28/05/2022
আশাকরি মন দিয়ে পড়বেন এবং বুঝবেন কারন এখানে জীবনের খুব গুরুত্বপূর্ণ কথা গুলো নিয়ে লেখা হয়েছে। সব সময় একটা কথা মনে রাখবেন জীবনে আপানর যেই স্বপ্ন আছে যেই লক্ষ্য আছে সেটা পূরণ করতে হলে আপনাকে কিছু ত্যাগ করতে হবে ত্যাগ ছাড়া কিছু সম্ভব না। অনেকে আছেন ত্যাগ মানে কি সেটাই বোঝেনা তারা মনে করে ইচ্ছার বিরুদ্ধে কাজ না করাই হোল ত্যাগ। মনে করুন আপনি বাইক কিনতে পারেন কিন্তু কিনছেন না এটা হলো ত্যাগ, কিন্তু আমি এটির কথাও বলছি না আমি বলছি আপনার ক্যারিয়ার গড়তে যে ত্যাগ করতে হবে সেটির কথা। আপনি পৃথিবীর বড় বড় ধনী ব্যাক্তি খেলোয়াড় বা প্রতিষ্ঠিত কোন মানুষের জীবনী দেখতে পারেন আপনি তাদের জীবনে ত্যাগ দেখতে পারবেন। প্রতিটা মানুষ বড় হতে চায়, বড় কিছু করতে চায় কিন্তু এই সমস্ত কিছু করার জন্য তারা একটা জিনিস করতে পারে না। সেটিই হলো ত্যাগ! নিজের স্বপ্ন পুরনের জন্য যদি আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর আপনি তাই করলেন এটাই হলো ত্যাগ। আপনাকে কোন কাজ বা কোন জ্ঞান অর্জনের জন্য অনেক দূরে জেতে হবে আপনি গেলেন এটাই ত্যাগ।
কোন বিশেষ দরকার ছাড়া ফেসবুক ইউটিউব ব্যবহার করা যাবে না আপনি এটাই করলেন এটাই হলো ত্যাগ। বন্ধুরা সবাই পার্টি করছে আপনি না গিয়ে নিজের কাজ করলেন এটাই ত্যাগ, প্রয়জনে নিজের বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড ছেড়ে দেওয়া এটাই হলো ত্যাগ। আসলে ১৮ থেকে ২৫ বছর বয়স হলো মানুষের সব থেকে রোমান্টিক সময় আমরা সবাই জানি আমাদের বেশির ভাগ সময় এই সময়টিতে কোথায় কোথায় নষ্ট হয়। এই সময় আমাদের অনেক বন্ধু থাকে এখন যদি আমি সোশ্যাল সাইটে কাউকে উত্তর না দিয়ে থাকি তাহলে কিছুই যায় আসবে না। কিন্তু ১ বছর ২ বছর ৪ বছর পরে আপনি কোথায় থাকবেন সেটা ঠিক হবে আপনার আজকের কর্মের উপরে। কারন এখন আপনি যততা ত্যাগ করবেন কিছু দিন পরে ততটাই সুখের জীবন আপনি পাবেন। আপনি কি জানেন আমাদের জীবনের ৯০% কাজের উপরে আমাদের কন্ট্রোল থাকে। জীবনে যেটাই করতে চান বা পাওয়ার ইচ্ছা করেন সেটি যদি আপনি যদি না পেয়ে থাকেন বা না করতে পারেন তাহলে প্লিজ কোন ওজুহাত দিবান না। যে সমাজ ভালো ছিলো না, সরকার ভালো ছিলো না, আমার টাকা ছিলো না বাবা মা ভালো ছিলো না, আমার টাকা ছিলো না ইত্যাদি। শুধু মাত্র আপনি মনোযোগ দিন আপনার লক্ষ্যের দিকে এবং নিজের উপরে বিশ্বাস রেখে করতে থাকেন। ভাবুন কেন আপনি এটা করতে চান? আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন সেটা কোন বিষয় না আপনি যেটা চান