Lifestyle with zeba

Lifestyle with zeba Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lifestyle with zeba, Digital creator, Mirpur.

12/08/2025

রিজিক নিয়ে খুব সুন্দর একটি গল্প

এক গ্রামে বাস করত এক গরিব কৃষক 👨‍🍼নাম ছিল রহিম। প্রতিদিন সকালে সে মাঠে যেত কাজ করতে। তার ছোট্ট একটা কুঁড়েঘর🏚️ স্ত্রী আর এক ছেলেকে নিয়ে তার সংসার।

একদিন সকালে সে মাঠে যাওয়ার সময় দেখল, এক পাখি তার উঠোনে বসে আছে🐦পাখিটা খুব দুর্বল, মনে হয় অনেকদিন কিছু খায়নি। রহিম দয়া করে পাখিটাকে একটা দানা দিলো। এরপর থেকে প্রতিদিন সকালে পাখিটা এসে হাজির হতো, আর রহিমও তাকে কিছু না কিছু দিত।

এইভাবে অনেক দিন চলল। হঠাৎ একদিন রহিম খুব বিপদে পড়ল—মাঠে ফসল নষ্ট হয়ে গেছে😫ঘরে খাবার নেই, টাকা নেই😩সে ভেবে কুল-কিনারা পাচ্ছে না কী করবে😓

সেইদিনও সকালে পাখিটা এল🐦কিন্তু রহিম বলল,
“আজ আমি কিছু দিতে পারব না, আমার নিজের ঘরেই খাবার নেই।”

পাখিটা তাকিয়ে থাকল, তারপর হঠাৎ একটা সোনার আংটি🛍️ রহিমের পায়ের কাছে ফেলে উড়ে গেল।
রহিম অবাক হয়ে আংটিটা তুলে নিলো। সেটা বিক্রি করে তার সংসারের দুঃখ দূর হলো।

সেই রাতে সে স্বপ্নে দেখল এক বৃদ্ধ বলছে:
“তুমি প্রতিদিন নিঃস্বার্থভাবে যা করেছো, সেটাই তোমার রিজিক এনে দিয়েছে। পাখির রিজিক ছিল তোমার হাতে, আর আজ তোমার রিজিক এল পাখির হাত ধরে।”

গল্পের শিক্ষাঃ

রিজিক কেউ কেড়ে নিতে পারে না, আবার কেউ নিজের থেকেও কাউকে দিতে পারে। যার যা রিজিক, আল্লাহ তাকে ঠিক সময়ে পৌঁছে দেন – কখনও মানুষের হাত ধরে, কখনও পাখির ছোঁয়ায়।

11/08/2025

মানুষ – এক বিস্ময়কর সৃষ্টির গল্প

মানুষ—একটি প্রাণী, কিন্তু শুধুই প্রাণী নয়। তার মধ্যে আছে অনুভূতি, বিবেক, চিন্তা, সৃষ্টি আর ধ্বংসের ক্ষমতা। সে হাসে, কাঁদে, ভালোবাসে, বিশ্বাসঘাতকতা করে, স্বপ্ন দেখে আবার নিজেই তা ভেঙে ফেলে।

মানুষই একমাত্র জীব, যে নিজের অতীত ভুলে যায়, ভবিষ্যতের চিন্তায় কষ্ট পায়, আর বর্তমানকে অবহেলা করে।

মানুষ নিজের জন্য বাঁচে, আবার অন্যের জন্য জীবন দেয়। কখনো সে ফেরেশতার মতো উদার হয়, কখনো পশুর থেকেও হিংস্র।

মানুষের সত্যিকারের সৌন্দর্য কোথায়?

তার চেহারায় নয়, অবস্থায়ও নয়—সেই সৌন্দর্য লুকিয়ে থাকে তার চরিত্রে।
একজন মানুষকে চেনা যায় না তার কথায়, তাকে জানতে হলে দেখতে হয় তার কাজকে।
ভালো সময়ে সবাই পাশে থাকে, কিন্তু মানুষ চেনা যায় খারাপ সময়ে।

একটা ছোট উপলব্ধি:

> মানুষ জন্মে খালি হাতে, মরে গিয়েও খালি হাতে যায়। কিন্তু মাঝখানে সে যা বেছে নেয়—ভালো বা খারাপ, সত্য বা মিথ্যা—তাই তাকে মনে রাখে এই পৃথিবী।

08/08/2025

বাংলাদেশ মহাদেশের একমাত্র যুক্তরাষ্ট্রীয় দেশ হল মিরপুর

মিরপুর ১, মিরপুর ২, মিরপুর ৪ , মিরপুর ৬, মিরপুর ৭, মিরপুর ১০, মিরপুর ১১, মিরপুর সাড়ে ১১, মিরপুর ১২, মিরপুর ১৩, মিরপুর ১৪,
কাজীপাড়া,শেওড়াপাড়া ,আগারগাঁও ,কাফরুল,রুপনগর,মিরপুর DOHS সহ আরো কিছু স্বায়ত্বশাসিত অঙ্গরাজ্য নিয়ে স্টেটস অফ মিরপুর গঠিত।

তাই মিরপুর নিয়ে জোকস করার আগে একবার USM এর কথা চিন্তা করে কথা বলা উচিত।

যে সব অশিক্ষিত বড়লোক্স USM মানে জানে না তারা জেনে নাও 😎😎🫤😉

USM = United States of Mirpur.
আর এই USM র অংগরাজ্যের কারও সাথে দেখা হলে আগেই সালাম দিবা কিন্তুু সবাই আর সাথে স্যার/মেডাম ডাকবা😍🫣

06/08/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
সবাই কেমন আছেন

05/08/2025

👉দুরুদ শরীফ পড়ার অপার ফজিলত

✅চারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন,
আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার নাম জানেন!

