Md. Akash Ahamed

Md. Akash Ahamed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Akash Ahamed, Mirpur.

28/05/2022

আশাকরি মন দিয়ে পড়বেন এবং বুঝবেন কারন এখানে জীবনের খুব গুরুত্বপূর্ণ কথা গুলো নিয়ে লেখা হয়েছে। সব সময় একটা কথা মনে রাখবেন জীবনে আপানর যেই স্বপ্ন আছে যেই লক্ষ্য আছে সেটা পূরণ করতে হলে আপনাকে কিছু ত্যাগ করতে হবে ত্যাগ ছাড়া কিছু সম্ভব না। অনেকে আছেন ত্যাগ মানে কি সেটাই বোঝেনা তারা মনে করে ইচ্ছার বিরুদ্ধে কাজ না করাই হোল ত্যাগ। মনে করুন আপনি বাইক কিনতে পারেন কিন্তু কিনছেন না এটা হলো ত্যাগ, কিন্তু আমি এটির কথাও বলছি না আমি বলছি আপনার ক্যারিয়ার গড়তে যে ত্যাগ করতে হবে সেটির কথা। আপনি পৃথিবীর বড় বড় ধনী ব্যাক্তি খেলোয়াড় বা প্রতিষ্ঠিত কোন মানুষের জীবনী দেখতে পারেন আপনি তাদের জীবনে ত্যাগ দেখতে পারবেন। প্রতিটা মানুষ বড় হতে চায়, বড় কিছু করতে চায় কিন্তু এই সমস্ত কিছু করার জন্য তারা একটা জিনিস করতে পারে না। সেটিই হলো ত্যাগ! নিজের স্বপ্ন পুরনের জন্য যদি আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর আপনি তাই করলেন এটাই হলো ত্যাগ। আপনাকে কোন কাজ বা কোন জ্ঞান অর্জনের জন্য অনেক দূরে জেতে হবে আপনি গেলেন এটাই ত্যাগ।

কোন বিশেষ দরকার ছাড়া ফেসবুক ইউটিউব ব্যবহার করা যাবে না আপনি এটাই করলেন এটাই হলো ত্যাগ। বন্ধুরা সবাই পার্টি করছে আপনি না গিয়ে নিজের কাজ করলেন এটাই ত্যাগ, প্রয়জনে নিজের বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড ছেড়ে দেওয়া এটাই হলো ত্যাগ। আসলে ১৮ থেকে ২৫ বছর বয়স হলো মানুষের সব থেকে রোমান্টিক সময় আমরা সবাই জানি আমাদের বেশির ভাগ সময় এই সময়টিতে কোথায় কোথায় নষ্ট হয়। এই সময় আমাদের অনেক বন্ধু থাকে এখন যদি আমি সোশ্যাল সাইটে কাউকে উত্তর না দিয়ে থাকি তাহলে কিছুই যায় আসবে না। কিন্তু ১ বছর ২ বছর ৪ বছর পরে আপনি কোথায় থাকবেন সেটা ঠিক হবে আপনার আজকের কর্মের উপরে। কারন এখন আপনি যততা ত্যাগ করবেন কিছু দিন পরে ততটাই সুখের জীবন আপনি পাবেন। আপনি কি জানেন আমাদের জীবনের ৯০% কাজের উপরে আমাদের কন্ট্রোল থাকে। জীবনে যেটাই করতে চান বা পাওয়ার ইচ্ছা করেন সেটি যদি আপনি যদি না পেয়ে থাকেন বা না করতে পারেন তাহলে প্লিজ কোন ওজুহাত দিবান না। যে সমাজ ভালো ছিলো না, সরকার ভালো ছিলো না, আমার টাকা ছিলো না বাবা মা ভালো ছিলো না, আমার টাকা ছিলো না ইত্যাদি। শুধু মাত্র আপনি মনোযোগ দিন আপনার লক্ষ্যের দিকে এবং নিজের উপরে বিশ্বাস রেখে করতে থাকেন। ভাবুন কেন আপনি এটা করতে চান? আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন সেটা কোন বিষয় না আপনি যেটা চান

