Muaj Bin Yousuf

Muaj Bin Yousuf I am a digital marketer & wordpress developer. I can kill the customer with my marketing strategies.

I am working on several market place as a freelancer successfully. I have also IT agency team who can solve your any IT related problem.

12/01/2021

Thanks for your kindness

12/01/2021
🔥বুস্টিং VS মার্কেটিং⚠বুস্টিং হচ্ছে একটি পেজের কোন নির্দিস্ট পোষ্ট বুস্ট করা যাতে অনেক মানুষ দেখতে পারে। সাথে কিছু টার্গ...
05/01/2021

🔥বুস্টিং VS মার্কেটিং⚠

বুস্টিং হচ্ছে একটি পেজের কোন নির্দিস্ট পোষ্ট বুস্ট করা যাতে অনেক মানুষ দেখতে পারে। সাথে কিছু টার্গেট সেট করা যায়। যেমন, বয়স – ইন্টারেস্ট – লোকেশন ইত্যাদি।

আমরা সবাই বুস্টিং করি। এটাও সত্য অনেকে বুস্ট করেই অনেক ভালো কিছু রেজাল্ট পাচ্ছেন। অনেকে হতাশ। সব থেকে বড় ব্যপার হচ্ছে বুস্টিং এ কোন প্লান নাই – শুধু ভাইরাল হওয়া ছাড়া। শুধু মাত্র হট কাস্টমার ছাড়া কোল্ড ট্রাফিক তেমন টানে না।

এর দ্বারা অনেক হওয়া সেল নষ্ট হয় এবং সেগুলো অন্য কোথাও থেকে সেল হয়।

মার্কেটিং হচ্ছে সঠিক প্লান করে ফানেল এর মাধ্যমে রিলেশন বিল্ড করে ভ্যালু তৈরি করে লং টাইম ধরে সেল করা।

এই ডলার দিয়ে বুস্ট করলাম আর সেল হল এমন না। একটা ভ্যালু তৈরি করে তারপর ১ম প্রোডাক্ট থেকে আপ-সেল করে যাওয়া এবং এক ক্লায়েন্ট থেকে আরও অন্য ক্লায়েন্ট পাওয়া।

এখন হইতো প্রশ্ন আসবে – ভাই ফানেল এ দেশে খাঁয় না – কারণ বেশির ভাগ কাস্টমার ইমেইল ব্যবহার করে না বা চেক করে না।

ফানেল যে শুধু ইমেইল ছাড়াও হয় হইতো এই আইডিয়া আমাদের নাই। যদি আপনি রিসার্চ করে দেখেন প্রটেনশিয়াল কাস্টমার ২লাখ বিশ্বাস করেন তাহলে তার মধ্যে ১ লাখ ৮০ হাজার হল কোল্ড। এদের শুধু বুস্ট দিয়ে গরম করা কঠিন। তবে সঠিক ভাবে ফানেলে ফেলে রান্না করলে এরা অনেক গরম হয়।

এবার আসেন খরচের বিষয়টা
মনে করেন,বুস্ট করে ১০০০০ মানুষের কাছে পৌছালেন ২০ ডলার খরচ করে।
এখন এই ১০০০০ হাজারের মধ্যে আপনার ৫/৭ টা সেল হলো।
পরেরদিন আবার ২০ ডলার খরচ আবার ৫-৭ টা সেল।
এরকম প্রতিদিন আপনাকে ১০০০০ লোকের কাছে এড পৌছাতে ২০ ডলার খরচ করতে হচ্ছে।

কিন্তু যদি আপনি ফানেল মার্কেটিং করেন,তাহলে প্রথমদিন ২০ ডলারের পর ৫-৭ টা সেল আসলো।
সাথে আপনার যারা কোল্ড কাাস্টমার আছে তাদেরকে ভিডিও ভিউ,লাইক কমেন্টের ওপর বেইস করে অডিয়েন্স করে শুধুমাত্র তাদের কাছে মার্কেটিং করা।
এতে খরচ কমে যাবে।
সাথে আপনার কাস্টমার বেইজ তৈরী হবে।
আরো সহজে বললে মনে করুন,
১০০০০ হাজারের মধ্যে আপনার কোল্ড কাস্টমার ৫০০ এখন যদি আমি শুধুমাত্র এই ৫০০ মানুষকেই শুধু ফলো আপ, রিটার্গেটিং করি,
তাহলে আমার খরচ মাত্র ৫ ডলার হলেই যথেষ্ট।

