আদ্যন্ত - Adyonto

আদ্যন্ত - Adyonto জীবনের গল্প!
বাকি আছে অল্প!
যা কিছু দেখার, নাও দেখে নাও!
যা কিছু বলার, নাও বলে নাও!
পাবে না সময় আর হয়ত!

Omanush na chinle chine nin, dekhe rakhun omanush dekhte kemon hoy!
22/07/2025

Omanush na chinle chine nin, dekhe rakhun omanush dekhte kemon hoy!

22/07/2025

এই ট্র্যাজেডি যেন জাহান্নামের এক ক্ষণিক ঝলক…

এক ভাইয়ের লেখা,বাস্তবতা কতটা ভয়ংকর ছিল,
আমরা বাইরে থেকে যতটুকু দেখেছি, ওরা ভেতরে যা দেখেছে সেটা কল্পনারও বাইরে।

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শুয়োরের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গজব নাযিল কর... আমিন

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।

একটা প্লেন বিধ্বস্ত হলো…হাসপাতালের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র একটা ম্যাসেজ…‘Emergency at Diabari. All who are near, please...
21/07/2025

একটা প্লেন বিধ্বস্ত হলো…
হাসপাতালের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র একটা ম্যাসেজ…
‘Emergency at Diabari. All who are near, please attend.’
তারপর দেখা গেলো—কে ছুটিতে, কে বাসায়, কে ক্লান্ত ডিউটির পর বিশ্রামে—সব ভুলে
যে যেভাবে পেরেছে ছুটে এসেছে রোগীদের পাশে।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের এই দৃশ্য গর্ব করার মতো।
কেউ বলে নাই, "আমি ছুটিতে", কেউ বলে নাই, "আজ আমার অফিস নাই"।
সবাই শুধু একটা কথাই বলেছে—"I’m on the way."

এইটাই ডাক্তার নামের আসল পরিচয়।
মানুষের বিপদে ছুটে আসা, নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো।

স্যালুট টু আওয়ার ডক্টরস।
এসব গল্পগুলো সবসময় আড়ালেই থাকে।
ফুটেজখোর বিদেশ থেকে ডাঃ নিয়ে আসতে চায়, অথচ ডাক্তারদের প্রয়োজনীয় উপকরণ দেয়না।

এইদেশের যেকোনো ক্যাজুয়ালটি tackle দেয় সামনে থেকে ডাঃ, নার্সরা। এদের মূল্যায়ন হয় না।
কারণ ডাক্তাররা ক্রেডিটকোর না, ডাক্তাররা কাজ করে, ফটকাবাজি, চাপাবাজীর টাইম তাঁদের হাতে থাকে না।

জাতীয় বার্ন ইনস্টিটিউট এর চিকিৎসকরা মাস ক্যাজুয়ালটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত। কিন্ত আজ আমরা যে অভিজ্ঞতার মুখোম...
21/07/2025

জাতীয় বার্ন ইনস্টিটিউট এর চিকিৎসকরা মাস ক্যাজুয়ালটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত। কিন্ত আজ আমরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তার সাইকোলজিকাল ট্রমা আমরা কতদিনে কাটিয়ে উঠতে পারব, জানিনা।
খবর পাওয়ার পরেই অফিসিয়াল হোযাটসঅ্যাপ গ্রুপে সকলকে নোটিশ করা হয়। এরপরের রেসপন্স এর একটা স্ক্রিনশট দিলাম, সবাই ইনস্ট্যান্ট হাসপাতালে রওয়ানা হয়ে আসছে।
আমাদের সকল চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় যাঁরা হাসপাতালের বাইরে ছিলেন, এমনকি যারা ছুটিতে ছিলেন, তারাও চলে এসেছেন। কয়েকটা বাচ্চার সিভি লাইন করলাম, তার মধ্য দুজন আমার রামিন এর বয়সী। পুড়ে যাওয়া মুখমন্ডল আর ক্ষণে ক্ষণে পানি পানি বলে বিলাপ নিতে পারছিলাম না।

বিভিন্ন হাসপাতালের অনেকেই ফোন করে সাপোর্ট লাগবে কিনা জানতে চেয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা ।

বার্ন পেশেন্ট এর শ্বাসনালী পুড়ে যাওয়া হচ্ছে ভয়ের কথা। অনেকেরই এমন ইনহেলেসনাল ইঞ্জরি হয়েছে।
যারা বেঁচে আছেন তাদের বার্ন পরবর্তি ইনফেকশন হচ্ছে মেইন কনসার্ন। আরেকটা ছবি দিচ্ছি, দেখেন। সারাদিন না খেয়ে খাটা খাটনি করে এরপর বের হওয়ার সময় মেইন গেটে দেখি বিরাট জটলা। উনার সবাই সাংবাদিক, সবাই ভিতরে ঢুকবেন, ছবি, ভিডিও নিবেন। কিন্তু আমাদের আনসার সদস্যরা বাঁধা দিচ্ছিল।
এতজন সাংবাদিক ভাই যদি হাসপাতালে ঢুকে ঘুরতে থাকেন বিভিন্ন জায়গায়, তাহলে ইনফেকশন কন্ট্রোলের কি অবস্থা হবে সেটা বলাই বাহুল্য।

আর বের হয়ে রাস্তায় দেখি অনেক মানুষ, এদের অনেকেই রক্ত দিতে এসেছেন। কিন্তু বার্ন পেশেন্ট এর প্রথম দিনেই রক্ত দরকার নেই। ধীরে ধীরে পরে লাগে রক্ত। তাই রক্ত দেয়ার জন্য সবাই ভিড় না করাটাই ভালো।

আল্লাহ আমাদের এই শোক সইবার শক্তি দান করুন।

লিখা:
ডা.নাজমুল আহসান সিদ্দিকী রুবেল
ঢাকা মেডিকেল কলেজ

She is no more! 💔💔💔💔
21/07/2025

She is no more! 💔💔💔💔

21/07/2025
প্রচুর রক্ত প্রয়োজন। সবাই শেয়ার করে সাহায্য করুন।যার যত রক্ত লাগবে, রক্তদাতাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সব দেয়া আছে,...
21/07/2025

প্রচুর রক্ত প্রয়োজন। সবাই শেয়ার করে সাহায্য করুন।

যার যত রক্ত লাগবে, রক্তদাতাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সব দেয়া আছে, পুসাব ব্লাড ব্যাংক থেকে লিস্ট আজকের জন্য পাবলিক করা হলো।

লিস্ট সেকেন্ডে সেকেন্ডে আপডেট হচ্ছে,
রক্তসন্ধানী প্রতিটা মানুষের জন্য এ পোস্টটা ছড়িয়ে দিন..



https://docs.google.com/spreadsheets/d/1lufFdwN2J21e9wiZcjKRZQUlSSrlhlyc08_4v5nk6cM/htmlview?usp=drive_link&fbclid=IwY2xjawLq-4lleHRuA2FlbQIxMQABHlCM_9w68fAp_qtulBCgucNhYsvyhT8u-5i3bCxEXyXS3vHIKrOcKwGq2sWs_aem_V6-O09rEtIEQPo3gAYRAjg

😭😭😭😭😭😭😭😭
21/07/2025

😭😭😭😭😭😭😭😭

শেয়ার করে খুঁজে পেতে সহায়তা করুন
21/07/2025

শেয়ার করে খুঁজে পেতে সহায়তা করুন

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনি...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

07/10/2022

Address

Mirpur

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801701000587

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদ্যন্ত - Adyonto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share