মোঃ রিদয় যখন শিশু শ্রেণিতে পড়ালেখা করছিল তখন তার মাত্র চার বছর বয়স। রিদয়ের জ্ঞান বুদ্ধি তখন একটি সাধারণ ছেলের চেয়ে তুলনা...
28/05/2022

মোঃ রিদয় যখন শিশু শ্রেণিতে পড়ালেখা করছিল তখন তার মাত্র চার বছর বয়স। রিদয়ের জ্ঞান বুদ্ধি তখন একটি সাধারণ ছেলের চেয়ে তুলনামূলক কম ছিলো। সে অন্য ছাত্র-ছাত্রীদের মত পড়ালেখায় ভাল ছিলো না, হঠাৎ একদিন ম্যাডাম তার মাকে ডেকে এনেছে এবং তাকে তার মায়ের সামনে একটি অংক করতে বলে কিন্তু রিদয় ভয় পেয়ে করতে পারল না। রিদয় কিছু সময় অচল হয়ে গেল। সে অনেক সময় দারিয়ে থাকল ম্যাডাম তাকে তার মায়ের সামনে অনেক লজ্জা দিল এবং তার মাকেও অনেক কথা শুনাল আর বলে দিলো রিদয়ের স্কুলে রাখবে না। কিছু দিন রিদয় স্কুলে যাওয়া থেকে বিরত থাকে পরে তার মায়ের অনেক অনুরধের পরে একটি সুযোগ দেওয়া হয়। স্কুলে রিদয়কে নিয়ে ছাত্র-ছাত্রিরা হাসি-ঠাট্রা করে। রিদয় বাড়ি ফিরে প্রচুর কান্না করতে ছিলো তখন তার মা তাকে বলে, আমি জানি তুমি অনেক মেধাবী চাইলেই তুমি পড়ালেখায় ভাল হতে পাড়। কিন্তু তোমার ভিতরে লজ্জা ভয় এমন কি বিভিন্ন জড়তা কাজ করে যেটা তোমাকে আজ সবার কাছে নিচু করেছে। আমি জানি তুমি পারবে, তোমার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেটা সবাইকে দেখিয়ে দাও। এই পৃথিবীতে কেউ জ্ঞানী হয়ে জন্মায় না সবাই এসে জ্ঞানী হয়ে উঠে। আমার দোয়া তোমার সাথেই আছে তুমি এগিয়ে যাও বাবা,,,!

দীর্ঘ চার বছর পরে রিদয় স্কুলের মেধাবীদের তালিকায় ১ম স্থান অধিকার করে এবং মেধাবী তালিকার বৃত্তি অর্জন করে। সে তার মায়ের মুখে একটা মধুর হাসি উপহার দেয়। একদিন যেই মানুষটাকে সবাই হাসির পাত্র বানিয়েছে আজ সেই মানুষটা স্কুলের নাম উজ্জ্বল করেছে। ছেলেটির এই সফলতার পিছনে ছিলো তার একটা বড় শক্তি সেটা হলো তার মায়ের একটু অনুপ্রেরণা, হাজার শক্তিশালী মায়ের দোয়া। যা পারে একটা সন্তানের জীবন বদলে দিতে, সেরা মানুষ বানিয়ে দিতে। আজকে আমরা ছেলে-মেয়ের একটু উৎসাহিত করার বদলে বলে থাকি তোমার দিয়ে কিছু হবে না, তুমি এটা করতে পারবে না, তুমি একটা অপদার্থ ইত্যাদি। একটি কাজ একবার দুই বার করতে না পারলে আমরা বকা দিয়ে থাকি আর এর জন্যই আমাদের মধ্য থেকে হাজারও এডিসন, মাইকেল জর্ডান, কাজী নজরুল ইসলাম হারিয়ে যাচ্ছে। কেন আমরা কি পারি না তাদের একটু অনুপ্রেরণা দিতে, পারিনা একটু সাহস দিতে, যে তুমি চেষ্টা করো তুমি পারবে।

কবি বলেছেন পারিও না এ কথাটি বলিও না আর, একবার না পরিলে দেখো শত বার। তাই আমরা সব সময় চেষ্টা করবো আমাদের সন্তানদের মনে সাহস যোগাতে যেন তারা কোন কাজে ভয় না পেয়ে জয় করতে পারে। নিজের সন্তানের উপরে বিশ্বাস র