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর যখন আপনি দুরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দুরুদের সংবাদ পৌঁছে দেন।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায়।"
(সুনান আবু দাউদ, হাদিস: ২০৪২; মুসনাদ আহমদ: ১০৫৯৪)

👉অন্য হাদিসে এসেছে,
"তোমাদের দুরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে।"
(মুসনাদ আহমদ: ১৬৩০৩, সহিহ ইবনে হিব্বান: ৯১০, হাদিস সহিহ)

২) একবার দুরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন!

👉রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"
(সুনান আন-নাসায়ি: ১২৯৭, সহিহ ইবনে হিব্বান: ৯০৮, সহিহ হাদিস)

👉আর আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ! তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
(সুরা আল-আহযাব: ৫৬)

৩) দুরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়

যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে।

👉হাদিসে এসেছে,
"তোমাদের সমস্যার সমাধান ও গুমাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো।"
(সুনান আত-তিরমিজি: ২৩৮১, সহিহ হাদিস)

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল:
"হে আল্লাহর রাসূল! আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি।"
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন:
"তাহলে তোমার চিন্তা-ভাবনা থেকে দুঃখ-কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭, সহিহ হাদিস)

৪) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন

👉রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন! তাঁর সামনে তাঁর প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন।

কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন:
"আমার উম্মত! আমার উম্মত!"
(সহিহ মুসলিম: ২০২, তিরমিজি: ২৪৪৩)

তিনি বলতেন:
"হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো।"
(সহিহ মুসলিম: ২৪৯)

অতিরিক্ত আমল: দুরুদের সাথে ইস্তেগফার ও দোয়া ইউনুস

✅দুরুদের পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) পড়লে এবং দোয়া ইউনুস (لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ) পাঠ করলে জীবন থেকে বিপদ দূর হয়।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন।"
(সুনান আত-তিরমিজি: ৩৫০৫, সহিহ হাদিস)

দুরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যার সমাধান এবং জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পড়ার তাওফিক দান করুন, আমিন!
আল্লাহুম্মা আমিন

যেই বেডি আরেক বেটির জামাইরে বিয়া করছে 😔আর এ পরকীয়া রানীরে নিয়া যারা লাফালাফি করতাছে। আমি দোয়া করি তারার জামাইও যেন ত...
05/08/2025

যেই বেডি আরেক বেটির জামাইরে বিয়া করছে 😔আর এ পরকীয়া রানীরে নিয়া যারা লাফালাফি করতাছে। আমি দোয়া করি তারার জামাইও যেন তাড়ারে রাইখা আরেকটা বিয়ে করে। তখন তারা বুঝবো নিজের চোখের সামনে জামাই আরেক বেডিরে নিয়া ঘুরলে কেমন লাগে।

আর এই লুচ্চা বেটারে কই 🤢 বেডি মানুষ কাছে পাইলে দ্যান, জ্ঞান হিতাহিত জ্ঞান ঠিক থাকে না 🤨কয়দিন আগেও তো বলছে অপু বিশ্বাসই আমার একমাত্র লিগাল ওয়াইফ। নিজের জবানের কোন দাম থাকে না? দুজনরেই যেহেতু বউ মানে দুইজনেই যেহেতু বাচ্চার মা। তো একজনরে পাবলিক করার দরকার কি দুইজনরেই পাবলিক কর। ফালতু বেডা 😏

05/08/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল
সবাই কেমন আছেন? রিজিকের মালিক কে?? বলে জান।

03/08/2025

আল্লাহ বলেছে, ধৈর্য ধরো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চাইতে অনেক সুন্দর হবে। তাইতো ধৈর্য ধরে বসে আছি সেই অপেক্ষায় যেদিন দেখতে পারব আসলে আমার ভবিষ্যৎ সুন্দর হয়েছে। আর সেদিন আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ।

03/08/2025

আমি ২০২৫ সালের মার্চ মাসে টিন সার্টিফিকেট তৈরি করেছি।এখন আমাকে কি কোন প্রকারের ট্যাক্স দিতে হবে। আমার ইনকাম এখনো শুরু হয়নি। কেউ যদি এটার সঠিক তথ্য জেনে থাকেন দয়া করে আমাকে একটু জানাবেন।

01/08/2025

আমাকে যারা দেখতে পারে না, আমি যে তাদের ক্ষতি করেছি তা না। বরং, তারা তাদের প্রতিহিংসা থেকে আমাকে দেখতে পারেনা।

31/07/2025

বেশি কথা বলা মানুষগুলো, কখনোই কোনদিন কারোর উপকারে আসে না।

30/07/2025

স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্ম নিয়ন্ত্রণে। এত মানুষ।এজন্যই সব কিছুই বেশি বেশি। বেশিরভাগই জনশক্তিতে পরিণত না হইয়া যেন বোঝায় পরিণত হয়ে আছে। কথা বেশি। প্রয়োজন বেশি। লোভ বেশি। হিংসা বেশি। বিভক্তি বেশি। অভাব বেশি। দুর্নীতি বেশি। হিংস্রতা বেশি। প্রতিশোধ বেশি রাজনীতি বেশি।।এত বেশির ভিতর সবচেয়ে কম হচ্ছে মনুষত্ব এবং নমনীয়তা।

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle with zeba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifestyle with zeba:

Share