এছাড়া এই ৫০০ দিয়ে আমি লুক‌ এলাইক করলে সেইম কোয়ালিটির আরো ২০-৩০ হাজার৷ কাস্টমার ফেইসবুক আমায় দিবে।
যারা সেইম কোয়ালিটির ৫০০ এর মত সেইম কোয়ালিটির কাস্টমার।
যা বুস্ট থেকে বের করে আনতে আপনার ৮০-১০০ ডলার লাগতো।

এছাড়া মার্কেটিং এর মাধ্যমে আপনার একটা কাস্টমার কমিউনিটি তৈরি হবে।

আরও অনেক বিষয় আছে ক্রস অ্যাড – টেস্ট – কাস্টম ওডিয়েন্স থেকে শুরু করে ফলো আপ।

যেভাবে কম্পিটিশন বাড়ছে – আমরা এখনি যদি প্লান মাফিক না আগায় তাহলে আগামী ১-২ বছরে অনেক কিছুই হবে না । কারণ ডাটা তৈরি যারা আগে করবে তারা অবশ্যই সবার আগেই থাকবে।

তাই আমি মনে করি – শুধু $ মূল্য দিয়ে বুস্টিং এর পিছনে না দৌড়ে রিয়েল মার্কেটিং প্লান করে লং টাইম গেম খেলা উচিত। হইতো ইনস্ট্যান্ট সেল কম দিলেও ভবিষ্যতের দৌড়ে আপনি থাকবেন সবার আগে।

আশা করি বুঝতে পেরেছেন।

বুস্ট করলে আমার একবারেই কষ্ট নাই। কিন্তু মার্কেটিং করলে, আমার অনেক কাজ আছে।
তবে নিজের দ্বায়িত্ববোধ থেকেই সঠিক বিষয়টি বুঝাতে চেষ্টা করলাম।

🔥ডিজিটাল মার্কেটিং এর অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া মার্কেটিং😍সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় মার্...
04/01/2021

🔥ডিজিটাল মার্কেটিং এর অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া মার্কেটিং😍

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় মার্কেটিং। সহজ ও দ্রুততম সময়ে কাস্টমারের কাছে যেকোনো পণ্য বা সেবা নিয়ে পৌঁছানোর শক্তিশালী মাধ্যম।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সহজভাবে বলতে গেলে আমরা প্রতিনিয়ত ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে সোশ্যাল কমিউনিকেশনের জন্য যে সাইট গুলো ব্যবহার করে থাকি সেগুলেো হল সোশ্যাল মিডিয়া। আর আমরা যদি এই সাইটগুলো ব্যবহার করে আমাদের কোনে পণ্য বা সেবাকে প্রমোট করি তাহলে সেটি হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

কিছু জনপ্রিয় সোশ্যাল সাইট হল : ফেইসবুক,ইনস্টাগ্রাম,টুইটার,লিংকডিন,পিন্টারেস্ট,ইউটিউব,রেডিট ইত্যাদি।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন প্রয়োজন?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং বর্তমান সময়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা একটা সময় মানুষ টেলিভিশন দেখতো বিনোদন, সংবাদ ,খেলা দেখার জন্য। এই সব কিছুর জন্য টেলিভিশনই ছিল একমাত্র ভরসা। এর জন্য তাদেরকে সব সময় টেলিভিশন এর সামনে বসে থাকতে হত বা দেখা যেত টেলিভিশন এর নির্দিষ্ট সময়ে তাদেরকে অপেক্ষা করতে হত। কিন্ত এখন সময় পাল্টেছে, আপনি এখন চাইলে যেকোনো সংবাদ, বিনোদন, খেলাধুলা এই সব নিউজ দেখতে ও পড়তে পারবেন খুব সহজে এবং যখন তখন। তাহলে বুঝতেই পারছেন আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ । আপনি চাইলে এই গুরুত্ব টাকেই কাজে লাগিয়ে মার্কেটিং করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইট এর প্রোডাক্ট গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে শেয়ার করে দিন। একটা সময় পর এর ফলাফল খুব ভালভাবে দেখতে পাবেন। সারা পৃথিবী এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর নির্ভরশীল। আপনি একটু চিন্তা করে দেখুন না, আপনি শেষ কবে ফেসবুক বা ইউটিউব ব্যবহার থেকে বিরত ছিলেন? তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এটার গুরুত্ব কতখানি।

কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন?
আপনি চাইলে যে কোন সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে মার্কেটিং শুরু করতে পারেন। তবে ফেসবুক আর ইউটিউব বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয়।

26/12/2020
🚷 পা বাড়াবেন তো ফাঁদে পড়বেন ⚠️ডিজিটাল মার্কেটিং এর অন্যতম সুবিধা হল প্রডাক্ট বা সার্ভিস নিয়ে একদম সুপার টার্গেটেট কাস্টম...
11/12/2020

🚷 পা বাড়াবেন তো ফাঁদে পড়বেন ⚠️

ডিজিটাল মার্কেটিং এর অন্যতম সুবিধা হল প্রডাক্ট বা সার্ভিস নিয়ে একদম সুপার টার্গেটেট কাস্টমারের দরজায় কড়া নাড়া যায়। আর এই সুবিধা নিয়ে যদি আপনি কাস্টমারের দরজার সামনে ফাঁদ বসিয়ে রাখেন, তাহলে একবার ভেবে দেখুন তো যেকোনো প্রয়োজনে কাস্টমারের পা দরজার বাইরে আসলেই কি ঘটতে পারে?

এখানে ফাঁদটা হচ্ছে প্রডাক্ট বা সার্ভিস। যেটা টার্গেটেট কাস্টমারের কাছে পৌঁছালেই আসবে আপনার বিজনেসের সফলতা। আর টার্গেটে থাকে যদি গরমিল তাহলে দৌড়ানি কিন্তু নিশ্চিত 😍 বিষয়টা অনেকটা এমন যে অন্ধের কাছে চশমা বিক্রি করতে চাওয়া 😍😍😍

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কাঙ্খিত কাস্টমারকে টার্গেট করবো? এই প্রশ্নের উত্তরটা অনেক বড় , , , , , ,

ধরুন, ডিজিটাল মার্কেটিং এর একটি টুল বা অংশ ফেসবুকে আপনি পাঞ্জাবি বিক্রির জন্য মার্কেটিং করতে চাচ্ছেন। এবার কিছু প্রশ্ন করুন , , , , ,
১) এটা কাদের প্রয়োজন, ছেলে নাকি মেয়ে?
২) তারা কি করে?
৩) তাদের বয়স কত?
৪) তারা কোথায় থাকে?
৫) তারা কি পছন্দ করে?
৬) তাদের কাদের সাথে সম্পর্ক?

উপরিউক্ত সকল প্রশ্নের উত্তর শুধু ফেসবুক নয় ইউটিউব, গুগল, ইন্সটাগ্রাম, পিস্টারেস্ট ও টুইটারে ব্যবহার করে কাস্টমারকে টার্গেট করা যায়। যেখান থেকে সর্বোচ্চ বিক্রি নিশ্চিত করা সম্ভব। আর যেটা কেবল একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের পক্ষেই সম্ভব।

খুব বেশি জানিনা আমি। তবে যতটুকু জানি তা নিয়েই পাশে থাকতে চাই। যারা বাঁধার কাছে হার মেনে নিজেকে থামিয়ে দেয় না, খোঁজে নতুন...
11/12/2020

খুব বেশি জানিনা আমি। তবে যতটুকু জানি তা নিয়েই পাশে থাকতে চাই। যারা বাঁধার কাছে হার মেনে নিজেকে থামিয়ে দেয় না, খোঁজে নতুন কৌশল। আমি সেই নতুন কৌশলের সহযোগী হতে চাই। বিজনেস আমার আবেগ❤️ আমার বিশেষ কিছু কৌশলের প্রয়োগে যেকোনো বিজনেসের মোড় পাল্টে দিতে আমি খুবই আত্নবিশ্বাসী...

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when Muaj Bin Yousuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muaj Bin Yousuf:

Share