জীবনে সফল হতে হলে সকাল ৮ টার আগে যে ৮ টি কাজ করতে হবে। জীবনে সফল হতে গিয়ে যে কয়েকটি বিষয় সকল সফল ব্যাক্তি তাদের জীবনে মে...
28/05/2022

জীবনে সফল হতে হলে সকাল ৮ টার আগে যে ৮ টি কাজ করতে হবে। জীবনে সফল হতে গিয়ে যে কয়েকটি বিষয় সকল সফল ব্যাক্তি তাদের জীবনে মেনে চলেছে। তার মধ্যে অন্যতম হলো খুব ভোরে ঘুম থেকে উঠা শুধু যে সফল ব্যাক্তিরাই এমন করেছেন তেমন না। সকল ধর্মীয় গুরুরাও এই বিষয়টি কঠোর ভাবে পালন করেছে পৃথিবী বিখ্যাত অনেক সফল ব্যাক্তিদের জীবন পর্যালোচনা করে দেখা গিয়েছে তারা শুধু খুব ভোরে ঘুম থেকে উঠতোই না সকাল ৮ টার আগেই তারা বেশ কয়েকটি কাজ সম্পূর্ণ করতেন। সেই ৮ টি কাজ করলে আপনিও জীবনে সফল হতে পারবেন যদি বিষয় গুলো নিয়ম মতো পালন করে থাকেন।

(১) আপনি ভোর ৫ টায় ঘুম থেকে উঠার অভ্যাস করুন দিনের শুরুতে উঠতে পারলে পুরো দিনে আপনি প্রয়োজনীয় কাজ করার জন্য প্রচুর সময় পাবেন। তুবে ভোরে উঠার সাথে এটাও মাথায় রাখতে হবে যেন আপানর ঘুম পরিপূরণ হয় কমপক্ষে ৬ ঘণ্টা ঘুম জরুরী।

(২) ঘুম থেকে যেহেতু ভোর বেলায়ই উঠে পরবেন সেহেতু দিনের শুরুতে প্রার্থনা করে ফেলুন। এতে আপনার ২ টি কাজ হবে প্রথম হলো আপনি ধর্মীয় দিক থেকে মনস্তাত্ত্বিক ভাবে নির্ভর থাকলেন এবং এতে আত্মবিশ্বাস বাড়বে।

(৩) সারা রাত কর্মহীন থাকার পর ভোরে প্রয়োজন হবে শরীরে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরিয়ে নিয়ে আসা। এই জন্য দেখা যায় বেসির ভাগ মানুষ কিন্তু দিনের শুরুতে ব্যায়াম করে থাকেন এটি মানুষের স্বাস্থ্য ভাল রাখে।

(৪) কমপক্ষে ৩০ গ্রাম প্রোটিন গ্রহণ করুন দিনের শুরুতে আপনি যখন খাদ্য গ্রহণ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনি ওই খাবারের মধ্যে কমপক্ষে ৩০ গ্রাম প্রোটিন আরোহণ করছেন কি না। সেক্ষেত্রে খাবারের তালিকায় দুধ কিংবা ডিম থাকতে পারে।

(৫) দিনের শুরুতে যে কাজটি আপনাকে সারা দিন চাঙ্গা রাখতে সাহায্য করবে সেটি হলো গোসল। গোসল করলে দিন ভোরে আপনাকে ঝরঝরে মনে হবে কাজে গতি থাকবে আর আপনি থাকবেন প্রাণবন্ত।

(৬) কিছুটা পড়াশুনা, অনেকেই আবার বলবেন এটা আবার কি ধরনের মজা আমরা কি স্কুলের বাচ্ছা যে সকাল সকাল পড়তে বসবো? জী,,জীবনে উন্নতি করতে হলে প্রতিনিয়ত পড়তে হবে। আর তা শুরু করতে হবে দিনের শুরুতে এ সময় আপনি আপনার দিনের কর্ম পরিকল্পনাগুলো একবার ভেবে নিতে পারবেন ঠিক করে নিতে পারেন পরের কাজটার কথা।

(৭) দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করুন আর তার আগ্রগতির মূল্যায়ন করুন। জীবনের লক্ষ্যে যেতে হলে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করা ভাল তাতে দেখবেন লক্ষ্যে পৌঁছাতে অনেক সহজ হবে।

