22/01/2025
স্বামী-স্ত্রী দুজনেই একটু এ্যাডজাষ্ট করলে সংসার সুখের হয়।
ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল। স্ত্রীর পছন্দ স্কুটি। উভয়েই এ্যাডজাষ্ট করলেন, দিয়ে একটা স্কুটি কেনা হোলো।
স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। সমুদ্রে গেলেন।
স্বামীর পছন্দ নিজের একটা বাড়ি। ছাদ, আকাশ, মাটি, বাগান সহ। স্ত্রীর পছন্দ ফ্ল্যাট। দুজনেই এ্যাডজাষ্ট করলেন। এখন ওনারা নিজেদের ফ্ল্যাটে থাকেন।
স্বামীর ইচ্ছা weekend এর সন্ধ্যায় ক্লাবে যাবেন, বন্ধুদের সাথে একটু আড্ডা দেবেন। স্ত্রীর ইচ্ছা বন্ধুদের সাথে কিটিপার্টি। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। স্বামী স্ত্রী কে এখন কিটিপার্টি তে ড্রপ করে দেন। আবার পিকাপ করেন। এরকম একটু এডজাষ্ট করলেই সুখে থাকা যায়! 🙂