীক ও আদর্শবান নেতাকে আমরা পেয়েছি। স্যালুট Toyobur Rahman ভাইকে—আপনি একজন নেতা নন, আপনি এক জীবন্ত অনুপ্রেরণা।

মিরপুর ৬ নম্বর ওয়ার্ড পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল
02/03/2025

মিরপুর ৬ নম্বর ওয়ার্ড পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল

13/02/2025
সাজানো নাটক নাকি বাস্তবতা? কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় গভীর সন্দেহ!সম্প্রতি পরিচিত কনটেন্ট ক্রিয়েটারের পুরনো বসতবাড়ি পুড়ে য...
12/02/2025

সাজানো নাটক নাকি বাস্তবতা? কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় গভীর সন্দেহ!

সম্প্রতি পরিচিত কনটেন্ট ক্রিয়েটারের পুরনো বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। বাস্তব বিশ্লেষণে এটি পরিকল্পিত একটি নাটক হওয়ার সম্ভাবনা প্রবল। কাফির নিজ গ্রাম রজপাড়া, টিয়াখালী ইউনিয়ন, কলাপাড়া বাস্তবেই বিদ্যমান, কিন্তু ঘটনার প্রেক্ষাপট সন্দেহজনক।

অগ্নিকাণ্ডের আগে কাফির ঢাকায় ছিলেন, অথচ তিনি ঢাকা থেকে যাওয়ার আগেই ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানান। এটি কি পূর্বপরিকল্পিত প্রচারণার অংশ?

বাড়ি পোড়ানোর পরপরই তিনি সরকারের কাছে ৭ দিনের আল্টিমেটাম দেন—দোষীদের ধরতে হবে এবং তার নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করতে হবে। অন্যতায় তিনি একাই আন্দোলন করবেন নিজে বিপ্লবী সরকার গঠন করার ঘোষণা দেবেন। একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের প্রতি এমন দাবিদাওয়া কতটা যৌক্তিক?

একুশে বইমেলায় নারীবক্তাদের হাত চুম্বন ও সুন্দরীদের ফুল দেওয়ার ঘটনায় কাফির সামাজিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। জনমতকে ভিন্ন দিকে নেওয়ার জন্য কি এই বাড়ি পোড়ানোর নাটক সাজানো হলো?

পুরনো, পরিত্যক্ত বাড়িতে আগুন লাগলে তা পুরোপুরি ভস্মীভূত হওয়া স্বাভাবিক। প্রশ্ন হলো, এতে কার ক্ষতি হলো? অতীতে অনেক বিতর্কিত ব্যক্তি নিজেদের ওপর আক্রমণ সাজিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। কাফির ঘটনা কি সেই পথেরই অনুসরণ?

একটি বিতর্ককে ঢেকে ফেলার জন্য নতুন বিতর্ক তৈরি করা বাংলাদেশে নতুন কিছু নয়। আর কখনও কখনও কেউ ইচ্ছা করে নিজের স্ক্যান্ডাল ছড়িয়ে, নিজের লোকদের দিয়ে সাজানো হামলা করে নিজের পাবলিসিটি বাড়ায়। এটি প্রকৃতপক্ষে ষড়যন্ত্র নাকি নিজেকে বাঁচানোর কিংবা ভাইরাল হবার কুটকৌশল?

—নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই তা স্পষ্ট হবে। জনগণের উচিত আবেগ দিয়ে নয়, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া।

-
আলী এইচ শাওন
প্রযুক্তিবিদ ও সমাজকর্মী

12/02/2025
13/01/2025

রূপনগর থানা বিএনপির কর্মী সভা ৩১ দফা াংলা #

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nalchity BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nalchity BNP:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share