(৮) পর্যালোচনা করুন আপনার জীবনের ল

28/05/2022

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ.পি.জে. আব্দুল কালাম যে ছোটবেলা কাটিয়েছে অনেক কষ্টের মধ্য দিয়ে। তার বাবা ছিলেন একজন নৌকার মাঝি আর মা ছিলেন গৃহবধূ খুব গরিব পরিবারের ছেলে আব্দুল কালাম। পরিবারের দারিদ্রতা বার বার তার পড়ালেখার পথে বাঁধা হয়ে দারিয়ে ছিলো তাই খুব অল্প বয়সেই তিনি জীবিকা অর্জনের জন্য বিভিন্ন পেশায় কাজ করতে হয়। এমন কি স্কুল ছুটির পরে তিনি খবরের কাগজ বিক্রি করতেন এবং অনেক কষ্টের মধ্য দিয়ে তিনি নিজের পড়ালেখা চালিয়ে গিয়েছেন। পরে তিনি Josephs college ভর্তি হয়ে সেখান থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেন এর পরে তিনি ইঞ্জিনিয়ারিং শেষ করেন।

১৯৫০ সালে মাদ্রাস ইন্সিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হবার মেধা লিস্টে নাম উঠে ঠিকই কিন্তু সেখানে ভর্তি হওয়ার ফি ছিলো হাজার টাকা যা সেই মুহূর্তে তার কাছে ছিলো না! কিন্তু তার মা ও বোন তাদের সোনার গহনা বিক্রি করে দিয়ে তার ভর্তি ফি যোগার করেন। তার লেখাপড়ার প্রতি পরিবারের গভীর মনোভাব দেখে কালাম লেখাপড়ার প্রতি আরো মনযোগী হয়ে পরে। কলেজের কিছু প্রোজেক্টে তার খুব আগ্রহ দেখে একজন প্রোফেসর তাকে সিনিয়র ক্লাস প্রোজেক্টের দায়িত্ব দেয় কিন্তু সে সেটিতে ভাল করতে পারে না পরে স্যার তার উপরে রেগে বলে ৩ দিনের মধ্যে কাজটা না করতে পারলে তার মেধা বৃত্তি ফিরিয়ে নিবে। অবশেষে কালাম সেটি করে এবং স্যার কে খুশি করেন। এর পরে তার জীবনে আসে এক নতুন অধ্যায় একদিকে আসে এয়ারফ্রোস ও অন্য দিকে আসে ডিফেন্স তিনি দুটিতেই যাবার সিদ্ধান্ত নেয়। ডিফেন্স এর ইন্টার্ভিউ দিয়ে এয়ারফ্রোসে আসেন কিন্তু ২৫ জনের মধ্যে তিনি ৯ম স্থান অধিকার করে যেখানে লোক নেওয়ার কথা ৮ জন। ফলে তিনি বাতিল হয়ে পাইলটের স্বপ্ন হারিয়ে ফেলে পরে তিনি খুব দুঃখ কষ্ট নিয়ে একজন স্বামীজির কাছে যান এবং মনের সকল কথা বলেন স্বামীজি তাঁকে বলেন, ইচ্ছা যদি হয় মন থেকে তাহলে সেটায় আলাদা একটা জোর থাকে। স্বপ্ন দেখে সেটার বাস্তবে রূপ দিতে অনেক কষ্টের যা সবাই পারে না কিন্তু অবিরাম তার পিছনে ছুটে চল্লে অবশ্যই বাস্তব হয়। এর পরে তিনি দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রিতে সিনিয়র সায়েন্টিস হিসাবে কাজ করেন।

১৯৬৯ সালে তিনি স্পেস রিস্রোস অর্গানাইজেশন ইস্রতে বদলি হয়ে আসেন পরে তিনি SLV3 নামে একটি Satellite তৈরির হেড হিসাবে কাজ করেন। কিন্তু ১৯৮৯ সালে SLV3 Satellite মহাকাশে পাঠানোর ৩১৭ সেকেন্ডের মধ্যে ভেজ্ঞে যায়। তখন কালাম কে অনেক

Address

Mirpur

Telephone

+8801773079825

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Akash Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Akash Ahamed:

Share