Farhana Akter

Farhana Akter দেখতে সুন্দর হওয়ার চেয়ে,
পার্সোনালিটি আর বিহেভিয়ার সুন্দর হলেই মানুষ সুন্দর 💝

22/01/2025

স্বামী-স্ত্রী দুজনেই একটু এ্যাডজাষ্ট করলে সংসার সুখের হয়।

ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল। স্ত্রীর পছন্দ স্কুটি। উভয়েই এ্যাডজাষ্ট করলেন, দিয়ে একটা স্কুটি কেনা হোলো।

স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। সমুদ্রে গেলেন।

স্বামীর পছন্দ নিজের একটা বাড়ি। ছাদ, আকাশ, মাটি, বাগান সহ। স্ত্রীর পছন্দ ফ্ল্যাট। দুজনেই এ্যাডজাষ্ট করলেন। এখন ওনারা নিজেদের ফ্ল্যাটে থাকেন।

স্বামীর ইচ্ছা weekend এর সন্ধ্যায় ক্লাবে যাবেন, বন্ধুদের সাথে একটু আড্ডা দেবেন। স্ত্রীর ইচ্ছা বন্ধুদের সাথে কিটিপার্টি। দুজনেই একটু এ্যাডজাষ্ট করলেন। স্বামী স্ত্রী কে এখন কিটিপার্টি তে ড্রপ করে দেন। আবার পিকাপ করেন। এরকম একটু এডজাষ্ট করলেই সুখে থাকা যায়! 🙂

17/01/2025

"চান্স পাও আর না পাও, তুমিই আমার ডাক্তার"

আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসা এক মে'য়েকে তার বয়ফ্রেন্ড এভাবে করেই সাহস
দিচ্ছিলো!🙂

06/12/2024

ফ্রী আছি কিনা জিজ্ঞেস করবেন না, আগে কাজটা বলুন। সেই অনুযায়ী আমি বাহানা ready করবো! 🙂

😊
05/12/2024

😊

04/12/2024

না করে চাকরি, না করে বিজনেস। তারপরেও ওরা এতো স্পিডে বাইক চালিয়ে কোথায় যায়?🙂

23/11/2024

সিনেমার শেষে নায়ক নাইকার মিল হলে খুশি হন!

নিজের ছেলে মেয়ে প্রেম করলে মানেন না কেন?😒

জীবন সঙ্গী নির্বাচন করা মানে আপনার ভবিষ্যৎ নির্বাচন করা 🙂
23/10/2024

জীবন সঙ্গী নির্বাচন করা মানে আপনার ভবিষ্যৎ নির্বাচন করা 🙂

21/10/2024

💝

14/10/2024

রাতে যেই খুদা লাগে ওইটা দিনে লাগে না,
আর দিনে যে ঘুমে দরে ওইটা রাতে আসে না 🥲

এইটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছিল?🙄
13/10/2024

এইটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছিল?🙄

12/10/2024

এই যে হুট করে আমার মাথার তাড় ছিঁড়ে যায় এই জিনিসটা আমার নিজেরই পছন্দ না।🙂

স্বামীর সাথে মনমালিন্য হলে ঝগড়া করবেন না বেচারার মনে কষ্ট পাবে। শ্বাশুড়ির কাছে যাবেন, পা টিপতে টিপতে বলবেন, আম্মা আমি আপ...
11/10/2024

স্বামীর সাথে মনমালিন্য হলে ঝগড়া করবেন না বেচারার মনে কষ্ট পাবে। শ্বাশুড়ির কাছে যাবেন, পা টিপতে টিপতে বলবেন, আম্মা আমি আপনাকে কত ভালোবাসি কিন্তু আপনার নিজের ছেলে আমাকে আপনার বিরুদ্ধে উস্কে দেয়, আমাকে বলে আপনার সাথে ঝগড়া করতে, আমি বাপের বাড়িতে গেলে আপনি নাকি আমাকে বকেন, আমার নামে তার কাছে বিচার দেন, এমন কয়েকটা কথা বলে শ্বাশুড়ি মাকে রাগিয়ে দিয়ে জামাইকে মাইর খাওয়াবেন, নিজে মেরে বদদোয়া নিবেন না। 🥱

10/10/2024

পাওয়ার আগে আর হারানোর পরে
সব কিছুই মুল্যবান 💖

09/10/2024

ফিউচারে যাতে বাসন মাজতে না হয় সেজন্য Independent হতে নার্সিং-এ এসেছিলাম।

তারপর একদিন OT-তে ডিউটি করা শুরু হলো।

এখন Independent হয়েও রোজ বাসন মাজি।🙂

আর নয় ক্যারিয়ারের চিন্তা,, প্রচুর দোয়া করতে হবে🥰😁
09/10/2024

আর নয় ক্যারিয়ারের চিন্তা,, প্রচুর দোয়া করতে হবে🥰😁

08/10/2024

প্রত্যেক ফ্যামিলি তে একটা 'লেইট লতিফ/লতিফা' থাকে! সেই মানুষ টা সবার শেষে খেতে যায়,সবার শেষে ঘুম থেকে উঠে, সবার শেষে গোসল করতে যায়, কোথাও বেড়াতে গেলে সবার শেষে রেডি হয়! মানে সব কিছুতে সে 'লেইট' করবেই! এইজন্য প্রচুর বকা খায় কিন্তু তাও সে 'ভালো' হয়না!🤧🤧

পৃথিবীতে দুই জাতীয় লোক আছে….যারা নিজেদের কাজের বিবরণ এই ভাবে দেন…..১ম শ্রেনীঃ মাছ ভেজেছি..২য় শ্রেনীঃ ফ্রিজ থেকে মাছ বের ...
08/10/2024

পৃথিবীতে দুই জাতীয় লোক আছে….যারা নিজেদের কাজের বিবরণ এই ভাবে দেন…..

১ম শ্রেনীঃ মাছ ভেজেছি..

২য় শ্রেনীঃ ফ্রিজ থেকে মাছ বের করে দেখি জমে বরফ হয়ে আছে…! প্যাকেট শুদ্ধ কলের তলায় রেখে ভগবানকে বললাম, ঠাকুর দেখো যেনো সবাইকে ঠিক সময় মতো মাছ ভাজা পাতে দিতে পারি…!!
অনেক কষ্টে প্যাকেট থেকে মাছ ছাড়িয়ে বড় বাটিতে জল দিয়ে রাখলাম… তারপর লবন দিয়ে চটকে চটকে ঘষে ঘষে ধুলাম…. তারপর হলুদ দিয়ে মেখে side এ রেখে তেল গরম বসালাম… অল্প আঁচে আস্তে আস্তে সববব গুলো মাছ কড়া করে ভেজে সুন্দর করে প্লেটে তুললাম… তোমারা খুশি মনে গরম গরম ভাজা খাবা…. তোমাদের জন্য তো আমি আমার কলিজাও ভেজে ফেলত পারি, মাছ তো কোনো ব্যাপারই না.. 😬

উপরের লেখা দুটো বিশ্লেষন করলে দেখা যাবে দুজনেই সমান কাজ করেছেন… 🤔
কিন্তু….
বেশি বকবক করতে না পারার কারনে প্রথম শ্রেনীর লোকেদের কাজ সব সময় আন্ডার রেটেড থাকে 🫤
আর দ্বিতীয় শ্রেনীর লোকেরা “কম্মা” লোকের খেতাব পায়…. 🤷🏻‍♀️

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share